User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এটি পুরো ভারত এবং বিশ্ব জুড়ে শিক্ষার্থী এবং কিশোর-কিশোরীদের জন্য একটি ভাল এবং সম্পর্কিত সম্পর্কিত বই। এটি খুব গভীর নয় এবং এখানে একটি সমাপ্তি রয়েছে যা আপনাকে আনন্দিত করবে তবে এটি বাস্তবসম্মত নয়। তবে তারপরেও, ভালোবাসা খুব কমই সত্য - এটি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মনে। এই বইটি চেতন ভগতের সেরা বই নয়, তবে আপনার যদি কয়েক ঘন্টা সময় থাকে এবং আপনি বইটির শেষে একটি আনন্দদায়ক অনুভূতি চান তবে এটি পড়ার মতো।
Was this review helpful to you?
or
What a tragedy it is!
Was this review helpful to you?
or
In one word 'Great'.
Was this review helpful to you?
or
জস
Was this review helpful to you?
or
Very Good
Was this review helpful to you?
or
ফালতু
Was this review helpful to you?
or
যদিও কোন দিন ইংরেজি উপন্যাস/গল্প এর বই পড়ি নাই , এটা ছিল প্রথম. পড়ার সময় মনে হয়েছে আমি সিনেমা দেখছি। এক কথাায়, অসাধারন... যে যে কারনে ভালো লেগেছে। ১. লেখক সুন্দর ধারাবাহিকতা বজায় রেখেছে। ২. অধ্যায় গুলো ছোট ছোট করে ভাগ করেছে । ৩. প্রতিটি অধ্যায়ে কিছু না কিছু আবেগ/আকাঙ্খা/চেতনা রেখেছে । ৪. উন্নত মানের শব্দ ব্যাবহার করেছে। ৫. ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে । এই বইটা পড়ে আমি এতোটাই মুগ্ধ হয়েছি যে এই লেখক এর অনান্য বই ও পড়তে চাই...
Was this review helpful to you?
or
Boita genuine romance genre te pore na ei jonno o ektu weird storyline holeo pora start korechilam. Valo legeche bolte riyar career and dreamz er proti dedication... And nijer independence and priorities gula dekha beparta valo legeche........ Onno dike madhav er character ta aro ektu bold and mature hole valo lagto... He acts like he's a pre school student.... Beparta biroktikor... Romantic twist gula ashole onek lame chilo... Jodi arektu career and realistic hoto tahole hopefully better hoto.... Motamoti pura boi er kahini intense human desire er upor nirvor korei agaye giyeche.... Passion ba character gular personality bolte kisu nai...... Kheye kaj na thakle boi ta pora jai..... Cliché entertainment er jnno... Other than that.... Time and tk waste na korai valo
Was this review helpful to you?
or
One of the best book I have ever read. :)
Was this review helpful to you?
or
Finished reading Half Girlfriend by Chetan Bhagat. Felt more like I was reading a hindi cinema’s plot. A poor boy with bad English (like me :p) and a rich girl with a dream to be a content singer. They meet but get apart. They meet for the second time with a good possibility to go along together, but get apart again. Finally the boy chases the girl and reaches New York, they meet, get married and start living happily ever after. So far I have read all his books except ‘Making India Awesome’. ‘2 States’ was fun to read. ‘What Young India Wants’ is a stack of his articles and motivational speeches which I really liked on a serious note. 'Five Point Someone' was also good to read. But maybe his intention to change the society through his writing is somewhat faded with his successive books. For me the stories, other than the last three I mentioned, are too light to bring change. Hope he gets back with better reads in future!
Was this review helpful to you?
or
Third class book...বস্তা পচা। নোংরা।
Was this review helpful to you?
or
what a piece of trash..this book actually managed to fall short of my already meagre expectations. Chetan Bhagat has over-exploited way too many stereotypes in this book. The stuff about girls giggling senselessly at just about anything a rich guy says is especially repulsive.
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বই: হাফ গার্লফ্রেন্ড। লেখক: চেতন ভগত। প্রচ্ছদ :রুপা পাবলিকেশন পৃষ্ঠা সংখ্যা:- ২৬০ মূল্য :- ৩১৬ টাকা। যে কোন বই নিয়ে আলোচনা আলোচনা হোক আর সমালোচনাই হোক দুটাই প্লাস পয়েন্ট। এই বইটা নিয়েও আলোচনা সমালোচনা কম হয় নি। যদিও রোমান্টিক বই আমার খুব একটা পছন্দ না। তবু এই বইটা পড়ার ইচ্ছা ছিলো। এই স্টরি নিয়ে আবার মুভিও নির্মান করা হয়েছে। এজন্যই আগ্রহ আরো বেরে যায়। অপেক্ষার ইতি ঘটিয়ে পড়ে ফেল্লাম বইটি। কেন্দ্রিয় চরিত্র "বিহারের মাধব ঝা", অতি সাধারন ছেলে। দিল্লীর খ্যাতনামা এক কলেজে ভর্তি হয়। নিজ জীবনের লক্ষণরেখা থেকে কখনোই বেরিয়ে আসতে না পারা মাথব। সাধারণ গ্রাম্য পরিবেশ থেকে আচমকা শহরে এসে গভীর একাকিত্বে অনুভব করে।পছন্দের বাস্কেটবল কোর্ট ছাড়া আর কোথাও স্থায়ী হয়না তার মন। তার মনে শুধু একটিই ভাবনা মা এবং নিজের পরিবেশ। এছাড়া বড় কলেজে সকলের সাথে তাল মিলিয়ে ইংরেজি ঠিকভাবে বলতে না পারায় একসময় নিজেকে ছোট মনে করে। কলেজে ভাইবা পরিক্ষায় তার শিক্ষকরাও তাকে হেয়-তাচ্ছিল্য করে। মাধবের জীবনে শীতের রুক্ষতার পর বসন্তের মিষ্টি হাওয়ার মত আগমন ঘটে রিয়া নামের এক বড় ঘরের মেয়ের। ধীরে ধীরে আলাপচারিতা বন্ধুত্বে পরিনত হয়। সমবয়সী ছেলে মেয়ে কাছাকাছি থাকলে প্রকৃতি তাদের নিজ নিয়মে আবদ্ধ করবেই। মাধবও এই নিয়মের বাহিরে যেতে পারে না। সে ভালোবেসে ফেলে রিয়াকে। কিন্তু দুচারদিনের বন্ধুকে রিয়া হৃদয় গহীনে যায়গাটি দিতে পারে না। তখনই সে মাধবের "হাফ গার্লফ্রেন্ড" হবার প্রস্তাব দেয়! এরপর নানা চড়াই-উৎরাই পার করে মাধব আর রিয়ার সম্পর্ক। নেয় অদ্ভুত সব মোড়। রিয়া মাথবের মিলন কি কখনো সম্ভব? #পাঠ_প্রতিক্রিয়া:- রোমান্টিক বই আমি একেবারেই খুব একটা পছন্দ করি না। তবে এ বইটির প্রতি আকর্ষণ ছিল অন্যরকম। বইটি সম্পর্কে অনেক আলোচনা সমালোচনা শুনেছি বিভিন্ন বই বিষয়ক গ্রুপে। আরেকটি বড় আকর্ষন হলো বইটি কয়েকদিন আগে পরে দুইটি প্রকাশনি থেকে অনুবাদ প্রকাশ করা হয়েছে। এবং আরেকজন লেখক বইটি অনুবাদ করেছেন। দুইটি প্রকাশনি প্রকাশ করায় তিনি প্রকাশ করের আগ্রহ হারিয়ে ফেলেন। তাই বইটি না পড়ে আর থাকতে পারলাম না। মূল বইটির ভাষা এতোটা সহজ যে ১০ম শ্রেনিতে পড়ুয়া কোন ছাত্র চাইলে অনায়েসে পড়তে পারবে বইটি। বইটির স্টরি মুভির যথার্থ প্লট বলা চলে। ইংরেজি বই পড়ার অভ্যাস করার জন্য চেতন দিয়ে শুরু করাই উত্তম মনে করছি। যারা ইংরেজি বই পড়তে আগ্রহী তারা পড়তে পারেন। ডিক্সোনারি ব্যাবহার করতে হয়েছে তবে অন্য লেখকের বইয়ের চেয়ে অনেক কম। রেটিং- ৪/৫
Was this review helpful to you?
or
ক্যান্সারে আক্রান্ত একজন প্রেমিকা যার হাতে সময় আছে আর মাত্র দুই মাস তাকে কি আবার ফিরে পাওয়া সম্ভব? সেই একই প্রেমিকা যদি আরেকজনকে বিয়ে করে, আরেকজনের ঘরণী হয়ে লন্ডনে পাড়ি জমায় তাহলে কি তাকে ফিরে পাবার চিন্তাও করা যায়? এই বইয়ে গল্পের নায়ক মাধব তার জিএফকে দু'বার হারিয়ে ফেলে। তারপরও সে কি তাকে ফিরে পাবে? এক কথায় বইটি চমৎকার। পড়ার সময় বোরিং লাগবে না। গল্পকে সুন্দরভাবে একটার পর একটা উপস্থাপন করা হয়েছে। হ্যাপি রিডিং....
Was this review helpful to you?
or
cheap story ?