User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
A really funny and easy novel to read.Gives an immense pleasure while reading and reminds our childhood.
Was this review helpful to you?
or
A very fun book to read,enriched with comical comedy.The funny events of Gregory's life in the form of a JOURNAL(Yes it's not a diary,not your dear diary stuff) is depicted in quite the simplest ways which yet make the readers have a good time.Loved this book and I never get bored whenever I read it.Like,i read it for maybe 20 times in the last few years but I still do find the comical relief and comedy just as funny as it was during my first read.Definitely give it a read!
Was this review helpful to you?
or
The book is full of comedy.There is a bou name gregory who's lifestyle has been described in this book.The funny matter that happens in his life are also described.The most interesting thing is that all the things are also described in cartoon.This is an enjoyable book.People of all ages will be enjoyed by reading this book.
Was this review helpful to you?
or
একদিন আমি বন্ধুর বাসায় বসে ছিলাম এবং গান শুনছিলাম হঠাৎ তার টেবিল এ বই টা দেখলাম পেজ নাড়ায় চারায় দেখলাম অনেক টা কমিকস বই এর মত পড়া শুরু করলাম ৪ পেজ পড়ার পর ফ্যান হয়ে গেলাম ছোট বড় সবার জন্য সহজ কারণ কথা গুলো সহজ ইংরেজি ভাষায় লেখা ( রিভিউ তে কাঁচা ভুল ক্রুটি ক্ষমার দৃষ্টি তে দেখবেন!)
Was this review helpful to you?
or
"Let me get something straight: this is a JOURNAL, not a diary." কথাটা এই জার্নাল তথা ডায়রির লেখক Greg. গ্রেগ মিডল স্কুলে ভর্তি হয়েছে। স্কুলের প্রথম দিন থেকেই তার জার্নাল লেখা শুরু। ভাবতে পারেন এই জার্নাল কি কাজে লাগবে? সেটা জানুন গ্রেগের কথায়- "The only reason I agreed to do this at all is because I figure later on when I'm rich and famous, I'll have better things to do than answer people's stupid questions all day long. So this book is gonna come in handy." বুঝতেই পারছেন আমাদের গ্রেগ কোনো সাধারন মানুষ নয়। তবে দুঃখের বিষয় তার আশেপাশের মানুষগুলো তার মত এত স্মার্ট না। এই যে দেখেন তার ফ্রেন্ড Rowley, সে মিডল স্কুলে উঠে গেছে অথচ এখনও বাচ্চাদের মত বলে খেলতে যাবে। অথচ সবার সামনে বলা উচিত হ্যাং আউট করতে যাবে! গ্রেগ ভেবে পায় না এমন একটা মানুষের সাথে বন্ধুত্ব রাখা ঠিক হবে কিনা! গ্রেগের আরও বড় সমস্যা তার বড় ভাই রডরিক আর ছোট ভাই মেনি। এরাও শান্তিতে থাকতে দেয় না তাকে। আমি ইংলিশে একেবারেই কাচা। তাই বাচ্চাদের বই পড়ার চেষ্টা করলাম। মজা ব্যাপার হচ্ছে বইটা পড়ার সময় এতই মজা পাচ্ছিলাম যে একবারও মনে হয়নি ইংলিশ বই পড়ছি। কয়েকবার তো জোরে জোরে হেসে দিছি। পুরো বই মিমিক হ্যান্ডরাইটিংএ লেখা। মাঝে মাঝে কার্টুনগুলো বাড়তি বিনোদন দিছে। লেখক এটা বাচ্চাদের জন্য লিখলেও সব বয়সের মানুষই এই বইটা থেকে বিনোদন নিতে পারবে। যারা পড়েন নাই তাদের আগ্রহ বৃদ্ধির জন্য গ্রেগের কয়েকটা ডায়লগ দিচ্ছি বই থেকে- "I'll be famous ond day, but for now I'm stuck in middle school with a bunch of morons." "The best person I know is Myself." "And if you don't spend every second outdoors, people think there's something wrong with you." সবশেষে বলবো কিছু সময়ের জন্য নির্মল বিনোদন পেতে চাইলে বইটি নিয়ে বসে পড়ুন। পরিবারে ছোট সদস্যা থাকলে তাদেরকেও বইটা উপহার দিতে পারেন।
Was this review helpful to you?
or
এটি অত্যন্ত সহজ ইংরেজিতে লেখা হাস্যরসাত্মক একটি বই।এটি লেখকের স্কুলজীবনে লেখা একটি ডায়েরি,যদিও লেখক একে জার্নাল বলেছেন।লেখক তার প্রতিদিনের ঘটা ঘটনাগুলো এখানে কৌতুকের মতো করে লিখেছেন।এর সাথে যোগ করা হয়েছে অনেক কার্টুন ছবি যা তার লেখাগুলোকে আরো সুন্দরভাবে বর্ণনা করেছে।এখানে মূল চরিত্র গুলো হলো লেখক নিজে,তার মা,বাবা,ছোট ভাই,বড় ভাই ও তার এক বন্ধু।এটি মূলত ছোটদের জন্যে লেখা হলেও ইংরেজি শেখার জন্য ও সময় কাটানোর জন্য একটি ভালো বই।উল্লেখ্য যে এই সিরিযের সবগুলো বই হলো international bestseller।