User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
টেলিভিশনে একটা লোককে দেখতাম, যে কিনা সাদা দাঁড়ি, পাজামা পাঞ্জাবী পরে লোকগান গায়। জানলাম সে মহান শিল্পী আব্বাস উদ্দিনের পুত্র মুস্তাফা জামান আব্বাসী। কিছু মানুষ থাকে যাদের চেহারা দেখলেই ভালো লাগে। এই মানুষটা তেমন। মুখেই এক অনাবিল সৌন্দর্য ধারন করেন। আর যখন বুলি ফোটে তার মুখে, মনে হয় 'এতো সুন্দর করেও কথা বলা যায়'। মুস্তাফা জামান আব্বাসীর আত্মজীবনী 'জীবন নদীর উজানে'। লেখক বইটি শুরু করেছেন তাঁর এক যাত্রার বয়ান থেকে। সে যাত্রা তাঁর শেকড়, তাঁর জন্মভূমির পানে। কুচবিহারে জন্ম এই মানুষটি কালজানি নদী থেকে নিজের জীবনের কথা শুরু করেছেন। ধীরে ধীরে সেই কালজানির বয়ে যাওয়ার সাথে নিজের জীবনের বয়ে যাওয়ার গল্প লিখেছেন। বইটিতে উঠে এসেছে লেখকের বিভিন্ন স্মৃতি। তিনি তাঁর আদি নিবাস থেকে বর্তমান নিবাসের গল্প বলেছেন। পিতা-মাতার জন্য কেঁদেছেন। সন্তানের গর্বে গর্বিত হয়েছেন। কাজের সূত্রে লব্ধ অভিজ্ঞতার ডালি খুলে বসেছেন। সেই গল্পের মাঝে আমরা পাই ইতিহাস, উপহাস, সংস্কৃতি। এরই মাঝে লেখক নিজের গহন হৃদয়ের নিভৃত কুঞ্জের খবরও দিয়েছেন কিছু কিছু। বইটি পড়ে একদিকে যেমন অনেক মানুষকে চেনা যাবে, তেমনি জানা যাবে আব্বাসীকে। জানা যাবে এই ব্যস্ত ঢাকা এক সময় কত সুন্দর ছিল। সেই সঙ্গে আমরা হারিয়ে যাবো রেডিও ষ্টেশনে। আমরা ফিরে যাবো শেখ মুজিব, জিয়াউর রহমান কিংবা এরশাদের শাসনামলে। পাবো ঢাকার সাথে কলকাতার, বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের মানুষ আর সংস্কৃতির কথা। তাসখন্দের মসজিদ, কিংবা উজবেক তরুণীর হাসির খবর। জীবন নদীর বাঁকে কত গল্পই না থাকে।
Was this review helpful to you?
or
The use of sankskrit based Bangla language,a dying breed of Bangla, reaches its pen ultimatum in this biography of a man who has so much humility that he considers himself a `none'.This humility and simplicity is evident in his memories dating back to the kaljani river of Cooch Bihar where he was born to the great legendary musical maestro Abbasuddin Ahmed. His early ages, leaving Cooch Bihar and coming to East Pakistan, growing up here, his life and the growth from there onwards,must read..