User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রহসসময়_বিজ্ঞান_জগত ও #রকমারি_ডট_কম আয়োজিত বুক রিভিউ প্রতিযোগিতা ব্যক্তিগত রেটিং : ৪/৫ রেটিং আসলে বইয়ের জন্য কোনো মানদণ্ড নয়। এর পুরোটাই রুচিবোধের উপর নির্ভরশীল। তাই চেষ্টা করবেন রেটিং থেকে নয়, বরং আপনার রুচি অনুযায়ী বই সংগ্রহ করতে এবং পড়তে। . . কাহিনী সংক্ষেপ : . গল্পটা ভিক্টর স্মাইলি ও তার স্ত্রী জোয়ানের। বিবাহিত জীবনের প্রায় বিশ বছর পার করে ফেলেছে তারা। দাম্পত্য জীবনে বর্তমানে দুজনেই দুজনের প্রতি বিতৃষ্ণ এবং তা দিন দিন কেবল বেড়েই চলছে। কথায় আছে না, “যারে দেখতে নারি তার চলন বাঁকা”, সেভাবেই দুজনেই দুজনের যেকোনো কাজকেই অসহ্য মনে করে। একসময় দুজনেই ভাবতে লাগলো অপরজনকে পৃথিবী থেকে সরিয়ে দিলেই তার শান্তি। ভিক্টর প্ল্যান করা শুরু করলো জোয়ানকে মারার জন্য, অপরদিকে জোয়ানও প্ল্যান করা শুরু করলো ভিক্টরকে মারার জন্য। দুজনই ভাবছে একটা পারফেক্ট মার্ডার করার প্ল্যান। কিন্তু তারা দুজনের কেউই অপরজনের মনের কথা আঁচ করতে পারছে না। কে আসলে মার্ডার হবে? একজন নাকি দুজনই? জানতে হলে পড়তে হবে পিটার জেমস’র সাড়া জাগানো দুর্দান্ত গতির উপন্যাসিকা—“দ্য পারফেক্ট মার্ডার”। থ্রিলার পাঠকদের নিয়ে যাবে এক নতুন অভিজ্ঞাতার সম্মুখীন। . . পাঠ প্রতিক্রিয়া : . বইটি এক ফ্রেন্ড গিফট করেছিল। ধন্যবাদ তাকে এত সুন্দর একটি বই আমাকে গিফট দেয়ার জন্য। বইটির কুরিয়ারে এসেছিল, কুরিয়ার অফিস থেকে বই নিয়ে গাড়িতে বসেই পড়া শুরু করে দিয়েছিলাম। গাড়িতে বসে বসেই ২০ পৃষ্ঠার মত পড়া হয়ে গেল। বাড়ি আসার পর বিভিন্ন কাজের মধ্য থাকার ফলে পড়াই হচ্ছিল না, আর ব্যক্তিগত ও পারিবারিক অনেক ঝামেলার মধ্যে থাকায় এই ছোট্ট বইটি শেষ করতে আমার ২ দিন লেগে গেছে। . বইয়ের একদম শুরু থেকেই ইন্টারেস্টিং লাগছিল। লেখক অবশ্যই স্বার্থক তার বইয়ের এই ভিন্নধর্মী কাহিনীতে। আর অনুবাদকও পুরোপুরি স্বার্থক তার দারুণ ঝরঝরে অনুবাদে। কারণ পড়তে পড়তে আমার সময়গুলো খুব ভালভাবেই কেটেছে। শুরুর দিক থেকেই লেখা খুব দৌঁড়েছে। ঝড়ের বেগে চলেছে এই নভেলাটি। বেশ টানটান উত্তেজনাময় ছিলো পুরো বইটি। পিটার জেমস’র মূল ইংরেজি বইটা পড়া না হলেও অনুবাদক সাহেব তার চমৎকার লেখনী দেখিয়েছেন, খুব ভালো লেগেছে। কাহিনীতে কোনো প্লটহোল নেই। একদম মেদহীন কাহিনী। অনুবাদও একদম ঝরঝরে, মনে একদমই হচ্ছিল না যে অনুবাদ পড়ছি, মনে হচ্ছিল কোনো মৌলিক গল্প পড়ছি। . পুরো বইয়ে কোনো বানান ভুল বা প্রিন্টিং মিস্টেক চোখে লাগার মত ছিল না, দুয়েকটা আছে হয়তো, যা অন্যান্য বইয়ের তুলনায় একদম নগণ্য। পড়তে বেশ আরাম লেগেছে। বইয়ের বাইন্ডিংও বেশ ভালো। নতুন প্রকাশনী “ভূমিপ্রকাশ”, প্রথম বই হিসেবে দারুণ কাজ দেখিয়েছে। বইটি বাঁধাই, কাগজের মান সবদিক থেকেই পারফেক্ট। আশা করি সামনে আরো ভালো ভালো বই পাবো প্রকাশনীর কাছ থেকে। প্রচ্ছদটাও খুব ভালো লেগেছে। এজন্য অবশ্যই ধন্যবাদ পাবে রাজিবুর রহমান রোমেল এবং প্রচ্ছদের কনসেপ্টদাতা মাদিহা মৌ আপু। সবাইকে আমন্ত্রন জানাচ্ছি বইটি পড়ে ফেলার জন্য। . . লেখক পরিচিতি : . পিটার জেমস একাধারে একজন স্ক্রিনরাইটার, প্রযোজক এবং ঔপন্যাসিক। লেখকের উপন্যাসগুলো ইতোমধ্যেই একত্রিশটি ভাষায় অনুদিত হয়েছে। সানডে টাইমস টপটেন বেস্টসেলারের তালিকায়ও স্থান করে নিয়েছে অনেকগুলো বই। . এগুলোর মাঝে তিনটা বই থেকে মুভি তৈরি করা হয়েছে। লেখকের লেখা “দ্য মার্চেন্ট অফ ভেনিশ” বইয়ের উপর ভিত্তি করে তৈরি করা মুভিতে আল-পাচিনো, জেরেমি আইরন এবং জোসেফ ফিয়েন্স এর মতো বিখ্যাত অভিনেতারা অভিনয় করেছেন। লেখকের বাসস্থল দুটো— একটি লন্ডনের নটিং হিলে এবং অন্যটা সাসেক্সের ব্রাইটনে। . . অনুবাদক পরিচিতি : . রাফায়েত রহমান রাতুলের জন্ম ৩০ ডিসেম্বর।জন্ম ও বেড়ে ওঠা ময়মনসিংহে। পড়াশুনা করেছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে। . থ্রিলার সাহিত্যের প্রতি অদ্ভূত রকমের টান আগে থেকে। সেই আগ্রহ থেকেই লেখালেখির শুরু। সামহোয়্যারইন ব্লগে নিয়মিত লেখালেখি করেন। বেশ কিছু মৌলিক উপন্যাসিকা, ছোটগল্প লিখে অললাইনে প্রশংসা কুড়িয়েছেন। বিভিন্ন সংকলনে লিখছেন কয়েকবছর যাবত। এর আগে বেশকিছু ছোটগল্প অনুবাদ করেছেন। ২০১৭ ফেব্রুয়ারিতে যৌথভাবে অনুবাদ করেছেন জেমস রলিন্সের “এক্সক্যাভেশন” বইটি। এছাড়াও বেশ কয়েকটি অনুবাদের কাজ চলছে। প্রকাশিত বই হিসেবে ❝দ্য পারফেক্ট মার্ডার❞ তার দ্বিতীয় কাজ এবং একক হিসেবে প্রথম। . . এক নজরে... . ক্যাটাগরি : অনুবাদ লেখক : পিটার জেমস অনুবাদক : রাফায়েত রহমান রাতুল প্রথম প্রকাশ : মে ২০১৭ প্রচ্ছদ : রাজিবুর রহমান রোমেল অলংকরণ : সজল চৌধুরী ISBN : 978984341912 5 বাঁধাই : হার্ড কভার পৃষ্ঠা সংখ্যা : ৯৫ পৃষ্ঠা প্রকাশনী : ভূমিপ্রকাশ মূদ্রিত মূল্য : ১২০৳ মাত্র অনলাইন প্রাপ্তিস্থান : বিবিধ শপ, রকমারি প্রাপ্তিস্থান : ভুমিপ্রকাশ শো রুম। ৩৮, বাংলাবাজার (২য় তলা), ঢাকা-১১০০। . . ব্যক্তিগত মতামত : . রিভিউ এর মাধ্যমে একটা বইকে পুরোপুরি তুলে আনা যায় না। তবে ব্যক্তিগত মতামত প্রকাশের স্বাধীনতা সব পাঠকেরই থাকে, তাই বইটি যে সবার একই রকম লাগবে তা নয়। একেকজনের রুচিবোধ একেক রকম, তাই রিভিউ দিয়ে নয়, বই পড়েই বইকে মূল্যায়ন করুন। By Md Solaiman