User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বাকিদের মতো স্বাভাবিক আভিজাত্য, স্বপ্ন আর উচ্চাশা নিয়েই বেড়ে উঠছিল হাসিখুশি, বুদ্ধিমতী ইলেন ব্রোগান। কিন্তু যখন জাল নোট পাচারের মিথ্যা মামলায় পিতা কারাবন্দি হয়, তখন আচমকাই অপ্রত্যাশিত এক মোড় আসে ওর জীবনে। আর এভাবেই সদ্য যৌবনে পা দেওয়া ইলেন হয়ে ওঠে একরোখা বাঘিনীর ন্যায়। আপাতদৃষ্টিতে খুব সাদামাটা একটি মেয়ে থেকে হয়ে ওঠে প্রতিশোধপরায়ণ একজন, জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায় সিক্রেট সার্ভিসের অ্যাজেন্ট হয়ে আসল অপরাধীকে খুঁজে বের করা। লরেল, মেরিল্যান্ডে সিক্রেট সার্ভিস ট্রেইনিং অ্যাকাডেমিতে দুঃসাধ্য আর অমানুষিক পরিশ্রম শেষে পা বাড়ায় মন্টানার গ্রেট ফলসের মতো নিরানন্দ জায়গায়। কিন্তু শীঘ্রই বুঝতে পারে, প্রতারণার শিকার হয়েছে ও। দীর্ঘ স্বপ্নযাত্রায় আবারও তীব্র বাঁক এসে ওকে নিক্ষেপ করে জীবন-মরণ এক খেলায়, তাড়া করতে থাকে বিশ্বাসঘাতকতা। যেখানে রুদ্ধশ্বাসে অর্ধপৃথিবী চষে বেড়াতে বাধ্য হয় ও। অথচ সবকিছুর পরও আবিষ্কার করে নির্মম এক সত্য, এতদিনের সব পরিশ্রমের ফলাফল দাঁড়ায়- শূন্য। শেষ পর্যন্ত কি আকাঙ্ক্ষিত সেই ভালোবাসা, সুখ আর প্রতিশোধ ধরা দেবে ওর কাছে? নাকি অর্থবিত্ত, ক্ষমতা আর দুর্নীতির অন্ধকার এক নোংরা জীবনে পা রাখতে যাচ্ছে ও? গল্পটা বিশ্বাসভঙ্গ, অপশক্তি, দুর্নীতি আর অন্ধকার এক জগতের। গল্পটা সাধারণ এক কিশোরী থেকে উত্থান-পতন শেষে বদলে যাওয়া এক নারীর। মাইক ওয়েলস-এর জনপ্রিয় সিরিয়াল ট্রিলজি 'লাস্ট, মানি অ্যান্ড মার্ডার' পাঠককে পরিচয় করিয়ে দেবে দুর্নীতি, ক্ষমতা, প্রতিশোধ আর দ্বন্দ্বের এক অন্ধকারাচ্ছন্ন জগতের সঙ্গে। সেই দীর্ঘযাত্রার সূচনা করছে ট্রিলজির প্রথম উপাখ্যান 'লাস্ট।’