User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
জীবনে কিছু সিদ্ধান্ত নেয়া খুব কঠিন হয়ে পড়ে, কিন্তু ওই সিদ্ধান্তগুলোর উপর নির্ভর করে আমাদের ভবিষ্যত। পরবর্তীতে আমরা ভাবি, যদি তখন এমন না করতাম, তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো! এটা এমনই এক গল্প। Dawson Cole এবং Ammanda Collier দুই অসম পরিবারের কিশোর-কিশোরী, দুজন দুজনকে ভালবেসেছিল। Cole পরিবার ছিল বংশ পরম্পরায় Oriental এর ত্রাস। হেন কোন মামলা নেই, যার দায়ে এ পরিবারের সদস্যরা জেল খাটেনি। অন্যদিকে Collier পরিবার ছিল সেখানের অন্যতম সম্মানিত পরিবার। স্বাভাবিক ভাবেই Ammandaর বাবা-মার Dawson এর সাথে সম্পর্কে ছিল তীব্র আপত্তি। যদিও Dawson ছিল Cole পরিবারের অন্য ছেলেদের থেকে সম্পূর্ণ আলাদা। Dawson ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো ছিল, ক্লাসমেটদের সাথে মারামারি করতোনা, কারো সাথে কোন ঝামেলা করতোনা, এসব অপরাধে(!) প্রতিদিন মাতাল বাবার কাছে অসহ্য মার খেত ও। কখনো বেল্ট, কখনো লাঠি, যখন যা খুশি দিয়ে মেরে কালশিরা ফেলে দিত ওর বাবা। কিন্তু পনেরো বছর বয়সে বাবার মারের প্রতিবাদ করে বাড়ি থেকে বের হয়ে Tuck নামক এক বিপত্নীক গ্যারেজ মালিকের কাছে আশ্রয় নেয় Dawson। ওখানে সে Tuck কে গাড়ি মেরামতের কাজে সাহায্য করত। বিনিময়ে রাতে থাকার যায়গা আর কিছু পারিশ্রমিক পেত সে। কিন্তু এসবের মধ্যে কখনওই পড়াশোনা ছাড়েনি সে। Ammanda ছিল ওর ক্লাসমেট। কেমিস্ট্রি ল্যাবে আলাপ, এরপর পরিচয়, বন্ধুত্ব, অত:পর প্রেম। এতই নিখাঁদ ভালবাসা ছিল দুজনের মধ্যে, আলাদা হওয়ার কথা চিন্তা করাও ছিল মৃত্যুসম। কিন্তু ভাগ্য সাথে ছিলনা ওদের। আলাদা হতে হয় ওদের। তেইশ বছর বয়সে শুধু Oriental না, Dawson এই county ত্যাগ করে, নাহলে Cole হওয়ার অভিশাপ পিছু ছাড়বেনা যে। .......................... প্রায় কুড়ি বছর পর আবার দেখা হল ওদের, Oriental এর সেই চিরপরিচিত Tuck এর গ্যারেজে। পুরোন সকল স্মৃতি জীবন্ত হয়ে উঠলো দুজনের চোখের সামনে। কিন্তু, আজ Ammanda চার সন্তানের জননী, স্বামী-সংসার নিয়ে জীবনে এগিয়ে গেছে সে। কিন্তু Dawson, Ammanda ছাড়া ওর জীবনে আসেনি দ্বিতীয় কোন নারী। পার হয়ে গেছে এতগুলো বছর। তবে কেন নিজেদের এত আপন লাগছে? কেন মনে হচ্ছে ওদের, জীবন দিয়েছে একটা দ্বিতীয় সুযোগ? কেন মনে হচ্ছে Ammandaর, "Our story is just started, it still needs a conclusion"? এই কাহিনী Tuck আর Claraর অসাধারণ ভালোবাসার। এই কাহিনী ইতিহাস পুনরাবৃত্তির, জীবনের বিনিময়ে জীবনের। আর অবশ্যই Dawson এর, যে বলেছিলো "I gave u the best of me"। পাঠ প্রতিক্রিয়া : বইটা শুরু করেছিলাম কোন আইডিয়া ছাড়াই। কি ধরণের বই, এই লেখক কেমন লেখেন, কাহিনি কি হতে পারে, কিছুই জানতামনা। ইংরেজি হওয়ার কারণে যদিও পড়ার গতি অনেক ধীর ছিল, তবু পড়তে পড়তে শুধু আকর্ষণ বাড়ছিল। লেখক কি করতে চলেছেন, সেটাই শুধু ভাবছিলাম। আর লেখকের বর্ণনা এত সুন্দর যে প্রতিটা জিনিস চোখের সামনে ভাসছিল। Oriental টাউনটা এত ভালো লেগেছে, ওরকম একটা টাউনে বাস করতে পারলে ভালো হতো। আর Tuck এর কটেজ, পাশের প্রকৃতি আর ফুল বাগানের যে বর্ণনা দিয়েছেন, আহ! অলরেডি ওইরকম একটা কটেজের স্বপ্ন দেখতে শুরু করেছি। তবে কাহিনীর মাঝখানে একটা বিষয়ে বিরক্ত হয়ে পড়া ছেড়ে দিব ভাবছিলাম, কিন্তু সেটা করলে যে কি ভুল করতাম! কারণ পরের অংশগুলো ছিল হৃদয়ছোঁয়া। এ বইয়ে কিছু অন্তর্নিহিত বার্তা আছে, যদিও সেগুলো খুব সাধারণ, আমরা সবাই জানি, তবে এ বইটা সেগুলো খুব সুন্দরভাবে অনুভব করাবে। বইটা শেষ করে নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করে, "Have I given the best of me (to my life)?"