User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
great book
Was this review helpful to you?
or
ভেরি গুড
Was this review helpful to you?
or
Great short stories by ever best writer of all time
Was this review helpful to you?
or
noble
Was this review helpful to you?
or
স্যামুয়েল ল্যাঙ্গহোর্ণ ক্লিমেন্স থেকে 'মার্ক টোয়েন'।বড় বিচিত্র অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ।জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১৮৩৫ সালে।জীবনের প্রথম দিকে তিনি ছিলেন একজন স্টিমারের নাবিক।সেখানেই তিনি ছদ্মনাম গ্রহণ করেন 'মার্ক টোয়েন'।মার্ক টোয়েন এর অর্থ হচ্ছে-দুই বাও গভীর।পানির গভীরতা মাপার সংকেত। তাঁর স্বভাব ছিল যাযাবরিতা পূর্ণ ও অস্থির।তাই তাঁর বিদ্যালয় জীবন খুব বেশি দীর্ঘ ছিলনা।বিদ্যালয়ের পাঠ চুকিয়ে দিয়ে এদিক-সেদিক ঘোরাঘুরি পর জ্যেষ্ঠ ভ্রাতার পত্রিকায় চাকরি নেন।কিন্তু এ কাজেও বেশি দিন মন টিকলো না তাঁর, যোগ দিলেন অন্য পত্রিকায়।এভাবে একের পর এক পেশা পরিবরতন করেই গেছেন নিতি। স্টিমারের নাবিক, মিত্রপক্ষের সেনা,ব্যবসায়ী,পর্যটক,পেশাদার বক্তা।এতকিছুর পরেও তাঁর লেখা-লেখি এক মুহূর্তের জন্যেও থেমে থকেনি।১৮৬৫ সালে 'The Celebrated Jumping Frog of Calaveras County' গল্পটি প্রকাশ পাবার পর থেকেই তাঁর খ্যাতি চারদিকে ছড়িয়ে পরে।তারপর থেকে সেই খ্যাতি আর কখনও ম্লান হইনি।এই বইএর সকল গল্পেও তাঁর বিশ্বজোড়া খ্যাতির ছোঁয়া পাওয়া যায়। গল্পঃ মোট ৮ টি পৃঃ ৭৯ টি
Was this review helpful to you?
or
মার্ক টোয়েন মাত্র ১২ বছর বয়সে স্কুল থেকে ইস্তফা দেন। কারণ পরিবারে সাহায্য করার জন্য তখন থেকেই একজন প্রিন্টারের সহকারী হিসেবে কাজ শুরু করে দিয়েছিলেন। তিনি পরবর্তীতে সর্বকালের একজন সেরা লেখক হতে পেরেছিলেন। আমরা যুগে যুগে বিশ্বসেরা মহান ব্যক্তিত্বের সাথে পরিচিত হবো । বিশ্বসেরা মহান ব্যক্তিত্বদের সংখ্যা কোন কালেই কম ছিলনা।
Was this review helpful to you?
or
গল্পগুলো অনেক ভালো।
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা ডিসেম্বর:(০৭) । বইয়ের নাম: শ্রেষ্ঠ গল্প-মার্ক টোয়েন লেখক:মার্ক টোয়েন গল্পসংখ্যা:৮ টি প্রকাশক:বিশ্বসাহিত্য কেন্দ্র প্রচ্ছদ:ধ্রুব এষ মুদ্রিত মূল্য:১২০ রকমারি মূল্য:৯৭ । লেখক সমাচার: আগে লেখক সম্পর্কে কিছু বলতে চাই যাহা শুধু আমার নয় বিখ্যাত ব্যক্তিদেরও মুখনিঃসৃত বানী। মার্ক টোয়েন।জন্ম ১৮৩৫ এর ৩০ নভেম্বর, মৃত্যু ১৯১০ এর ২১ এপ্রিল। তার কলমের লেখনি বিচার করতে গিয়ে আর্নেস্ট হেমিংওয়ে বলেছেন,'আধুনিক মার্কিন সাহিত্যের সবকিছুর উৎস একটিমাত্র গ্রন্থ আর সেটি হচ্ছে মার্ক টোয়েনের "হাকলবেরিফিন"।' তাঁকে নোবেল পুরস্কার দেয়া হয়নি বলেও তার ক্ষোভ কম নয়। । যাইহোক এবার বইয়ে আসা যাক।এখানে একটি গল্পের রিভিউ দেওয়া হচ্ছে।প্রত্যেকটিই শিক্ষনীয় গল্প।আশা করি তা একটির মাধ্যমেই বোঝানো সম্ভব হবে। । গল্প:জীবনের পাঁচটি উপহার অনুবাদক:ফজল শাহাবুদ্দীন আচ্ছা ধরুন আপনার সামনে হঠাৎ এক পরীর উদয়।সে আপনাকে ৫ টি উপহার দিলো।আপনি কোনটা ছেড়ে কোনটা নিবেন? এমনি এক ঘটনা লেখকের ছোঁয়ায় এখানে বর্নিত হয়েছে, যেখানে এক পরী ৫ টি উপহার দেয় এক তরুনকে।খ্যাতি,প্রেম,ঐশ্বর্য,আনন্দ এবং মৃত্যু। তরুনটি প্রথমবারেই আনন্দ বেছে নিল।আচ্ছা জীবনের মানে কি শুধুই আনন্দ,প্রেম,খ্যাতি,ঐশ্বর্য?নাকি তারা দারিদ্রের ছদ্মবেশী রূপ মাত্র?জানতে হলে অবশ্যই বইটি পড়বেন।অনেক কিছু শিখা যাবে। #প্রথম রিভিউ।অতটা ভালো হবে না।তাই, সকল ভুল ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। রকমারি লিংক:https://www.rokomari.com/book/8450/শ্রেষ্ঠ-গল্প?ref=srac_p0