User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Expectations er chaiteo bhalo chilo..RECOMMENDED
Was this review helpful to you?
or
The print was readable and I enjoyed the stories.
Was this review helpful to you?
or
Good collection
Was this review helpful to you?
or
আর্ট কলেজ থেকে পাস করার পর শিল্পীজীবন শুরু সিনেমার হোর্ডিং, স্নো-পাউডার-ক্রিমের লেবেল ডিজাইন করে। শুকতারা পত্রিকায় অলংকরণ-শিল্পী হিসেবে কর্মজীবন শুরু গত শতকের পঞ্চাশের দশকে। কমিকস অনুরাগী ক্ষীরোদচন্দ্র মজুমদারের অনুরোধে প্রথমে জন্ম নিল হাঁদা-ভোঁদার কাণ্ডকারখানা। এরপর শুকতারা পত্রিকাতেই এল বঁটুল দি গ্রেট”। ষাটের দশকের শেষভাগে কিশোর ভারতী পত্রিকার শুরুর সময়ে প্রতিষ্ঠাতা সম্পাদক দীনেশচন্দ্ৰ চট্টোপাধ্যায়ের উৎসাহে এল আরেকজোড়া মূর্তিমান ‘নিন্টে আর ফন্টে’। পরবর্তীকালে কেল্টুদা ও সুপারের আবির্ভাবে নন্টে-ফন্টের ছবিতে-গল্প হয়ে ওঠে। আরও জমজমাট। নন্টে-ফন্টের সেই পথ চলা আজও অবিরাম। এ ছাড়াও বহু অলংকরণ ও অন্যান্য কমিকস একেছেন ক্লান্তিহীন এই প্রবাদপ্রতিম শিল্পী।
Was this review helpful to you?
or
Batul, Bantul, Batul the Great, or Bantul the Great is a popular Bengali comic strip character created by Narayan Debnath. It was inspired by the famous comics character Desperate Dan drawn by Dudley D. Watkins
Was this review helpful to you?
or
ছোটবেলায় নন্টে ফন্টে, হাঁদাভোঁদা আর বাঁটুল দিয়ে আমার কমিক্স উপভোগ করার হাতেখড়ি হয়। তাই নারায়ণ দেবনাথ একটা অন্য়রকম ভালোলাগার নাম আমার কাছে। এই সময়ের শিশু-কিশোরেরা কেউ আদৌ এসব বই পড়ে কিনা জানি না, কিন্তু আমি বলবো নিশ্চয় পড়তে। না হলে জীবনের বিশাল একটা "অধ্যায়" অধরাই থেকে যাবে। এই বইটা বেশ বিশাল, বেশ মোটা আর বেশ ভারী। পুরোটাই রঙিন। যেকোন বয়সের পাঠকদের জন্য চমৎকার উপভোগ্য সমগ্র এটি। আমি রকমারির কাছ থেকে বইটা কিনেছি আমার পাঁচ বছর বয়সী পুত্রের জন্য। আমি চাই, আমার শৈশব যেমন নন্টে ফন্টে, হাঁদাভোঁদা, বাঁটুল, টিনটিন, অ্যাসটেরিক্স - এসব দিয়ে রঙিন ছিল, ওর শৈশবটাও যেন সেরকমই হয়!
Was this review helpful to you?
or
অসাধারণ একটা কমিক সিরিজ্
Was this review helpful to you?
or
বাঁটুল দি গ্রেট বাংলায় কমিকসগুলোর মধ্যে একটি অদম্য সৃষ্টি। এর রচয়িতা নারায়ণ দেবনাথ। বলাই বাহুল্য, তিনি নন্টে ফন্টেরও রচয়িতা।নারায়ন দেবনাথ- এই নামটির সাথে ছেলেবেলা জড়িয়ে আছে। বাটুল দি গ্রেটে বাঁটুল একজন দৈত্যাকৃতি মানব, যে কিনা আবার মনের দিক দিয়ে খুবই নরম। তার গায়ে প্রচুর শক্তি, ফলে তাকে লক্ষ্য করে গুলি ছুড়লেও কিছু হয় না, বোম মারলেও তার চামড়া ভেদ করা সম্ভব না। অন্যকে সর্বদাই সহযোগিতা করতে ভালোবাসে বাঁটুল। তবে তাকে ফাঁসাতে বাট্টু আর বিচ্ছু সারাক্ষণই পিছে লেগে থাকে। আবার অনেকেই বাঁটুলের সাথে শত্রুতা করে ধরা খায়। সঙ্গে প্রতিটি পাতায় হাস্যরস তো রয়েছেই। নারায়ণ দেবনাথ বিখ্যাত ভারতীয় বাঙালি কমিকস শিল্প। তিনি হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল, ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু, কৌশিক রায় প্রভৃতি বিখ্যাত কার্টুন চরিত্রের স্রষ্টা। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তাঁর লেখা ও আঁকা কমিকস ছোট-বড় বাঙালিকে মাতিয়ে রেখেছে। কমিক-স্ট্রিপ ছাড়াও তিনি শিশু-কিশোরদের উপন্যাস অলঙ্করণ করেছেন । শুকতারা, কিশোর ভারতী প্রভৃতি কলকাতা ভিত্তিক শিশু-কিশোরদের পত্রিকায় কমিকস গুলিকে ছোট ছোট খন্ডে নিয়মিত প্রকাশ করা হচ্ছে। নারায়ণ দেবনাথের প্রথম রঙীন কমিক স্ট্রিপ ছিল বাঁটুল দি গ্রেট। নারায়ণবাবুর কথায়, কলকাতার কলেজস্ট্রিট থেকে ফেরার পথে তিনি বাঁটুলের কল্পনা করেন ও তৎক্ষণাৎ তার প্রতিকৃতি(figure) এঁকে ফেলেন। যদিও তিনি শুরুতে বাঁটুলকে কোনো অলৌকিক শক্তি(superpower) দেন নি। এটা নিজের কালেকশানে না রাখলে আমার মত কমিকস ভক্তের জীবন বৃথা।