User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বিমল মিত্রের উপন্যাসের মূল আকর্ষণ হল তার কাহিনীর নায়ক চরিত্র। তার প্রায় সব উপন্যাসের নায়ক হলো একজন Positive good man, ‘সাহেব বিবি গোলাম’ এর সেই ‘ভূতনাথ’, ‘কড়ি দিয়ে কিনলাম’ এর ‘দিপঙ্কর’ ‘একক দশক শতকের’ ‘সদাব্রত’, ‘বেগম মেরি বিশ্বাস’ এর ‘কান্ত’, সবগুলো চরিত্রই এক একজন Positive good man. আর ঠিক তেমনি ভাবে আলোচ্য উপন্যাস ‘আসামি হাজির’ এর নায়কও একজন Positive good man. যিনি আর সকল মানুষের মতো নন, যিনি আর দশজন মানুষের মতো চোখ বন্ধ করে অন্যায় সহ্য করেন না, যিনি সৎ, যিনি অন্যায় এর বলিষ্ঠ প্রতিবাদী, যিনি অন্যের কষ্টে কষ্ট পান আবার যিনি মহামানবও নন, তারও কষ্ট আছে, তারও জীবনে চরম লাঞ্চনা আছে, অভিশাপ আছে এবং এত কিছুর পরও শেষ পর্যন্ত তিনিই Positive good man. দস্তয়েভস্কির মতে এধরণের চরিত্রকে কেন্দ্র করে উপন্যাস লেখা সবচেয়ে কঠিন কাজ। সেই ১৯৫৮ সালের আইনে জমিদারি রাখা বেআইনি হয়ে গেছে কিন্তু নবাবগঞ্জ থেকে তখনো নিঃশেষ হয়নি। নিঃশেষ হয়নি জমিদারের দাপট। সদানন্দ হলো নবাবগঞ্জের জমিদারদের একমাত্র নাতি। ছোটবেলা থেকে সে চোখের সামনে কত অন্যায় অত্যাচার দেখে এসেছে, তার চোখের সামনে কপিল পাইরাপোড়া দুআনা পয়সার জন্য মৃত্যুবরণ করলো, কালীগঞ্জের বউ কে মরতে হলো আর কত মানুষের জমি খাস হলো, এই নিয়ে কারো কোন মাথাব্যথা ছিল না, কিন্তু সদানেন্দর ছিলো! সে কখনোই অন্যায় আর অত্যাচার মেনে নিতে পারেনি, আর কি করে পারবে! সে হলো Positive good man. সে পারতো আর সকলের মতো বাপ দাদার জমিদারি ভোগ করতে কিন্তু কেন সে বিবাহের দিন বাড়ি ছেড়ে পালিয়ে গেলো? আর কেনই বা নিজেকে দুর্ভোগে ফেলে দিলো? কেননা সে অক্ষম, সে সকলের মতো অন্যায় কে মেনে নিতে পারে না, সে চোখ বন্ধ করে সবকিছু মেনে নিতে পারেনা! আর নয়নতারা? সে বুঝতে পেরেছিল ঠিকই যে তিনি মানুষ নন তিনি দেবতা তিনি আসলে চেয়েছিলেন, সর্বেহএ সুখীনঃ সন্ত্ত সর্বে সন্ত্ত নিরাময়াঃ সর্বে ভদ্রানী পস্সন্তি মা কশ্চিৎ দুঃখং আপ্লুআৎ সকলেই সুখী হোক, সকলে ব্যাধি মুক্ত হোক, সকলে শান্তি পাক, সকলের দুঃখ দূর হোক।