User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_ডিসেম্বর উপন্যাসঃ লীলাসুন্দর লেখকঃ সমরেশ মজুমদার ধরনঃরোমান্টিক থৃলার প্রকাশনীঃ পত্র ভারতী মুল্যঃ২৭০ টাকা কাহিনী সংক্ষেপঃ দুর্যোধন মিত্র পাহাড়ি শহরের একজন সফল ব্যবসায়ী। তার ব্যবসা হলো চা এর। কিন্তু আশ্চর্য জনক হলেও এ কথা সত্য একমাত্র তার বাগান একমাত্র জায়গা যেখানে কোন শ্রমিক বিক্ষোভ নেই শুধু তাই নয় তার বাগান থেকেই সবথেকে ভালো চা তৈরী হয়ে থাকে। তবে এই বিক্ষোভ না হওয়ার পেছনে আরেকটি বড় কারন বলে অনেকে মনে করেন মিস্টার মিত্রের প্রভাব। কারন অনেকে মনে করেন কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা মাত্র সেটা চলে যায় তার কানে তাই তিনি তৎক্ষনাৎ সেই ব্যাক্তি কে সরিয়ে দেই অথবা টাকা দিয়ে মুখ বন্ধ করে দেন। এলাকার যে এম পি রয়েছে তার সাথে মিস্টার মিত্রের সম্পর্ক অনেক ভালো। ভালো বলতে আসলে এম পি করার পেছনে মিঃ মিত্রের ই অবদান। তাই যে কোন সমস্যা হলে খুব ভালো মতো সে হ্যান্ডেল করতে পারে। আত্নীয় স্বজন বলতে তার প্রথম পক্ষের একজন ছেলে সন্তান রয়েছে। এবং প্রথম বউ মরে যাওয়ার পরে মিঃ মিত্র অনেক বছর পরে বিয়ে করেন। তবে দ্বিতীয় বউ এর তেমন কোন ইন্টারেস্ট নেই ছেলে কে নিয়ে। তাই সব মিলিয়ে সংসার ভালোই যাচ্ছে। সুন্দর হলো দুর্যোধন মিত্রের একমাত্র সন্তান পড়াশোনা র খাতিরে সে সারাজীবন বাইরেই কাটিয়েছে তাই বাবার নতুন বিয়ে নিয়ে তার কোন মাথা ব্যাথা নেই। । সুন্দরের নামে অনেক কথা সবাই জানে। তার চরিত্র ভালো না এবং মেয়ে ঘটিত ব্যাপারেও তার নামে কেলেঙ্কারি রয়েছে। কিন্তু হঠাৎ তাকে দেশে ফিরতে হচ্ছে। এই কথা বাবাকে জানানো মাত্র সে সিদ্ধান্ত নিয়ে নিলো তার ছেলে নিজের ব্যবসা বানিজ্য তে মালিকের ছেলে হিসেবে না থেকে আর দশটি সাধারন কর্মচারীর মতো খেটে খাবে। দুর্যোধন মিত্র নিজের ছেলের সাথে কেন এরকম করছেন?? এর পেছনে কি কোন সৎ উদ্দেশ্যে রয়েছে?? নাকি এক নাটকীয়তা চলছে? আর সুন্দর এতোদিন পরে বাইরে থেকে দেশে আসা মাত্র বাবার এরকম ডিসিশন কি মেনে নিতে পারবে?? এরপর দেশে ফিরে যখন সে হোটেলে উঠলো পছন্দ করে ফেললো রিসিপশনিস্ট কে। আসলেই কি এই মেয়ে বাজ সুন্দর সেই রমনীকে পছন্দ করে?? নাকি তাকে নিয়ে অন্য কোন নতুন খেলা খেলতে চাচ্ছে?? হঠাৎ দার্জিলিং থেকে ফেরার পথে সুন্দরের গাড়ি একসিডেন্ট করলো এবং সেটাও ধাক্কা দিলো টাটা সুমো। সুন্দর স্পষ্ট দেখলো, গাড়িটা তার উপরে এসে শুধুমাত্র ফেলে দেওয়ার তাগিদে ব্রেক কষে দিলো। তারপর?? কি হতে পারে এই মর্মান্তিক একসিডেন্ট এর ফলাফল আর কে বা কারা এর পেছনে দ্বায়ী?মিঃ মিত্রের এতো প্রভাব থাকা সত্বেও কে বা কারা করবে এই কাজ? কারো কি সাহস হবে এতো বড় একটা দুর্ঘটনা ঘটানোর?? তাহলে দুর্যোধন মিত্র নিজে নয়তো?? বাবা ছেলের কেমন দ্বন্দ্ব থাকলে এরকম একটা সিদ্ধান্ত কেউ নিতে পারে?? কি ছিলো কারন?? সব উত্তর রয়েছে বইটিতে। পাঠ্য প্রতিক্রিয়াঃ বইটি প্রথম থেকেই অনেক ভালো লাগছিলো, একসময় এটার শেষ একরকম চিন্তা করছিলাম তখন ই সেটা পরিবর্তন হয়ে ঘটনা অন্যদিকে মোড় নিচ্ছিলো সব মিলিয়ে উপন্যাস টিকে পরিপূর্ণ মনে হয়েছে। আর সমরেশ মজুমদার বরাবরের মতোই আমার প্রিয় লেখক। তাই তার লেখা নিয়ে আমার নতুন কিছু বলার নেই। শুধু একটা কথা বলবো সেটা হলো এই লেখকের লেখনির অন্যতম গুন হলো পাঠক কে শুরু থেকে শেষ অব্দি ধরে রাখার ক্ষমতা।