User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মৌলবাদের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী গল্পটি হচ্ছে “দরজা’ । একটি মৌলবাদী পরিবার যারা বাঙ্গালী সংস্কৃতিকে পছন্দ করেনা এবং আরেকটি সংস্কৃতিমনা প্রগতিশীল পরিবারের কাহিনী নিয়েই গল্পের যাত্রা শুরু। গল্পের মূল নায়ক অপু নামক ছেলেটি মাদ্রাসায় পড়ে। সে সমস্ত শিল্প-সংস্কৃতি-বিজ্ঞান থেকে অনেক দুরে। তার বাবা কট্টর মৌলবাদী। কাজের ছেলের সাথে সহবাস করতেও সেই ব্যাক্তির বাধে না। বাড়িতে কড়া শাসন। তবু অসাধারণ একটি চরিত্র শুভ্রা খালার দৌলতে অপু বেড়িয়ে আসতে চায় মৌলবাদের অন্ধকার কপাট খুলে । তবু সে পারেনা। ভয় করে। শেষ অবধি যখন প্রতিবন্ধী কিন্তু প্রাণোচ্ছল মেয়ে মিতুর সাথে তার পরিচয় হয় তখন চিন্তার এক নতুন দ্বার খুলে যায় অপুর সামনে। তার ক্ষুদ্র ক্ষুদ্র সাহসগুলি তখন সংঘবদ্ধ হয়। অবশেষে একদিন খুলে যায় সেই দরজা। লেখকের সৃষ্ট ইমোশনগুলি সত্যি দারুণ লেগেছে। কখনো শালবন, ঝিক্ ঝিক্ ট্রেন, কখনো কুয়াশাভেজা জোস্না, ব্রহ্মপূত্র, দুষ্টু-মিষ্টি প্রেম আবার কখনো দেশের তরে নিজেকে মৃত্যুমুখে ঠেলে দেয়া। অসাধারণ...অসাধারণ...........অসাধারণ..................!!!!!!!!!!!!!! স্যালুট আপনাকে লেখক.... সময় স্বল্পতায় মাত্র একটি গল্পের রিভিউ করলাম। ভবিষ্যতে ইচ্ছা আছে সবগুলি গল্প নিয়ে রিভিউ লেখার। ধন্যবাদ রকমারী ডট কম. কে এমন অসাধারণ একটি বই তাদের প্যানেলে যুক্ত করার জন্য। বইটির প্রচার অনেক জরুরী। আশা করি রকমারি ডট কম. এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিবে।
Was this review helpful to you?
or
"এক একটি দিন কেটে যাচ্ছে আর দেশজুড়ে অশান্তি অবিশ্বাস ছড়িয়ে দিয়ে ফুলে - ফেঁপে উঠেছে শান্তিবিক্রেতারা। যেই প্রতিবাদ করছে মৃত্যুপরোয়ানা জারি হচ্ছে তার নামে। মানঅবতার কাঠগড়ায় মাথা নিচু করে দাঁড়িয়েছে জীবন্ত প্রেতাত্মা! চারিদিকে উঠেছে ক্রুদ্ধ চিৎকার - ওদের মৃত্যু চাই .. ওদের মৃত্যু চাই! রাজপথের ধুলিকণায়, লেখকের খাতায়, কিংবা শিল্পীর কন্ঠে আবার রচিত হতে যাচ্ছে নতুন ইতিহাস। প্রতিহিংসা নয়, বাঙালি প্রতিশোধ চায়। অমিমাংসিত ইতিহাসের প্রতিশোধ! " কি অসাধারণ এবং নান্দনিক উপস্থাপন! এটি ইতিহাস। বাঙালির আরেকটি লড়াইয়ের ইতিহাস। যারা রিভিউটি পড়বেন তাদেরকে রকমারি ডটকম থেকে বইটি কেনার আহ্বান জানাচ্ছি। গ্যারান্টি দিচ্ছি বইটি ভাল লাগবে।
Was this review helpful to you?
or
যে গল্পটির নামে বইটির নাম অর্থ্যাৎ “ব্রাহ্মমুহূর্ত” গল্পটি মুক্তিযুদ্ধের একটি ক্ল্যাসিক উপস্থাপন। ময়মনসিংহ মুক্ত দিবসের কয়েকঘন্টা আগে একটি সংখ্যালঘু পরিবরের উপর যে ভয়াবহ নির্যাতন নেমে আসে তা এই প্রজন্মের একজন নবীন লেখক যেভাবে উপলব্ধি করেছেন এবং কলমের আঁচড়ে ফুটিয়ে তুলেছেন তা আমাকে মোহিত করেছে। দুই প্রজন্মের দুই বিপ্লবী ‘স্যার’ এবং ‘সুমন্ত’ –এর অসাধারণ বৈপ্লবীক কাহিনী দিয়ে সাজানো হয়েছে আরেকটি ক্ল্যাসিক গল্প “হাফপ্যান্ট” । গল্পটিতে লেখক অসম্ভব নান্দনিকভাবে ফুটিয়ে তুলেছেন শাহবাগ আন্দোলনের ইতিহাস। ফুটে উঠেছে বামধারার সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের কথাই। ‘সুমন্ত’ চরিত্রটি আমার কাছে রাজীব হায়দার কিংবা আসিফ মহিউদ্দিন হিসাবেই ফুটে উঠেছে। “বোঝা” গল্পটি বাম আন্দোলনকারীদের আরেকবার নতুন করে ভাবতে বাধ্য করবে। এইডস নিয়ে লেখা ‘দান’ গল্পটি হৃদয় ছুঁয়ে যায় সেই সাথে সতর্কও করে দেয়। আর লোকচক্ষুর অন্তরালে নীরবে ঘটে চলা পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে “অঙ্গনা” গল্পটি একটি শক্তিশালী প্রতিবাদ। বিশেষ করে যারা মিডিয়ায় কাজ করেন তাদের জন্য গল্পটি পড়া আবশ্যক। ত্রিভূজ প্রেমের গল্প “দু:স্বপ্ন” মনকে সত্যিই ভারাক্রান্ত করে তুলে। এই গল্পটি সম্পর্কে ইতোমধ্যে কিছু সমালোচনা শুনেছি। স্বাধীন বাংলাদেশে থেকে এখনও যারা “ম্যারি-মি” প্ল্যাকার্ড হাতে পাকিস্তানের খেলা দেখতে যান তাদের মুখে ঝামা ঘষে দেয়ার জন্য রয়েছে “খেলা” গল্পটি । পড়ে দেখতে পারেন। যদি আপনাদের লজ্জা হয়। সবশেষে আমেরিকার তাবেদারী করা আমাদের নতজানু সরকারকে তীব্র ব্যাঙ্গ করে স্যাটায়ারধর্মী গল্প “নিশিকর্ম” পড়ে হাসাতে হাসাতে পেট ফেটেছে। বই পড়ার অভ্যাস থাকলে “ব্রাহ্মমুহূর্ত” বইটি পড়ে দেখতে পারেন। দাম খুব বেশি না। লেখকের সাথে যোগাযোগ করতে চাই। লেখককে অনুরোধ জানাচ্ছি [email protected] –এ যোগ
Was this review helpful to you?
or
চমৎকার বইটি। সমসাময়িক ঘটনাগুলো নিয়ে লেখা দশটি গল্পই অসাধারণ। মুক্তিযুদ্ধ নিয়ে লেখা 'ব্রাহ্মমুহূর্ত' এবং শাহবাগ আন্দোলন নিয়ে লেখা 'হাফপ্যান্ট ' গল্পদুটি একদম প্রথম শ্রেণীর। নবীন লেখককে অভিনন্দন।