User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা #অক্টোবর : ১৩ বই : দৌড় লেখক : সমরেশ মজুমদার মূল্য : ১৫০ টাকা রাকেশ ছোটখাটো একটা চাকরী করে। থাকে কলকাতার একটা ঘিঞ্জি মেস বাড়িতে। যেখানে ভোর শুরু হয় ব্যাচেলরদের কাজ কর্মে যাবার তাড়া দিয়ে। পাশাপাশি কয়েকটি বাড়িতে পরিবার আছে, মেয়ের আছে। তাদের সকলের চোখে রাকেশ বেশ অন্যরকম তা সে জানে। সে যখন সিঁড়ি দিয়ে নেমে ভীড় ঠেলে অফিসে জন্য বের হয়, অনেক মেয়েরা সনিগ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে তার দিকে। ব্যাপার টা মন্দ লাগেনা। অফিসের কাজ কর্ম তার ঠিক পোষাই না। বসের আচরণ তার প্রতি ভাল না। এর মধ্যেই বস তুচ্ছ কারন দেখিয়ে তাকে চাকরি থেকে ছাঁটাই করে। রাকেশের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে দেখা করতে যায় তার পুরানো পরিচিত এক দাদার সাথে। তিনি অনেক বড় চাকরি করেন। সেই সুহাসদার হাত ধরে তার পদার্পণ ঘটে রেসের মাঠে। ইনটিউশনের জোরে বাজি খেলায় জিততে থাকে সে অনেক অনেক টাকা। রাকেশের সাথে সম্পর্ক আছে নীরা বলে একজনের। সে কয়েকবছর ধরে প্যারালাইজড। পুরোপুরিভাবে বিছানা গত। নীরা তাকে প্রচণ্ড ভালবাসে। ভালবাসে রাকেশও। কিন্তু কখনোইই সে নীরা কে নিয়ে ঘর বাধার স্বপ্ন দেখেনা। নীরা তার পরম শান্তির এক স্থান। মাঝে মাঝে নীরা কে ফোন দিয়ে মনের সব কথা উজাড় করে বলে। রেসের মাঠের অন্ধকার জগতের মধ্য দিয়ে তার সাথে পরিচয় ঘটে আরো অনেকের। জড়িয়ে পড়ে অবৈধ সব সম্পর্কে। ভয়ঙ্কর মানুষগুলোর সাথে হতে থাকে পরিচয়। কিন্তু অবসর সময় গুলোতে মন কে দংশন করতে থাকে নীরা। কোথায় তলিয়ে যাচ্ছে রাকেশ? কিসের পিছু দৌড়াচ্ছে সে? সে কি পাবে সুখের ঠিকানা? পাঠ প্রতিক্রিয়া : দৌড় সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস। এটি প্রথম প্রকাশ হয়েছিল দেশ পত্রিকায়। প্রথম প্রকাশের মধ্য দিয়েই তিনি নিজের রাজত্ব জানান দিয়েছিলেন, তা বেশ বোঝা যায়। উপন্যাস টি পড়ে আমার ভিষণ ভাল লেগেছে। পিছুটানই বোধহয় মানুষ কে বাঁচিয়ে দেয় অশুভ সব কিছু থেকে। পিছুটান বিহীন মানুষ গুলো বাঁধন ছেঁড়া নৌকোর মত তলিয়ে যায়। আরেকটি ব্যাপারও এই উপন্যাসে প্রকট, অর্থনীতি,, টাকা-পয়সা, লোভ মানুষকে কি দ্রুত গতিতে নিচে নামাতে পারে!! আসলেই অবাক না হয়ে উপায় নেই। উপন্যাসটি পড়তে পারেন, নিশ্চয় ভাল লাগবে