User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Boi ta add to cart korty partesi na
Was this review helpful to you?
or
ভাল একটা সংকলন। অনেকগুলো গল্প আছে । প্রচ্ছদ এতটা আকর্ষনীয় না হলেও গল্পগুলো যথেষ্ট মারাত্মক! বই পড়ুয়াদের জন্য বেশ আনন্দের যোগান দেবে বইটা। সংগ্রহে রাখার মত একটা সংকলন। তবে প্রকাশক বাচ্চাদের বই বললেও এটি আসলে সবার জন্যই উপযোগী। রূপকথার গল্পের মতো কোনো কল্পনার জগতে যাবার প্রয়োজন নেই।বেশ ভালো লাগার মত একজন দেশী সিক্রেট এজেন্ট সি কে জাকি। তার বিভিন্ন কোয়ালিটি ভালোই নজর কাড়ে। খুব গম্ভীর, ডিটারমাইন্ড একটা পার্সোনালিটি, পিক ফিজিক্যাল কন্ডিশন, স্পাইয়িং ও ইনফিল্ট্রেট করার ক্ষমতা, এবং একজন সিক্রেট এজেন্টের যেটা অনেক বেশি প্রয়োজন: অসাধারন luck আছে সি কে জাকির। গতবার বের হওয়া ডিনয়েড ৩২ ও বেশ ভালো লেগেছিল। এবারেরটাও ভালোই লেগেছে। দেশ বিরোধী লার্জ স্কেলের ক্রাইমের বিরুদ্ধে তদন্ত নিয়ে এবারের গল্প। এমন না যে কনসেপ্ট অসাধারণ ইউনিক কিছু, তবে বাংলাদেশের পার্স্পেক্টিভে এরকম স্পাই থ্রিলার টাইপের কিছু বেশ ভালোই লাগে। যদি দুই চ্যাপ্টার ধরে একটা গল্প বলা হত, সেক্ষেত্রে হয়তো প্লটটাকে এক্সপান্ড করার সুযোগ খানিকটা বেশি থাকত। আমার গল্পটায় কিছু জিনিস হুট-হাট করে হয়ে গেছে ধরণের মনে হয়েছে। তবে এমনিতে গল্প বেশ ভালো। যেটুকু পরিসর তার মাঝে বেশ ভালোই স্টোরি টেলিং ক্ষমতার পরিচয় দিয়েছেন লেখক-আঁকিয়ে আরাফাত করিম। আরেকটা জিনিসের প্রশংসা করতেই হয়, একশন সিকুয়েন্সগুলো বেশ ভালোই এক্সিকিউটেড হয়েছে। এটা সম্ভবত এ বইমেলায় বের হওয়া ঢাকা কমিক্সের টাইটেলগুলোর মধ্যে এখন পর্যন্ত আমার সবচেয়ে প্রিয়।
Was this review helpful to you?
or
বেশ ভালো লাগার মত একজন দেশী সিক্রেট এজেন্ট সি কে জাকি। তার বিভিন্ন কোয়ালিটি ভালোই নজর কাড়ে। খুব গম্ভীর, ডিটারমাইন্ড একটা পার্সোনালিটি, পিক ফিজিক্যাল কন্ডিশন, স্পাইয়িং ও ইনফিল্ট্রেট করার ক্ষমতা, এবং একজন সিক্রেট এজেন্টের যেটা অনেক বেশি প্রয়োজন: অসাধারন luck আছে সি কে জাকির। গতবার বের হওয়া ডিনয়েড ৩২ ও বেশ ভালো লেগেছিল। এবারেরটাও ভালোই লেগেছে। দেশ বিরোধী লার্জ স্কেলের ক্রাইমের বিরুদ্ধে তদন্ত নিয়ে এবারের গল্প। এমন না যে কনসেপ্ট অসাধারণ ইউনিক কিছু, তবে বাংলাদেশের পার্স্পেক্টিভে এরকম স্পাই থ্রিলার টাইপের কিছু বেশ ভালোই লাগে। যদি দুই চ্যাপ্টার ধরে একটা গল্প বলা হত, সেক্ষেত্রে হয়তো প্লটটাকে এক্সপান্ড করার সুযোগ খানিকটা বেশি থাকত। আমার গল্পটায় কিছু জিনিস হুট-হাট করে হয়ে গেছে ধরণের মনে হয়েছে। তবে এমনিতে গল্প বেশ ভালো। যেটুকু পরিসর তার মাঝে বেশ ভালোই স্টোরি টেলিং ক্ষমতার পরিচয় দিয়েছেন লেখক-আঁকিয়ে আরাফাত করিম। আরেকটা জিনিসের প্রশংসা করতেই হয়, একশন সিকুয়েন্সগুলো বেশ ভালোই এক্সিকিউটেড হয়েছে। এটা সম্ভবত এ বইমেলায় বের হওয়া ঢাকা কমিক্সের টাইটেলগুলোর মধ্যে এখন পর্যন্ত আমার সবচেয়ে প্রিয়।