User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Sir is the best.❤️❤️Thank you sir (Jafor iqbal). Love this.
Was this review helpful to you?
or
জাফর ইকবাল স্যারের 'রুহান রুহান' সাইন্স ফিকশনটা আগেই পড়া ছিল। তবে মেহেদী হকের আঁকায় তা যেন অন্য রূপে ধরা পরেছে। দূর্দান্ত কাহিনীর পাশাপাশি এর চরিত্রগুলও পাঠককে টেনে রাখে।এই কমিকটির ডায়লগগুলো, এর স্টোরি টেলিং আর ভবিষ্যতের পৃথিবীর যে চিত্র তুলে ধরা হয়েছে তা বেশ মুগ্ধকর।আর কমিকের ব্যাকগ্রাউন্ডের কিছু খুটিনাটি কাজ একে আরো অন্যরকম করে তুলেছে।
Was this review helpful to you?
or
বাংলাদেশের কল্পকাহিনির সমাহারে -" রুহান রুহান" কমিক্স রুপান্তরের সরবাধিক দাবিদার। মেহেদী হক এর অংকন ভাল হয়েছে। ব্যাকগ্রাউন্ড আরো বিস্তারিত অংকন করলে আরেকটু ভাল হতো।
Was this review helpful to you?
or
this books full series is awesome and r
Was this review helpful to you?
or
এক কথায়...... বইটার ইডিটিং, ড্রইং, সব কিছুই ফাটাফাটি। পড়ার সময় মনে হচ্ছিল জেন DC কিংবা Marvel এর কমিক্স পড়ছি। আমার মতে ঢাকা কমিক্স এর সব গুলি বই, সবার পড়া উচিত। ( অবশ্যই জারা কমিক্স পাগলা তাদের বলছি।)
Was this review helpful to you?
or
Rishaad or Ruhaan? I prefer the Rishaad story but the comics quality is great here in Ruhaan. About story; I find the story a bit unorthodox. But then again it's from Muhammad Zafar Iqbal so you can expect these from him. Other than that it's worth a read
Was this review helpful to you?
or
গল্প হিসেবে রুহান রুহান পড়া ছিল আগেই। খুব অসাধারণ না হলেও খারাপ না। তবে ব্যাটল, ডিস্টোপিয়ান একটা সেটিং, সব মিলে বেশ ভালো একটা সাই-ফাই, ব্যাটল কমিক্স হওয়ার পসিবিলিটি আছে বলেই মনে হয়েছিল। প্রথম পার্ট হতাশ করে নাই। ক্যারেক্টার ডিজাইন, ব্যাকগ্রাউন্ডস এসব বেশ ভাল্লাগসে। প্রধান ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং। গল্পের প্রগ্রেশন ভালোই। গল্পটা যেভাবে শুরু করেছে সেটাও ভাল্লাগসে। ভালো লাগে নি রুহানের ব্যাটল ইউনিফর্ম। বড়ই উইয়ার্ড এবং খুব একটা এট্রাক্টিভ না। এট্রাক্টিভ হওয়াটা হয়তো উদ্দেশ্যও ছিল না, যাই হোক, অ্যাপ্রোপ্রিয়েট লাগে নি। প্রথম পার্টে তো ব্যাটল শুরু হয় নি সেভাবে, পরেরটা থেকে তো থাকবে, একাধিক ফাইটার থাকবে, তখন পুরো ব্যাপারটা কেমন হবে তা নিয়ে বেশ আশঙ্কা কাজ করছে মনে। খুবই ভালো দিক, কভার, পেইজের কোয়ালিটি এবং প্রাইস। দেশী কমিক্স হিসেবে যথেষ্ট রিজনেবল। তবে ২৫% ডিস্কাউন্টে কিনেছি বলেও এটা মনে হয়ে থাকতে পারে। যাই হোক, বাংলাদেশের আপামর কমিক্স রিডারদের জন্য রুহান রুহান একটা মাস্ট রিড। পরের পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।