User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
একটি কবিতা সার্থক হয়ে ওঠে তখনই, যখন এটি জীবনের অদেখা অংশকে আমাদের সামনে দৃশ্যমান করে তুলতে পারে। সেদিক থেকে এই বইয়ের প্রতিটি কবিতাই সফল। ও সার্থক। পাঠক প্রতিটি কবিতায়ই নতুন স্বাদ খোঁজে পাবেন বলে আমার বিশ্বাস। অধিকাংশ কবিতাই আধুনিক কবিতার প্রচলিত ধারা থেকে আলাদা। যদিও কিছু কবিতায় গত শতাব্দীর মধ্য ভাগে রচিত কবিতার রীতি অনুসরণ করা হয়েছে বলে মনে হয়েছে। এতে কবিতার সৌন্দর্য বেড়েছে বৈ কমেনি। বইয়ের প্রেমের কবিতাগুলোর কথা আলাদা করে না বললেই নয়। একেকটি কবিতা যেন একেকটি মহাকাব্যের কাব্যিক সারাংশ। কবির কিছু কবিতায় প্রাচীন বুলগেরিয়ান সাহিত্যের ছাপ আছে। জীবনানন্দের কবিতারও ছাপ আছে কিছুটা। কবিকে এসব ব্যাপারে সচেতন হতে হবে। কারণ নিজস্বতা একজন সফল কবির অন্যতম বৈশিষ্ট্য। পরিশেষে বলা যায়, সমসাময়িক বাংলা সাহিত্যে কবিতার যে খরা চলছে তার মাঝে দাঁড়িয়ে এই অনবদ্য বইটি কাব্যের জয়গানই উচ্চারণ করবে।যে কবির দায় থাকে পাঠক-চৈতন্যের সঙ্গেÑ আন্তরিক অন্বেয়ের; দ্ব্যর্থহীন ভাষায় যিনি বলতে পারেনÑ কবিতা রচনা ব্যক্তিস্বরূপের আত্মপ্রকাশ নয়, আসলে তা ব্যক্তিস্বরূপের হৃদয়ারণ্য থেকে নিষ্ক্রমণ। আবার দর্শনের বিচারে কবিতাকে সম্পূর্ণভাবে মূল্যায়ন করা যায় না। তবে দর্শনের শাখা ইসথেটিক্স বা নন্দনতত্ত্বের আলোকে কবিতাকে বহিরাঙ্গিক ও অন্তরাঙ্গিক দুভাবেই বিবেচনা যেমন করা যায়, ঠিক তেমন করে একজন কবি মানুষের জীবনের বাস্তবতা ও কল্পনাকে তুলে আনার প্রচেষ্টাÑ ব্যক্তিস্বরূপের হৃদয়ারণ্য থেকে নিষ্ক্রমণ ভালোবাসার মতো; যে ভালোবাসা বড্ড পবিত্র। কবি মাহবুব আজীজ তাই করে দেখালেন- ‘ঠিক সন্ধ্যার আগে’ কাব্যগ্রন্থটির কাব্যে