User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
this i's nice. I love this book
Was this review helpful to you?
or
Just awesome vai.ki je boli boi ta je keno age porlam na ❤️....
Was this review helpful to you?
or
An excellent book for children.
Was this review helpful to you?
or
খুবই ভাল একটা বই।
Was this review helpful to you?
or
ধন্যবাদ..
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই
Was this review helpful to you?
or
ভালো লেগেছে
Was this review helpful to you?
or
Educational and entertaining at the same time.
Was this review helpful to you?
or
❤️❤️❤️
Was this review helpful to you?
or
আবিষ্কারের নেশায় বইটি খুব ভালো বই।
Was this review helpful to you?
or
Alhamdulila.
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
Its perfect for class 6-8
Was this review helpful to you?
or
wonderful..........
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
excellent
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
ওয়াও
Was this review helpful to you?
or
ছোট একটা বয়স থেকে বিজ্ঞানের স্বপ্ন দেখতে সাহায্য করবে। অসাধারণ।
Was this review helpful to you?
or
Nice Thank you
Was this review helpful to you?
or
A very collectable book
Was this review helpful to you?
or
quality problem
Was this review helpful to you?
or
খুব ভালো একটি বই।
Was this review helpful to you?
or
the best !!!!
Was this review helpful to you?
or
আমার পচ্ছদের বই এর মধ্যে একটা। ছোটবেলা হতে এই বই পড়ার অনেক ইচ্ছে ছিল কিন্তু পড়া হয়ে উঠেনি।তবে রকমারি আমার ইচ্ছেটা পূরণ করেছে।এই বই তে অনেকজন বিজ্ঞানবিদ এর আবিষ্কারের কথা বলা আছে যা আমরা প্রাতিষ্ঠানিক পড়া-শোনার মাঝখানে জানার অবসর পাই না।আমার এই বইটা খুবই ভাল লেগেছে এবং এটি সংগ্রহে রাখার মতো একটু দারুন ক্লাসিক।
Was this review helpful to you?
or
এই বইটি আমার কাছে অসাধারন মনে হয়েছে,আমি এটি প্রথম ক্লাস 1 এ থাকতে পড়েছিলাম,এবং নিতান্তই বইটি আমাকেও আবিষ্কারের নেশার স্বাদ প্রদান করিয়েছ।১৪ টি বিজ্ঞানীর আবিষ্কারের পেছনে কাহিনী ও তাদের তাৎপর্য যথার্থ রূপেই প্রকাশ পেয়েছে।ছোটদের বিজ্ঞানে আগ্রহী করে তুলার জন্য আমি অবশ্যই এই বইটি রেকমেন্ড করব।
Was this review helpful to you?
or
আবিষ্কারের নেশায় বইটি লেখক আব্দুল্লাহ আল মুতীর যথেষ্ট ভালো মানের একটি বই। পৃথিবীর ইতিহাসে সেরা বিজ্ঞানীদের আবিষ্কারের পিছনের গল্পটা তিনি এই বইয়ে খুব সুন্দর, সহজ সরল সাবলীল ভাষায় তুলে ধরেছেন। শিশু কিশোর থেকে বয়স্ক ব্যক্তিরাও এই বই থেকে জ্ঞান অর্জন করতে পারবেন। আমি বইটি পড়েছিলাম ক্লাস সিক্সে থাকতে, সেই বয়সে আব্দুল্লাহ আল মুতীর বই পড়েই বিজ্ঞান এবিং বিজ্ঞানীর প্রতি আমার ভালোবাসা তৈরি হয়।
Was this review helpful to you?
or
IT'S A BEST BOOK FOR YOUNG PEOPLE
Was this review helpful to you?
or
Abishkarer Neshay by Abdullah Moti is a book describing 14 great inventions of science by 14 great scientists. Because of the Epic writing skill of Abdullah Al Muti this book has still remained one of the best science books for children. After all these years this book is still my favourite science book.
Was this review helpful to you?
or
সব বয়সের মানুষের জন্য বইটি উপযোগী। কিন্তু বিশেষ করে একটু ছোটদের জন্য আরো বেশি মজার, আরো বেশি জানার । কারণ ছোট বয়সে হয়তো অনেক ছোট কথাও তারা জানতে পারে না । বড় হতে হতে তারা অনেক কিছুই জানতে পারে তাই বিশেষ করে ছোটদের জন্য আরো বেশি আনন্দ বয়ে আনবে বইটি।
Was this review helpful to you?
or
বইটি অনেক ভাল লেগেছে। আবিষ্কারর গল্পগুলো লেখক এত চমৎকার করে লিখেছেন যে পড়ার সময় মনে হয়েছে কোন আকর্ষণীয় রূপকথা। বিজ্ঞানের ধারাবাহিক অগ্রগতি জানতে এ বইটি ছোট বড় সবার পড়া উচিৎ ।
Was this review helpful to you?
or
ছোটবেলা থেকেই আমার বিজ্ঞান এর প্রতি আগ্রহ অনেক বেশি ছিল। কিন্তু আমাদের পাঠ্যবই পরে সেই আগ্রহ মেটানো হই নি। এক সময় আবিষ্কারের নেশায় বইটি পাই। বইটিতে ১৪ জন বিজ্ঞানিদের জীবনী আছে
Was this review helpful to you?
or
Boi ta durdanto Kothin kothin bishoy er sohoj sorol somadhan dea aae.....ami mone kori class 10 er agei sobar ei boi pora uchit
Was this review helpful to you?
or
এখনকার রাগিব হাসানের লিখা বিজ্ঞানীদের কাণ্ডকারখানা বেশ জনপ্রিয়, আর এই বইটি ঠিক একই মাপে বা তাঁর চেয়ে বেশি যা লেখা হয়েছে ১৯৯৬ সালে। কনটেন্ট এর গুরুত্বের চাইতে জনপ্রিয়তা অনেক বেশি। যদিও এই বইয়ের লেখক নিজেও অনেক জনপ্রিয় তবুও সেলিব্রেটি নন। যাই হোক বইটি অসাধারণ, ছোট বড় সবার জন্য পড়া বাধ্যতামূলক। ১৪ জন বিজ্ঞানীর ১৪টি আবিষ্কারের গল্প দিয়ে সাজানো এই বই। বইটির আকর্ষনীয় দিক হচ্ছে এর সাবলীলতা। আমি নিঃসন্দেহে একে ১০/১০ দিবো।
Was this review helpful to you?
or
#রহস্যময়_বিজ্ঞান_জগত_ও_রকমারি_ডট_কম_আয়োজিত_বুক_রিভিউ_প্রতিযোগীতা লেখক : আব্দুল্লাহ্ আল মুতি; বাংলাদেশের একজন প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক এবং বিজ্ঞান কর্মী। তাঁর লেখা বিজ্ঞান ও শিক্ষা বিষয়ক মৌলিক গ্রন্থের সংখ্যা ২৭। বাংলাদেশের বিজ্ঞান লেখকদের মধ্যে তিনি দ্বিতীয়, যিনি ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি বাংলা একাডেমী পুরস্কার, স্বাধীনতা পদক এবং একুশে পদকসহ অনেক পুরস্কার লাভ করেন। * বইয়ের ধরন : গল্পগ্রন্থ (বিভিন্ন বিজ্ঞানীর জীবনী ও তাদের আবিষ্কার।) * প্রকাশনী : অনুপম প্রকাশনী * মূল্য : ১০০ টাকা * ব্যক্তিগত রেটিং : ৯/১০ * রিভিউ :"লোকে আমার সম্বন্ধে কী ভাবে তা আমি জানি না। কিন্তু নিজের কাছে মনে হয় যেন আমি ছোট শিশুর মত সাগরের তীরে শুধু নুড়িই কুড়িয়ে গেলাম-কোথায় একটু মসৃন নুড়ি অথবা কোথায় একটু সুন্দর ঝিনুক। বিশাল জ্ঞানের সমুদ্র আমার সামনে অজানাই পরে রইলো।" "রোমের দোর্দণ্ডপ্রতাপ পোপের দরবার। তাঁর চারপাশে বসেছেন ধর্মের মোহান্তরা। একটি বুড়ো লোক আসামি। তাঁর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। কেননা লোকটা নাকি ধর্মদ্রোহী। ধর্মের বইতে লেখা আছে,পৃথিবী হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র; আর গ্রহ-তারা-সূর্য ঘুরছে তাকেই কেন্দ্র করে। অথচ এই মতিচ্ছন্ন লোকটাই সেই চিরন্তন সত্যের বিরুদ্ধেই তুলছে জিজ্ঞাসা - এতদিনের পুরনো বিশ্বাসকেই দিতে চাইছে উল্টে। দূরবীন নামে একটা অলক্ষুণে যন্ত্র বানিয়ে সে নাকি নিজের চোখে দেখেছে যে পৃথিবীই ঘোরে সূর্যের চারপাশে। এমনতর একটা ধর্মদ্রোহের জন্য বাকি জীবনটা বন্দীশালায় বসে কাটানোই হলো তাঁর শাস্তি! এই বুড়ো লোকটি বিজ্ঞানী গ্যালিলিও ছাড়া কেউ নন। ধর্মের বইতে লেখা থাকলেও প্রশ্ন তুলতে সে ভয় পায় নি। সে জানতো, বিচারের দ্বন্দ সত্যকে উড়িয়ে দিতে পারে না, জিইয়ে রাখতে পারে না অন্ধ বিশ্বাস আর ভ্রান্ত সংস্কার কে।" বইটির প্রথম শিরোনামের 'আবিষ্কারের নেশায়' অংশে বিজ্ঞানী ডারউইন, গ্যালিলিও,নিউটন এবং লেভনহুকের সম্পর্কে সংক্ষেপে আকর্ষণীয় অংশটুকু তুলে ধরা হয়েছে। এরপর 'একটি মানুষ আর একটি বাহিনী ', ' তবু যে পৃথিবী ঘুরছে','পানীর ফোঁটায় আরেক জগৎ', 'লাস্ট বয় থেকে সেরা বিজ্ঞানী','ঘর-পাগল কাজ-পাগল সেই ছেলেটি' এবং সবশেষে 'আমি হতে চাই একজন বিজ্ঞানী ' নামে আকর্ষণীয় এমন ১৫ টি শিরোনামে গল্পগ্রন্থটি লেখা হয়েছে। সবগুলো গল্পই আমার কাছে খুব ভাল লেগেছে।কেননা আমার কাছে গল্প গুলো যেমন তথ্যবহুল এবং সাবলীল মনে হয়েছে,সেই সাথে বইটি থেকে সাহিত্যরসও উপভোগ করেছি যথেষ্ট। তবে আমার সবচেয়ে ভালো লেগেছে, "ঘর-পাগল কাজ-পাগল সেই ছেলেটি"। এ গল্পের ঘর-পাগল কাজ-পাগল সেই ছেলেটি হচ্ছে রসায়নের অধ্যাপক বিজ্ঞানী লুই পাস্তুর। বিভিন্ন জীবানুর আক্রমনেই যে খাদ্য দ্রব্য সহ নানা কিছু পঁচে যায়, নষ্ট হয়ে যায় তা প্রথম তিনি আবিষ্কার করেন। মদ,দুধ,রেশমের গুটি পোকার রহস্যজনক মৃত্যু; কলেরা, টাইফয়েড, পোলিও,জলাতঙ্ক, এনথ্রাক্স প্রভৃতি রোগের কারন ও প্রতিষেধক টিকা আবিষ্কার করে বিজ্ঞান ও মানব কল্যানে অপরিসীম ভূমিকা রেখেছেন। তার এ আবিষ্কার অর্থনীতিকেও করেছে সমৃদ্ধ। সবশেষে একজন বিজ্ঞানী হতে চাইলে কী করণীয় তা উপমার মাধ্যমে সহজবোধ্য করে উল্লেখ করেছেন লেখক, যা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। একজন বিজ্ঞানী হতে হলে যে আজকের দিনে অনেক পড়াশোনা করতে হয় সেই বিষয়টি লেখক খুবই গুরুত্বের সাথে তুলে ধরেছেন। [পুনশ্চঃ বইটি পড়লে যে কারো গল্পের ঝুলি ভারী হবে বলে আমি মনে করি। বিভিন্ন সময় গল্প বলার প্রয়োজন হলে এই বই এর বিজ্ঞানীদের দুই একটি ঘটনা গল্পাকারে বলা যেতেই পারে। তাই আর দেরী না করে পড়ে ফেলতে পারেন বইটি।] By: Amin Uddin
Was this review helpful to you?
or
ছোট বেলায় বইটি পড়িনি, পড়েছি কলেজে উঠে, খুব খারাপ লেগেছিল এই ভেবে যে এত সুন্দর বইটা কেন আগে পড়িনি ! বইটি কিন্তু মোটেও শুধু ছোটদের জন্য নয় যেকোনো পাঠক এক ঝটকায় পরে ফেলতে পারেন ছোট্ট এই মজার বইটি |
Was this review helpful to you?
or
এই বইটি আমার প্রিয় বইগুলোর মধ্যে একটি ।বইটি পড়তে কেন যে এত ভালো লাগে তার কারণ আমি ঠিক বোঝাতে পারছি না ।তবে বইটির ভাষার সারল্য এর একটি কারণ । এ বইটিতে বিজ্ঞানের গল্পগুলো লেখক অনেক মজা করে লিখেছেন ।ঠিক গল্প বলা যাবে না ,কারণ এই সব গল্পের আড়ালে রয়েছে পৃথিবীর প্রাচীন থেকে বর্তমানের বিখ্যাত সব বিজ্ঞানীদের জীবনের মজার তথ্য । আমরা অনেকে বিজ্ঞানী হতে চাই কিন্তু হতে চাইলেই তো আর হওয়া যায় না ।এর জন্য দরকার প্রচুর পরিশ্রমের ।অনেকে তাতে সম্মতি প্রকাশ করবেন ।কিন্তু শুধু পরিশ্রম করতে চাইলেই তো আর হবে না ।তার আগে আপনাকে জানতে হবে বিজ্ঞানী কি কাজ করে, কিভাবে কাজ করে ,তাদের মনের মাঝে উঁকি দেওয়া প্রশ্নগুলোর উত্তর কিভাবে খোঁজে ,তাদের পর্যবেক্ষণ প্রক্রিয়া ,বিভিন্ন এক্সপেরিমেন্টের সাধারণ কৌশল ইত্যাদি ।যারা বিজ্ঞানী হতে চান তারা কি এসব জানেন ?যদি জেনে থাকেন তবে সত্য সন্ধানে আপনার প্রচেষ্টা চালিয়ে যান,কারণ আপনার কোন আবিষ্কারই হয়তো আমাদের সোনার বাংলাকে পৃথিবীর বুকে গৌরবাণ্বিত করবে ।কিন্তু না জেনে থাকলে এবইয়ের শেষের দিকের একটি অধ্যায় আপনাকে এসব প্রশ্নের জবাব দেবে ।আর এই জবাবকে কাজে লাগিয়ে আপনিও হতে পারেন একজন বিখ্যাত বিজ্ঞানী । আপনারদের বলে রাখি যে এই বইটি ১৯৬৯ সালে ইউনেস্কো পুরস্কার প্রাপ্ত ।পুরস্কার তো আর কোন বই এমনি এমনি পায় না ।সব দিকের খুঁটিনাটি বিশ্লেষণ করার পর কোন বই পুরস্কার পায় ।বইটি পড়ার ইচ্ছার জন্য এর চেয়ে আর কি কোন তথ্যের প্রয়োজন আছে ?