User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মা আর মাটি, মাটি আর মা মিলেমিশে জননী আর জন্মভূমি এক গুচ্ছ ভাললাগার আচ্ছন্নিক পংক্তিমালা ============================== মা আর মাটি, মাটি আর মা। দু'টোর গন্ধই, অন্যদের কথা জানি না, আমার কাছে সমান লাগে। মায়ের শরীরে আমি মাটিকে খুঁজে পাই। মাটিতে মাকে। জাগতিক যোগাযোগ থেকে সাময়িক স্বেচ্ছা বিচ্যুতি নিয়ে আচ্ছন্ন হয়ে যেতে মন চায়। মাঝে মাঝে আমি তাই করি। বড় ভাল লাগে তখন। অভিভূতি কখনো কখনো অভূতপূর্ব হয়, এই যেমন আমার হয়েছিল! কবি, ছড়াকার ও গীতিকার আহমেদ রব্বানী ভাই'র ''জননী ও জন্মভূমি'র এক একটি ছড়া পড়ে আমার মনে বার বার ভেসে উঠছিল মা আর মাটি। তিন বিঘা করিডোরের জন্য বুকের বাম পাশটায় ফিনকি দিয়ে ওঠা ব্যথার কথা মাথা থেকে সরিয়ে মুখ গুজে সুখ খুঁজি তখন ন্যূজ হওয়া অস্থি'র মাঝে। পেয়েও যাই কীভাবে যেনো। হারিয়ে যাই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের আউশ-আমনের মৌ মৌ আভায়, পাকা ধানের সোনালি লাভায়। সাপের মত ফণা তোলা লিকলিকে নালিতা মাঝে ডুবে যাই গলা সমেত। গয়না চাপা নাইওরি, ঘোমটা টানা গায়ের বধূ আর পাল তোলা নায়ের খালি গায়ী কুঁজো হয়ে গুণ টানা ঘর্মাক্ত সেই মানুষটি, আর আবহমান বাংলার নৈসর্গিকতা... খুঁজে পাই আমি বইটির পরতে পরতে। হারিয়ে যাই ছাড়িয়ে যেয়ে চেতনার বাতায়ণ খোলা ঘোলা পথে... বইটি ছাপাখানায় যাবার আগেই পুরোটা পড়তে হয়েছিল বলে পাঠকের আগেই পাঠক হয়ে যাওয়া হয়ে যায় আমার। আর সেই সুবাদে অবাধে সাড়ে সাত হাজার মাইল দূর হতেই বিচরণ করি আমি টেকনাফ থেকে তেতুলিয়া, জৈন্তিয়া থেকে আশুলিয়া, গায়ে জড়িয়ে ভাললাগার রেশমি রোমাল। রাখালিয়া সুরে আচ্ছন্ন হতে থাকি দূরে থেকেই... ছড়া সাহিত্যিক আহমেদ রব্বানী একজন খোলা মনের মানুষ। আমার দুর্ভাগ্য, তাকে জানি দুই বছর থেকে কিন্তু এখনো সামনা-সামনি দেখা হল না একবারও। ভৌগোলিক কারণে শুধু হাওয়াতেই যোগাযোগ। রাজশাহী আর সিলেটটা যদি পাশাপাশি হত! সাদা কাগজে ভালবাসার কাল হরফে খুদাই হওয়া 'জননী আর জন্মভূমি'র টানে এখন মনে হচ্ছে দেখাটা একদিন, জানিনা কোনদিন, হয়েই যাবে। হওয়া দরকার। ক্ষিধার পেট কি আর শুধু শুধু বচনে ভরে? প্রিয় মানুষ আহমেদ রব্বানী'র ভালবাসার পংক্তিমালা=== ''জননী ও জন্মভূমি'র=== মলাটে হয়ে মেলায় এসেছে পহেলা ফেব্রুয়ারিতেই। বইটি প্রকাশ করেছে কালান্তর প্রকাশনী। মেলায় পরিবেশন করছে আমার প্রিয় বন্ধু মইন মুরসালিনের প্রতিভা প্রকাশ। স্টল নাম্বার ২৩৪, এ ছাড়া পাঠকের জন্য বইটি অনলাইনে সরবরাহ করছে রকমারি ডট কম। আর কালান্তরের হয়ে বইটির জন্য খাটুনি জন্য ছোট গল্পের বড় লেখক জিনজির এর জন্য....থাক। সব কথা শব্দেই বোঝাতে হবে, এমন তো না। আবার সব ভাব বোঝানোর জন্য শব্দই বা কোথায়? 'জননী ও জন্মভূমি' আহমেদ রব্বানীর প্রথম বই। সাধারণত লেখক তার প্রথম বই বাবা অথবা মাকেই উৎসর্গ করে থাকেন। এটি একটি অঘোষিত নিয়মের পর্যায়ে স্থান করে আছে। আহমেদ রব্বানী ভাই প্রথম বইটিতেই প্রথা ভেঙে বেরিয়ে এসে আরেকটু উদারতার পরিচয় দিলেন। বইটি তিনি উৎসর্গ করলেন - বাহান্ন আর একাত্তরের শহিদানের জন্য। সাথে যুক্ত করলের আলোর পথের যাত্রীদের। এ থেকে লেখকের ইনটেনশন আঁচ করে নেয়া যায়।(ইন-টেনশনের মানানসই বাংলা মনে পড়ছে না, আমি দুঃখিত) 'জননী ও জন্মভূমি' আর আহমেদ রব্বানী'র জন্য নিরন্তর শুভ কামনা। বইটি পাঠকেরও ভাল লাগুক ঠিক যেমনটি আমার লেগেছে। বাড়ুক প্রেম, সম্প্রীতির প্রীতি ডোরে, জয় হোক ভালবাসার, মা আর মাটির প্রতি... রশীদ জামীল সাংবাদিক ও সাহিত্যিক