User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
যারা ব্যাক্তিগতভাবে (বিশেষত কমিউনিটি ব্লগিং সাইট, ফেসবুক, ব্যাক্তিগত ব্লগিং সাইটে) লেখালেখি করে থাকেন কিন্তু হয়ত পেশাদার লেখক নন তাদের অনেক লেখাই হয়ত আমাদের সমসাময়িক প্রতিষ্ঠিত লেখকদের চেয়ে কোন অংশে কম নয়। কিন্তু প্রায়ই দেখা যায় শখের বসে লেখা সেসব লেখা বা গল্প, কবিতা হয়ত একসময় হারিয়ে যায়। কিন্তু এইসব নবীন এবং শখের লেখকদেরকেই যদি আত্মপ্রকাশ করার সুযোগ দেয়া হয়, তাদেরকে যদি কিছুটা পরিচর্যা করা হয় তারাই হয়ত একসময় খ্যাতিমনা লেখক হয়ে উঠবেন। হুমায়ূন আহমেদ নিজেও এক সময় নিজের আত্মতৃপ্তির জন্যই লিখতেন কিন্তু তিনই বাংলাদেশের এযাবৎ কালের সর্বাধিক জনপ্রিয় লেখক। আমরা সেইসব হুমায়ূন আহমেদদেরই তুলে আনার জন্যই এই গল্প ধারাবাহিকটি প্রকাশের সিন্ধান্ত নিই। প্রথম দুটি ধারাবাহিকে লিখেছেন নাঈফা চৌধুরী অনামিকা, কয়েস সামী, এম এম ওবায়দুর রহমান, ঘুড্ডির পাইলট। এই দুটি ধারাবাহিকে যেমন লেখক বৈচিত্র রয়েছে, তেমনি রয়েছে কাহিনী ও বিষয় বৈচিত্র। আমরা বিশ্বাস করি এইসব সাধারণ মানুষদের মধ্য থেকেই একসময় অসাধারণ সব লেখক উঠে আসবেন। প্রথম বইটি ১১২ পৃষ্ঠার, এতে ১৮টি গল্প সংকলিত হয়েছে। দ্বিতীয় বইটি ৬০ পৃষ্ঠার এবং এতে ১১ টি গল্প স্থান পেয়েছে। আপনি নিজেও যদি এই গল্প সংকলনে লিখতে আগ্রহী হন তাহলে facebook.com/BanglaVasharGolpo এই ফেসবুক পাতায় আপনার লেখা গল্প প্রকাশ করতে পারেন এবং পাঠক প্রিয়তার ভিত্তিতে পরবর্তী ধারাবাহিকে প্রকাশের জন্য সংকলিত হবে। আরো বিস্তারিত তথ্য বইগুলোতেই দেয়া আছে। ধন্যবাদান্তে মোঃ মাহ্বুব সারোয়ার