User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
গোয়েন্দা ঝাকানাকা, ইন্সপেক্টর কিংকর্তব্যবিমুঢ় চৌধুরী আর দস্যু বদরু খাঁ; এই তিনের শক্তিতেই ঝাকানাকার অভিযান চলে। বেশিরভাগ গোয়েন্দা কাহিনী ও সকল শিশু সাহিত্যের মত এই গল্পগুলোতেও শেষ পর্যায়ে দুষ্ট কুপোকাত হয় আর শিষ্টের পালন হয়। গল্পে ইন্সপেক্টর কিংকর্তব্যবিমুঢ় চৌধুরীকে আমরা যেভাবে উপস্থিত হতে দেখি, অর্থাৎ কিছুটা নারীঘেঁষা, খাদ্যরসিক এবং হাঁপাতে হাঁপাতে স্থানে উপস্থিতি, তাতে আমরা বুঝতে পারি যে বদরু খাঁ এর পালিয়ে যেতে পারার জন্যে ইন্সপেক্টর সাহেবের আনফিটনেস অনেকাংশে দায়ী। তবে এজন্যে চৌধুরী আমার কাছে বরং ধন্যবাদ ই পায়, কারন বদরু খাঁ যদি ছাড়া না থাকে তাহলে ঝাকানাকা গল্পে করবে কী? গোয়েন্দা গল্পের টানটান উত্তেজনা, খুন-জখম-মারামারি, থ্রিল ইত্যাদির চেয়ে এখানে উপভোগ্য চরিত্রগুলোর চরিত্রায়ন ও হাস্যরস। আর তাই সামা খানের মুড়িমাখা দেয়া কিংবা 'গোঁফ চুরি' গল্পে একের পর এক চরিত্রসমূহের চা পান করতে থাকার পাশাপাশি আমি ও কফি বা চায়ের কাপে চুমুক দিতে থাকি আর পৃষ্টা পাল্টাতে থাকি। মিস মিলিকে কল্পনা করতে সমস্যা হলেও বিভিন্ন চরিত্রসমূহকে কল্পনা করতে মোটেও বেগ পেতে হয়না। বরং যে জেনারেল হাফ প্যান্ট পড়ে গর্জে উঠেন গোড়ায় সাদা রঙ ছাড়া গাছ হয় কিনা, আসল ব্যাক্তিকে ভেবে দম আটকানো হাসির দমকে পড়ায় ছন্দপতন ঘটে। আর পাঠকদের বলছি, এমন ছন্দপতন কিন্তু প্রায়ই ঘটবে! হাস্যরসের ব্যাপারে আরেকটূ বলি। হাস্যরস কে খুব সাবধানে পরিচালনা করতে হয়; একটু এদিক-সেদিক হলে সেটি হয়ে যায় ভাঁড়ামো। স্থুল ভাঁড়ামো আর সূক্ষ হাস্যরস বা হিউমারের এক ডজন অভিযানকে লেখক মাহবুব আজাদ বন্দী করেছেন পেপারব্যাকে। প্রচ্ছদঃ সুজন চৌধুরী। তিনজন বিশিষ্ট ভুত প্রশংসা করেছেন ঝাকানাকার। ভবিষ্যতে হয়ত ভুত বিষয়ক কোন এডভেঞ্চারেও আমাদের নিয়ে যাবেন ঝাকানাকা। পরিশেষে এটুকুই বলি, লেখক মাহবুব আজাদ বইটি উৎসর্গ করেছেন এই অভাজনকে। আমি কৃতজ্ঞ ও আনন্দিত। প্রচন্ড বাজে দিনগুলিতে এই বইয়ের হাস্যরস আমাকে স্বাভাবিক হতে অনেকবার সাহায্য করেছিলপাঠক যারা পড়বেন বইটি আপনাদের কাছে অনেক মজাদার মনে হবে।মিস করবেন না পড়তে।
Was this review helpful to you?
or
এই রিভিউটা সচলায়তনে সুহান রিজওয়ানের লেখা থেকে কপি করা। মূল লেখাটি পাওয়া যাবে এই লিঙ্কে: http://www.sachalayatan.com/shu77han/51585 ঝাকানাকা উপমহাদেশের সবচাইতে মারকুটে গোয়েন্দা। এবং তার প্রতিপক্ষ নচ্ছাড় দস্যু বদরু খাঁ। প্রায় প্রতিটি গল্পেই ঝাকানাকার সাহায্য চাইতে হাজির থাকেন পুলিশ ইন্সপেক্টর কিংকর্তব্যবিমুঢ় চৌধুরী। মূলত এই তিনকে নিয়েই ঝাকানাকার তাবৎ অভিযান। বিষয় নির্বাচনে একদমই স্বতন্ত্র গোয়েন্দা ঝাকানাকা। পিসুনচ্ছাড় রহস্য, বিউটি পার্লার রহস্য, জাঙ্গিয়া রহস্য- এমন ধারা নামকরণ ইঙ্গিত করে তার কেসগুলোর বৈচিত্র্যের দিকেই। সত্যি বলতে, গল্পের চরিত্রগুলোর নামকরণই এই বইটাতে সবচাইতে ভালো লেগেছে। নৌ-মন্ত্রীর নাম ভাস্কর দা গামা, মঙ্গল পার্টির চেয়ারম্যান কমোডোর ইবলিশিম- এই সব নাম পড়ে হাসি আটকানো যায় না। বইয়ের বারোটি গল্পের মাঝে ‘হারাধনের দশটি ছেলে’, ‘জাঙ্গিয়া রহস্য’ আর ‘মিস্টার অ্যান্ড মিসেস হাফমজুর হত্যা রহস্য’ গল্প তিনটি একটু যেন বেশিই মজাদার। উদ্ভুট্টি এই বইটার প্রসঙ্গ শেষ করবো দুইটি বিশেষ ব্যাপার নির্দেশ করেই। এর মাঝে একটি হলো, বইয়ের শুরুতেই ঝাকানাকা প্রসঙ্গে রবি ঠাকুর, আর্থার কোনান ডয়েল আর সক্রেটিসের ভূতের মন্তব্য। বইয়ের ভাবগতিক বোঝাতে এর চাইতে কার্যকরী আর কিছু হতে পারতো না। দ্বিতীয় বিষয়টি হলো বইয়ের উৎসর্গ পাতা। সামিউল ওয়াসেক সিমন ভাই জীবনের লড়াইয়ে চল্লিশ সিটের বাসকে পরাজিত করতে সক্ষম- এ তো আমরা অনেকেই জানি। এখন দেখা যাচ্ছে, উপমহাদেশের মারকুটেতম গোয়েন্দাটিও নমস্য মানছে এই সুপারম্যানকে !