User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সুন্দর একটি বই
Was this review helpful to you?
or
ভাষা,সাহিত্য মুলক একটি বই।
Was this review helpful to you?
or
ভাষা , সাহিত্য,সংকৃতি বিষয়ক একটি বই
Was this review helpful to you?
or
ভাষা, সাহিত্য, সংস্কৃতি বিষয়ে অনেকদিন কোনো প্রবন্ধের বই পড়েননি? এই বইটা পড়ুন। একটি প্রবন্ধের অংশবিশেষ... . ভাষা, ব্যাকরণ, বানান, শব্দার্থ, বাক্যে প্রয়োগ প্রভৃতি বিষয়ে কয়েকটি নিবন্ধ-প্রবন্ধ বিভিন্ন পত্রিকায় লেখার পর থেকে অনেক পাঠক যোগাযোগ করে আসছেন আমার সঙ্গে। তাঁদের মত, অমত ও প্রশ্ন থেকে নানা চিন্তায় উদ্বুদ্ধ হয়ে চলেছি আমি, - সময়, সুযোগ ও সাধ্য মতো কিছু-কিছু লেখারও চেষ্টা করছি। সম্প্রতি একটি অনুরোধ এসেছে যতি বা বিরাম চিহ্ন, বিশেষ করে : (কোলন) সম্পর্কে, কিছু লেখার জন্য। তা কিছু লিখেছিলাম একবার, তবে আবারও কিছু লেখা যায় কিছুটা বিশদ করে। কারণ : খুব হেনস্তার মধ্যে আছে ব্যবহারের দিক থেকে। তাকে ঃ (বিসর্গ)-এর সঙ্গে গুলিয়ে ফেলেন প্রায় সবাই। এই কোলন (:) আর বিসর্গ (ঃঃ) নিয়ে আমার হেনস্তা হওয়ার শুরু স্কুল-জীবন থেকেই। আসলে যখন জেনেছি : একটি যতিচিহ্ন আর ঃ একটি বর্ণ প্রায় তখন থেকেই পড়েছি ঝামেলায়। তবে এ ঝঞ্ঝাট ঘাড় পেতে নেই প্রথম ১৯৬২ সালে পূর্ব পাকিস্তান ছাত্র লীগ, টাঙ্গাইল শাখার একুশে সঙ্কলন “ওরা আর কেউ ফিরে আসবে না” সম্পাদনা করতে গিয়ে। ওই সঙ্কলনে প্রবন্ধ লিখেছিলেন আবদুল লতিফ সিদ্দিকী (বর্তমান পাট ও বস্ত্র মন্ত্রী), গল্প লিখেছিলেন সিরাজুল ইসলাম শাহজাহান (সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ)। আরও লিখেছিলেন আসাদ তালুকদার (তাঁত বোর্ডের সাবেক চেয়ারম্যান), আনোয়ার উল আলম শহীদ (সাবেক রাষ্ট্রদূত), ফজলুর রহমান খান ফারুক (সাবেক এমপি), হাফিজ উদ্দিন আহমদ (অধ্যাপক, এনাটমি), মহসিন হাবিব (গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের সাবেক প্রধান শিক্ষক হাবিবুল্লাহ খান), নিলুফার পান্না (মিসেস ফেরদৌস কোরেশী) প্রমুখ। এঁরা সবাই কোনও না কোনও পর্যায়ে সহপাঠী বা সতীর্থ ছিলেন আমার। সম্পর্ক একেক জনের সঙ্গে একেক রকম। কেউ আপনি, কেউ তুমি, কেউ তুই।
Was this review helpful to you?
or
এটি ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠাবিরোধী আলোচনাগ্রন্থ। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গবেষকদের কাজে লাগবে।