User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
কমপিউটার গ্রাফিকস প্রশিক্ষক রিজওয়ানুর রহমান ভালবেসে বিয়ে করেছিল প্রিয়াঙ্কাকে। কিন্তু এ বিয়ে মেনে নিতে পারেন নি প্রিয়াঙ্কার ধনকুবের পিতা অশোক তোড়ি। রিজওয়ানকে থানায় নিয়ে নির্যাতন করে পুলিশ, পরে তার লাশ পাওয়া যায় রেললাইনে। বলা হয়, আত্মহত্যা। ২০০৭ সালের ২১শে সেপটেম্বর কলকাতায় সংঘটিত এই মর্মান্তিক ঘটনায় ফুঁসে ওঠে গোটা ভারতের মিডিয়া। নির্দেশ করে, এ এক নৃশংস হত্যাকাণ্ড, অন্য কিছু নয়। এখন পুনঃতদন্ত চলছে ঘটনাটির। ‘কোকিলের ডাক’-এর রাহি শেখ ওরিদা ব্যানার্জি’র কাহিনী হয়তো পাঠককে মনে করিয়ে দেবে রিজওয়ান ও প্রিয়াঙ্কার ট্র্যাজেডিকে, কিন্তু আরও কিছু বাস্তবতাকে এ উপন্যাসে নিষ্করুণ বর্ণনায় তুলে এনেছেন পশ্চিমবঙ্গের পাঠকপ্রিয় কবি-কথাসহিত্যিক আবদুশ শুকুর খান। আন্তঃধর্ম সংঘাত ও সম্প্রীতির যে জটিল জীবনচিত্র এখানে এঁকেছেন তিনি বাংলাদেশের পাঠকমহলে নিঃসন্দেহে তা দেবে এক ভিন্ন মাত্রার পাঠ-অভিজ্ঞতা।
Was this review helpful to you?
or
... ডাক্তার রিদার হাতে মাইকে তুলে দিলেন। রিদা সম্মাহনী কণ্ঠে বলল- ‘আপনারা বসুন, কেউ যাবেন না। আমি জানি সে কোথাও যায়নি। সে আছে, আপনাদেরই সঙ্গে আছে। সে যে আমার উজ্জীবন শক্তি। আমার জীবনের ধারক-বাহক। আমার স্বপ্ন। আমার চির জনমের সাথী। সে আমাকে আলোয় রেখে নিজে কখনও অন্ধকার হতে পারে না। সে আছে, সে থাকবে, এই মানবের মাঝে, আমি তার হৃদয়গ্রাহী ডাক অহরহ শুনতে পাই। ওই তো দূর শূন্য থেকে ভেসে আসছে কোকিলের ডাক। সে আসছে, তার পদধ্বনিতে আমি যে আলোর ঝরনা ধারায় বয়ে যাচ্ছি। হঠাৎ করে কণ্ঠ চিরে ধ্বনিত হয়, ‘তোমার সোনার থালায় সাজাব আজ দুঃখের অশ্র“ধারা।’...