User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
good one.
Was this review helpful to you?
or
বই: বাপ্পার বন্ধু লেখক: মুহম্মদ জাফর ইকবাল প্রকাশক: তাম্রলিপি প্রকাশনী মূল্য: ১১৯ টাকা কিছু কিছু বই পরার পর এই ইয়াং এইজে এসেও অন্যরকম অনুভূতি কাজ করে।আর জাফর ইকবাল স্যারের লেখা অসম্ভব ভালোবাসি বলে প্রায় ওনার সকল বই ই পড়া হয়। তারই ধারাবাহিকতায় বাপ্পার বন্ধু বইটি পড়া হয়েছে।বইটি এমন ধাঁচে লেখা যেনো যেকোনো শিশুই এই বইটির প্রেমে পরে যাবে। বইটিতে বাপ্পা নামের ছেলেটিকে তার বাবা কতকগুলো রঙ বেরঙের বেলুন কিনে দেন এবং বলেন বেলুনগুলো নিয়ে বন্ধুদের সাথে খেলতে।কিন্তু বাপ্পা তো জানেনা যে বন্ধু কী তাই সে নানারকম মজার ঘটনাচক্রে আবর্তিত হয়।শেষ পর্যন্ত বাপ্পা কী তার বন্ধুর দেখা পায়? উত্তরটি জানতে হলে পড়ে ফেলুন এই অসাধারণ বইটি।
Was this review helpful to you?
or
ছোটদের জন্যে, মানে যারা এখনো পড়তেই শেখেনি, বা কেবল শিখেছে, তাদের জন্যে ছবিওয়ালা বড় ফন্টের রঙিন বই বলতে গেলে নাইই। ছোটট একটা বই। বাপপার বনধু খোঁজা নিযে। খুবই কিউট। বাচচাবযসে এরকম বইগুলো খুঁজে খুঁজে বার করতাম দোকানে। আহ। পডে সেই সমযটার কথা মনে পডে গেলো।গত কয়েক বছর ধরে মুজাইকের কয়েকটা বই বইমেলায় বেরুচ্ছে, পড়া হয়েছিলো না, এবার কিনে এনে পড়ছি। ভালো লাগলো। মুজাইক ছাড়াও আরও এরকম বই বেরুলে আরো ভালো হতো। তবে মুজাইক ছাড়া আর কারো লেখা প্রকাশকেরা খরচ করে ছাপবেন, সে পর্যায়ে বাংলাদেশের প্রকাশনা এখনো যায়নি মনে হয়। দায়িত্বটা সেক্ষেত্রে শিশু একাডেমি ও বাংলা একাডেমির উপরে বেশি বর্তায়।
Was this review helpful to you?
or
খুব সুন্দর একটি বই। একবার শুরু করলে শেষ না করে ওঠা যায় না। ধন্যবাদ জাফর ইকবাল স্যারকে এরকম একটি বই উপহার দেবার জন্য। চার রঙা "বাপ্পার বন্ধু" বইয়ের প্রতি পৃষ্ঠায় নতুন নতুন দিক তুলে ধরেছেন সবার প্রিয় মুহম্মদ জাফর ইকবাল স্যার। এই বইয়ে জাফর ইকবাল স্যার লেখায় যেমন শৈল্পিকতার পরিচয় দিয়েছেন, তবে অত্যন্ত সাবলীলভাবে গল্প সাজিয়েছেন। "বাপ্পার বন্ধু" পড়ে মনেই হবে না যে চরিত্রগুলো বাস্তব নয়। সবশেষে আবারো ধন্যবাদ জাফর ইকবাল স্যারকে।
Was this review helpful to you?
or
A very cute book for children :')
Was this review helpful to you?
or
একদম ছোট বাচ্চাদের বই! প্রত্যেকটা চাররঙ্গের পৃষ্ঠা, আর প্রতিপৃষ্ঠায় অল্প অল্প কিছু টেক্সট। বাবা দুটো বেলুন দিয়ে বাপ্পাকে বন্ধুর সাথে খেলতে পাঠায়... ও বন্ধু কি জানে না। বন্ধুত্ব অফার করে গরুকে বেলুন দিয়ে, পিঁপড়াকে ঘাষ দিয়ে, কুকুরকে চিনি দিয়ে আর পাখিকে হাড় দিয়ে। কেউ ওকে পাত্তা না দিয়ে চলে যায়! খুব কান্না পায় বাপ্পার। ওর কোনো বন্ধু নেই, কেউ ওর সাথে খেলতে চায় না। এসব কান্ড দেখে একটা বাচ্চা মেয়ে। মেয়েটা ওর বন্ধু হয়। বাপ্পা তখন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, “আমার কোনো বন্ধু নেই । কেউ আমার সাথে খেলতে চায় না ।” মেয়েটা বলল, “তোমার বেলুনটা দিয়ে আমরা দুজন খেলতে পারি ।” বাপ্পা চোখ মুছে বলল, “সত্যি? তুমি খেলবে আমার সাথে ? তুমি আমার বন্ধু হবে ?” মেয়েটা বলল, “হ্যাঁ, আমি খেলব । আমি তোমার বন্ধু হব ।”এরপর ওরা গরুকে ঘাষ, পিঁপড়াকে চিনি, কুকুরকে হাড় আর পাখিকে কেঁচো দেয়। আর বেলুন নিয়ে অনেক খেলে। ওদের এখন অনেক মজা! বইটি নিঃসন্দেহে ভালো। বিশেষ করে ভাষার কারুকার্জ কোনো ভাবেই উপেক্ষা করার মতো নয়। কিছু কিছু অংশের শব্দচয়ন এবং বাক্যচয়ন বইটির আবেদনকে আরো তীব্র করেছে। লেখা শৈল্পিক হলেও ভাব প্রকাশে লেখক ছিলেন সাবলীল। বইটির প্রথমদিকে মুল কাহিনীতে প্রবেশের আগে লেখক যেভাবে গল্পের আদলে ভূমিকা টেনে গেছেন তা যে কাউকে মুগ্ধ করবে। পড়ে মনেই হবে না গল্পের চরিত্রগুলো কাল্পনিক।
Was this review helpful to you?
or
Amar mea'r boyosh 4 bosor, ai boiti tar sob-chea posonder.
Was this review helpful to you?
or
সে শুধু বাপ্পার বন্ধু নয় বইটি পড়তে গেলে মনে হবে সে তোমারও বন্ধু। আমার বন্ধু রাশেদের কথা মনে আছে? কিংব টুকুনজিলের কথা। বাপ্পার বন্ধু বইট কিন্তু সেগুলো থেকেও মজার। বাপ্পার কোন ভাল বন্ধু ছিলনা। হঠাৎ সে যে বন্ধু পেল তার তুলনা নেই। স্কুলে ক্লাসে কেউ তোমাকে ঘাটাচ্ছে তো বাপ্পার বন্ধুর মত তোমার কোন বন্ধু থাকলে তোমার আর কোন চিন্তা নেই। বাপ্পা আর তার বন্ধুর আনন্দের সীমা নেই। স্কুলেও আনন্দ স্কুলের বাইরেও আনন্দ। একবার বাপ্পার খুব মন খারাপ। বাপ্পার বন্ধুটি তখন কি করেছিল জানো?.................জানতে হলে পড়তে হবে বাপ্পার বন্ধু নামের অসাধারণ এই বইটি।
Was this review helpful to you?
or
ছোট্ট একটা বই। বাপ্পার বন্ধু খোঁজা নিয়ে। খুবই কিউট। বাচ্চাবয়সে এরকম বইগুলো খুঁজে খুঁজে বার করতাম দোকানে। আহ। পড়ে সেই সময়টার কথা মনে পড়ে গেলো। :)