User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মোহিত কামালের লেখা পথভ্রষ্ট ঘূর্ণির কৃষ্ণ-গহবর বইটা পড়ে ফেললাম .বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে কেনা ধার নেওয়া আসলে . মোহিত কামালের বই অনেক আগেই পড়েছিলাম 2007 সালে .মন এবং মায়াবতী তখন বেশ ভালই লিখতেন তারপরে অনেকদিন তার বই পড়া হয়নাই .এবারে তার বইটি থেকে শুরু করে দেখলাম যে আসলে লেখা অনেক পরিবর্তন হয়েছে. ইপ্সিতা নামের এক মেয়ের জীবনের একটি ক্ষুদ্র অংশ যেখানে সে ভুল পথে পা বাড়ায় সেই বিষয়টা তিনি বলেছেন .তবে বইটি পড়তে যে প্রথম দিকে বেশ উপভোগ করলেও পরবর্তীতে যখন দেখা গেল যে তার এক কথায় অনেক অনেক উপমা এবং সেই উপমাটা আসলে সেরকম সাহিত্যিক ভাবে ,নয় তখন আসলে দেখা যাচ্ছে যে অনেক গুলো আমাকে ছেড়ে ছেড়ে কথা গুলো কেটে কেটে গিয়ে - এগিয়ে যেতে হচ্ছে কারণ গল্পের কাহিনী ভালো কিন্তু ছোট গল্প কি উপমা লাগিয়ে লাগিয়ে তিনি অনেক বড় করে ফেলেছেন. লেখক এই বইয়ের মধ্যে দিয়ে অনেক কিছু তুলে ধরতে চেষ্টা করেছেন যেমন মালয়েশিয়ায় মানব পাচারের কাহিনী পাসপোর্ট হাতছাড়া হওয়ায় বেআইনি হয়ে পড়া বাংলাদেশের তরুণদের মানবেতর জীবনযাপন সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান সহ দেশের চলমান সময়. কিন্তু গল্প পড়তে পড়তে সেরকম মনে হয় নি. আর ইপ্সিতার মতন ঢুকে থাকা মেয়ে যেভাবে দেশের রাজনীতি নিয়ে চিন্তা করছিল বা স্বর্ণ চোরাচালানে কথা বলছিল সেটাও তার চরিত্রের সাথে মিল তেমন পাইনি. হয়তোবা লেখকের এই দুটি চরিত্রের মধ্যে দিয়ে সে সময়কার রাজনীতির অবস্থা দেশের অবস্থা তুলে ধরতে চেয়েছিলাম কিন্তু ওটা মা মেয়ে না হয়ে মা ছেলে বাবা মেয়ে হলে একটু তা মানা যেত যাই হোক. সবশেষে বলতে হয় অতিসম্প্রতি একুশে পদক পাওয়া পুরাতন বই থেকে হয়তো উনি এখন আরও উন্নতি করেছেন উনার সাম্প্রতিক বই পড়ে তারপরে বলা উচিত তবে এই সময়ে নতুন করে এই বই আমি কাউকে কিনতে বলবো না. .
Was this review helpful to you?
or
পথভ্রষ্ট ঘূর্ণির কৃষ্ণগহ্বর আজহারুল হক ফরাজী সুদূর বাংলাদেশ থেকে এই উপন্যাসের প্রেক্ষাপট বিস্তৃত হয়েছে মালয়েশিয়ার সর্বদক্ষিণের ভূমি 'জোহর বারু'ই —এশিয়ার দক্ষিণের শেষবিন্দু 'তানজুং পিয়াই' পর্যন্ত। মাঝখান থেকে উঠে এসেছে মালয়েশিয়ায় মানবপাচারের কাহিনি, পাসপোর্ট হাতছাড়া হওয়ায় বেআইনি হয়ে পড়া বাংলাদেশের তরুণদের মানবেতর জীবনযাপন, বন্দিত্ব আর সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালানসহ দেশের চলমান সময়। 'পথভ্রষ্ট ঘূর্ণির কৃষ্ণগহ্বর' উপন্যাসটি বাংলা কথাসাহিত্যে কালোত্তীর্ণ দলিল হিসেবে সংযোজিত হবে, নিঃসন্দেহে এ আশা করা যায়।