User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সবকিছু আল্লাহ করে.........
Was this review helpful to you?
or
পরী?
Was this review helpful to you?
or
অনেক সুন্দর লাগছে পড়ে।পুরোটা সময় বইয়ের মধ্যে ছিলাম।দারুণ লেখনি
Was this review helpful to you?
or
প্রথমে পরীর আচরণ দেখে ভেবেছিলাম এটি "ভৌতিক উপন্যাস"। কিন্তু এটি প্যারাসাইকোলজি বই। সত্যি অসাধারণ বই!
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_ডিসেম্বর বইঃ মন ভাঙা পরি লেখকঃ মোশতাক আহমেদ ধরনঃ প্যারাসাইকোলজি প্রকাশনীঃ অনিন্দ্য মুল্যঃ ২০০ টাকা কাহিনী সংক্ষেপঃ ইমরান ঘড়ি দেখলো সময় রাত এগারোটা। গ্রামের জন্য এটা বলতে গেলে ভালোই রাত তবে আজকের বিষয় টা ভিন্ন। কারন তার আজ বিয়ে হয়েছে পরি নামে একজনের সাথে। তবে রাত জাগার কারনটা বিয়ে না। সকাল থেকে এই পর্যন্ত হওয়া বিভিন্ন ঘটনার জন্য তারা রাত জেগে আছে, তাহলে বিয়ের দিনে কি এমন ঘটনা?? ইমরান এর বাড়ি গ্রামে হলেও সে ঢাকা তে একটা চাকরি করে। অবশ্য খুব বেশীদিন হয়নি এই চাকরি পাওয়া তার মধ্যেই বাসা থেকে হঠাৎ ফোন। বাবা তাড়া দিচ্ছে বিয়ের জন্য। ইমরানের একদম ই বিয়ে করার ইচ্ছে ছিলোনা কারন সবেমাত্র চাকরি টা পেয়ে গুছিয়ে নেয়ার চেষ্টা করছে এরই মধ্যে এতো বড় দ্বায়িত্ব। কিন্তু অবশেষে বাবার জোরের মুখে টিকলোনা ইমরানের সিদ্ধান্ত তাই সে রাজি হলো শেষ পর্যন্ত। আর পরী নাম টা শুনে তার মনের ভেতর অন্য রকম একটা পরিবর্তন আসলো তাই সে ভাবলো দেখি একবার মেয়েটা কে। অবশেষে দেখতে গিয়ে বিয়ে করে ফেললো। কিন্তু বিপত্তি ঘটলো বাসর ঘরে। ইমরান অবাক হয়ে দেখলো পরীর সুন্দর চেহারাটা বিকৃত হয়ে যাচ্ছে। এবং হাত পা মৃগী রুগীর মতো বেকে যাচ্ছে। চেহারায় এটা স্পষ্ট ছিলো যে পরী কিছু একটা বলতে চাইছে কিন্তু তার শরীর বেঁকে যাওয়ার কারনে কিছু তেই মুখ ফুটে বলতে পারছেনা। এখন তাহলে কি করবে ইমরান?? ইমরান অনেক কষ্ট করে পরীকে ধরলো কিন্তু পরীর গায়ে হঠাৎ করে যেন অসুরের শক্তি এসো ভর করেছে তাই পরী ইমরানের সাধ্যের বাইরে চলে গেলো। কোনভাবেই তাকে কন্ট্রোল করতে পারছিলো না তাই অবশেষে বাড়ির বাকি সদস্যের সাহায্য প্রার্থনা করলো। কিন্তু বিপত্তি ঘটলো সেখানেই সবাই ভাবছে, পরীর বুঝি জ্বীন ধরেছে। তাই এইবার জ্বীন ছাড়ানোর জন্য ডাকা হলো ফকির কে। গ্রামের জ্বীন ছাড়ানো ফকিরগুলো যা করে একই ঘটনা পরীর সাথে ঘটলো। অমানবিক নির্যাতন শুরু হলো তার উপর।এটা দেখে ইমরান আরো সহ্য করতে পারলোনা তাই পরীকে ঢাকা তে নিয়ে আসার সিদ্ধান্ত নিলো। আর এই সিদ্ধান্ত তার পুরো পরিবারের বাইরে গিয়েই নিতে হলো তাকে। কিন্তু ঢাকার জীবন তো আরো কঠিন তাহলে কে করবে সাহায্য ইমরান কে?? আবার একসময় ইমরান যখন জানতে পারলো যে তার পরী তাকে হত্যা করবে কি করবে তখন সে?? সবকিছুর পেছনে কি অন্য কোন গল্প আছে? আর থাকলেও সেটা কিভাবে বের হবে?? পরী কি কখনো তার স্বাভাবিক জীবন ফিরে পাবে?? পাঠ্য প্রতিক্রিয়াঃ প্যারাসাইকোলজী নিয়ে পড়া আমার প্রথম বই। পুরো গল্পটা অনেক গুছিয়ো লিখেছেন লেখক।লেখক ভালোবাসা,ত্যাগ, কষ্ট, স্বার্থপরতা সব মিলিয়ে উপন্যাস টিকে পুর্নতা দিয়েছে পুরোপুরি ভাবে। শেষ দৃশ্যে গিয়ে গল্পটা এরকম হবে বুঝতে পারিনি। অনেক ভালো ছিলো বইটি এক কথায়।