User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
তরুণ লেখক বিশ্বজিৎ দাস রম্যগল্প লিখছেন কয়েক বছর ধরেই। দৈনিক প্রথম আলোর তুমুল জনপ্রিয় ফান ম্যাগাজিন আলপিন থেকে সেবা প্রকাশনীর রহস্যপত্রিকাসহ ধীরে ধীরে দেশের গুরুত্বপূর্ণ অনেক পত্রিকাতেই উপস্থিতি বেড়েছে। কেড়েছেন পাঠকের মনোযোগ আর বোদ্ধাজনের দৃষ্টি। অবশ্য নজর কাড়ার কাজটাই করেছেন তিনি! বাংলাদেশের রম্যসাহিত্য বরাবরই খরাক্রান্ত। উপেতিও বটে। অনেক ‘পণ্ডিত’ই রম্যকে সাহিত্য হিসেবে গণ্য করতে চান না; লঘুরচনা বলে উড়িয়ে দেন। লঘু-গুরুর দোলাচলে, এই খরা লাঘবে বিশ্বজিৎ দাসের চমৎকার সব রম্যগল্প সহায়ক ভূমিকা রাখছে। বিভিন্ন পত্রপত্রিকায় দেদারসে রম্যগল্প লিখছেন তিনি। বছর শেষে গল্পগুলো মলাটবদ্ধ হয়ে বইয়ে রূপ নিচ্ছে। বিগত কয়েক বছর ধরে প্রতি বছরই প্রকাশিত হচ্ছে বিশ্বজিৎ দাসের রম্যবই। ২০১৪ সালে প্রকাশিত হয়েছে ৩টি। এর মধ্যে সর্বাগ্রে উল্লেখযোগ্য মোখলেস ভাই উপাখ্যান ৩। বইটি মোখলেস ভাইয়ের ট্রিলজি। মোখলেস ভাইয়ের আগের ২টি বইও প্রকাশ করেছে অবসর প্রকাশনী। মোখলেস ভাই দারুণ জনপ্রিয় এক চরিত্র। সবসময় মজার মজার, হাস্যরসাত্মক কাণ্ডকারখানা ঘটিয়ে বেড়ান আর পাঠকের কৌতূহল বাড়িয়ে চলেন! মোখলেস ভাই উপাখ্যানের বিগত ২টি বই ব্যাপক সাড়া জাগিয়েছে পাঠকদের মাঝে। এক শ্রেণির পাঠকের কাছে বইমেলা মানেই যেন বিশ্বজিৎ দাসের রম্যবই। সাহিত্য বিষয়ে কিছুটা হলেও অবগত ব্যক্তিমাত্রই জানেন, লেখার কোনো একটি চরিত্রকে সচল রাখা, প্রাণ সঞ্চার করা যেনতেন কথা নয়। চরিত্র সৃষ্টি করা এবং সেই চরিত্রকে মানুষের কাছাকাছি নিয়ে আসতেও পারাটাও চাট্টিখানি ব্যাপার নয় মোটেও! মানুষকে হাসানো কঠিন কাজ। এই কঠিন কাজটিই ব্রত পালনের মতো বেছে নিয়েছেন বিশ্বজিৎ দাস। জাগতিক হাজারো সমস্যার মাঝে থেকে তার লেখা পাঠকের কাছে এক ঝলক আলোর মতো! বাংলাদেশের মানুষের জীবন সমস্যাসঙ্কুল, যাতনায় ভরা। এই যাতনার মাঝে মোখলেস ভাই যদি একটু আনন্দ দিয়ে যান, তার স্রষ্টাকে ধন্যবাদ জানালে লাভ ছাড়া তি তো নেই!
Was this review helpful to you?
or
বিশ্বজিৎ স্যারের বই পড়ে আপনি হাসতে বাধ্য। আমাদের চারপাশে ঘটে যাওয়া সাধারণ ঘটনাগুলোকে স্যার অসাধারন ভাবে উপস্থাপন করেন মোখলেছ ভাই সিরিজের বই গুলোতে। মোখলেজ ভাইয়ের ঘটনা যে পড়বে সেইই হাসবে।