User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
নিকষ কালো অন্ধকার বিদীর্ণ করে তিন জানোয়ারের দাপাদাপি এবং চাপা উল্লাস চলতেই থাকে বিরামহীন। পারুলের হাত পা ছোড়াছুড়ির শব্দ এবং ক্ষীণকণ্ঠে গোঙানি-ধ্বনি এসে টিপু সুলতানের চৈতন্যের দরজায় ব্যাকুল কড়া নাড়ে। ঝনঝন করে কেঁপে ওঠে তার বুকের ভেতরবাড়ি। কিন্তু কী করতে পারে সে! তার হাত বাঁধা, পা বাঁধা। মেঝেতে পড়ে আছে জড়বৎ। কে একজন পায়ে পায়ে এগিয়ে এসে মাথার চুল খামছে ধরে জিজ্ঞেস করে- তোর পিরিতের ভাগ্নি, তুই একটু চেখে দেখবি না? অন্য দুজন খ্যা খ্যা করে হেসে ওঠে। একজন আবার সংশোধন করে দেয়- চাখবে কিরে! ডুবে ডুবে কতজল খেয়েছে তার ঠিক আছে! আবার খ্যা খ্যা। আবার গোঙানি। আবার দাপাদাপি। বাইরের জগৎ কিছুই জানে না। কিছুই টের পায় না। বেশ কিছুক্ষণ পর টিপু সুলতানের মনে হয় সে আর কিছুই শুনতে পাচ্ছে না। জানোয়ারের শীৎকার নয়, পারুলের গোঙানি নয়, এমনকি ঝিঁঝিঁ পোকার প্রাকৃতিক আর্তনাদও নয়। সমগ্র মনোযোগ একত্রিত করে সে ঢেলে দেয় শ্রবণেন্দ্রিয়ের উপরে। কিন্তু ফলাফল সেই একই। কোথাও কোনো শব্দ নেই। নাকি এতক্ষণে সে বধির হয়ে গেলো! এক সময় তো সেই প্রত্যাশাও করেছিল টিপু। তবে কি সেই প্রার্থনা তার পূরণ হলো! কিন্তু এখন যে তার শোনার সাধ জাগছে। পারুলের হৃৎপিণ্ডের দ্রিম দ্রিম ধ্বনি শুনতে ইচ্ছে করছে, পারুলের শ্বাসপ্রশ্বাসের মৃদুতম ধ্বনিটুকু শুনতেও মন চাইছে। সামান্যতম একটুখানি ধ্বনির জন্য কারো বুকে এত তৃষ্ণা জাগতে পারে? এমন যদি হয়-পারুলের নাম ধরে টিপু সুলতান ঠিকই ডেকে উঠলো, কিন্তু পারুল শুনতেই পেলো না, পারুল জবাব দিতেই পারলো না! নাহ, আর ভাবতে পারছে না সে। ত্রস্ত পায়ে তিন জানোয়ার ঘর থেকে বেরিয়ে যায়, মোটরসাইকেলে চেপেইে তারা হাওয়া। তারপর সবকিছু স্তব্ধ। এক সময় সবকিছু থেমে যায়। চলমান এই জগতও যেনবা এক নিমেষের জন্য থমকে দাঁড়ায়। তখনই মসজিদের মাইক্রোফোন থেকে মুয়াজ্জিনের সুরেলা কণ্ঠে ধ্বনিত হয় ভোরের আজান। কেবল বিশ্বাসী মানুষেরই নয়, আজানের সেই মায়াবী সুর বনের পাখিদের ঘুম ভাঙায়, গাছে গাছে জাগিয়ে তোলে ফুলেদের। জগতজোড়া ছড়িয়ে পড়ে মিষ্টি সুবাস। কে জানে সেদিন ভোরের কুসুম কোনো নিষিদ্ধ সুবাস ছড়িয়েছিল কিনা!