User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
তথ্যপ্রযুক্তিবিদ জাকারিয়া স্বপনের লেখা 'মহাশূন্য এবং পৃথিবী' বইটি পড়েছিলাম গত বইমেলার সময় রকমারি থেকে সংগ্রহ করার পর। বইটি মূলত স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের জন্য। তবে,জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহী ও মহাবিশ্বের মহাজগৎ এর প্রতি কৌতুহলী যে কেউই বইটি পড়ে লাভ করতে পারবেন অগাদ জ্ঞান। মহাশূন্য একটি বিশাল বিষয়, অনেকটা মহাশূন্যের মতোই বিস্তৃত, স্বভাবতই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুও মহাশূন্য নিয়ে। গ্যালিলিও,নিউটন আইনস্টাইন,স্টিফেন হকিং- প্রমুখ মহাবিজ্ঞানীদের সবাই মহাশূন্য নিয়ে গবেষণা করেছেন, করেছেন বিতর্কও— তাই মহাশূন্যের জটিল বিষয়গুলোকে বাংলা ভাষাভাষী ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তুলে ধরার প্রবল ইচ্ছাই লেখককে বইটি লিখতে অনুপ্রাণিত করেছে। বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন, মহাবিশ্বের উপর রচিত বলে স্বভাবতই অনেক চিত্র সংযোজন প্রয়োজনীয়ই নয়, বরং অপরিহার্য। এ দিক দিয়ে বইটি একধাপ এগিয়ে, কেননা, অনেক গুরুত্বপূর্ণ জটিল চিত্রকে এখানে সহজে সুন্দরভাবে সংযোজন করা হয়েছে- যা ছাত্রছাত্রীদের জানার জগৎকে করবে আরো প্রসারিত এবং স্থায়ী। বইটি প্রধান ৭টি ভাগে বিভক্ত— ১. মহাবিশ্ব। এখানে রয়েছে বিংব্যাঙ,ব্ল্যাকহোল,গ্যালাক্সি, নেবুলা,সুপারনোভা,সাইজিজি,ডার্ক মেটার ইত্যাদির সচিত্র বিবরণ। ২. নক্ষত্র। এ অংশে নক্ষত্র সম্পর্কিত নানাবিধ তথ্যে ভরপুর। বাইনারি স্টার,বিগ ডিপার, নর্থ স্টার,সামার ট্রায়াঙ্গল, সান ডগ, হোয়াইট ডুয়ার্ফ,কসমিক রেডিয়েশন ইত্যাদি চমৎকার টপিক তো আছেই। ৩. সোলার সিস্টেম। সোলার সিস্টেম, বিভিন্ন গ্রহ সম্পর্কে আকর্ষণীয় সব টপিকে ভরপুর এ অধ্যায়টি। ৪. কমেট,মেটিওরাইট এবং অন্যান্য। এষ্টেরয়েড,হ্যালির কবেট,মেটিওরাইট, আন্তর্জাতিক মেটিওর সংস্থা ইত্যাদির আলোচনা রয়েছে এতে। ৫. পৃথিবী একটি গ্রহ। পৃথিবীর যাবতীয় তথ্যে টুইটম্বুর এ অধ্যায়টি। ৬. মহাশূন্যে মানুষ। মহাশূন্যে মানুষের অভিযান,গবেষণা, অগ্রগতি,মহাকাশযান,রকেট,উড়ন্ত সাগর প্রভৃতির আলোচনা করা হয়েছে এ অংশে। ৭. মহাবিশ্বের মানুষ। এ অধ্যায়ে রয়েছে হাবল,হকিং,গ্যালিলিও প্রমুখ বিজ্ঞানী, যারা মহাবিশ্বের উপর গবেষণা করেছেন তাদের সম্পর্কে সংক্ষিপ্ত অথচ চমৎকার বিবরণ।
Was this review helpful to you?
or
রহস্যময় মহাবিশ্ব আর আমাদের বাসভূমি এই পৃথিবীকে নিয় অসাধারণ তথ্যসমৃদ্ধ একটি বই জাকারিয়া স্বপনের "মহাশূন্য এবং পৃথিবী" । বইটিতে গুরুত্বপূর্ণ তথ্যের সাথে আছে প্রয়োজনীয় ছবি । বিষয়ভিত্তিকভাবে সাতটি অধ্যায়ে বইটির ব্যাখ্যা- আলোচনা সম্পন্ন হয়েছে । প্রথম অধ্যায়টির নাম "মহাবিশ্ব" । এ অধ্যায়ে আছে বিগ ব্যাং থিওরি,মহাবিশ্বের বয়স,ব্ল্যাক হোল,মহাশূন্য সম্পর্কে নানাবিধ তথ্য,নেবুলা,ক্র্যাব নেবুলা,সাইজিজি,টার্ক মেটার ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা । দ্বিতীয় অধ্যায়ের নাম "নক্ষত্র" । এ অধ্যায়ে আছে সূর্যসহ অন্যান্য নক্ষত্রের গঠন,সূর্যের মৃত্যুকাল,অন্যান্য নক্ষত্রের বিস্তারিত তথ্য সহ নানাবিধ আলোচনা । তৃতীয় অধ্যায়ের নাম "সোলার সিস্টেম"।এখানে সৌরজগতের নানারকম তথ্য,বিভিন্ন গ্রহ সম্পর্কে জানা অজানা অনেক তথ্য জানা যায় । চতুর্থ অধ্যায়-কমেট,মেটিওরাইট এবং অন্যান্য বিষয় নিয়ে ব্যাখ্যাধর্মী আলোচনা । পঞ্চম অধ্যায় আমাদের বাসভূমি পৃথিবী নিয়ে একটি গুরুত্বপূর্ণ এবং নানারকম বৈচিত্র্যময় তথ্যে সমৃদ্ধ একটি তথ্যবহুল অধ্যায় । ষষ্ঠ অধ্যায়ের আলোচনা মহাশূন্যে মানুষের বিচরণের আদ্যপান্ত নিয়ে । আর সপ্তম অধ্যায়টি সাজানো হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের নিয়ে,যাঁরা মহাকাশ গবেষণায় রেখে গেছেন গুরুত্বপূর্ণ সব সফলতা আর দিয়ে গেছেন মূল্যবান সব তথ্য ।
Was this review helpful to you?
or
জাকারিয়া স্বপন স্যারের এই বইটির যে বিশেষ গুণটি সবচেয়ে ভালো লাগার তা হচ্ছে বইটিতে প্রশ্নোত্তরের মাধ্যমে বিজ্ঞানের অনেক দুর্বোধ্য বিষয়ের সহজ সরল ব্যাখ্যা করা হয়েছে । এই বইটি মোট সাতটি অধ্যায়ে (১২০পৃষ্ঠা ) বিভক্ত করা হয়েছে ।প্রথম অধ্যায়টিতে মহাবিশ্ব সম্পর্কিত প্রশ্নের উত্তর দেয়া হয়েছে । এসব প্রশ্নের মধ্যে রয়েছে- বিগ ব্যাং কি ?ব্ল্যাক হোল কি? মিল্কি ওয়ে কি? এছাড়াও রয়েছে সুপারনোভা, সাইজিজি ,ডার্ক ম্যাটার ইত্যাদি বিষয়ক জ্ঞান । দ্বিতীয় অধ্যায়টির নাম হল নক্ষত্র ।এ অধ্যায়টিতে - বিগ ডিপার ,বাইনারি স্টার ,সোলার ইকলিপসিস ,হোয়াইট ডুয়ার্ফ ,কসমিক রেডিয়েশন ইত্যাদি মজার বিষয়গুলোর সহজ ব্যাখ্যা রয়েছে । এর পরের তিনটি অধ্যায়ই পৃথিবীর ।পৃথিবীর বললাম কারন এ অধ্যায় তিনটিতে পৃথিবীর অনেক জানা অজানা প্রশ্নত্তোরের অবতারনা করা হয়েছে।প্রশ্নগুলোর কয়েকটি আপনাদের বললে বোধ হয় ভালো ধারনা করতে পারবেন। -মঙ্গল গ্রহ কি পুরুষ ?সোলার সিষ্টেমের বয়স কত ?পৃথিবীর পৃষ্ঠ কি দিয়ে তৈরি ?এন্টার্কটিকার বরফ কত পুরু ?আইজ এজ কখন হয়েছিল ?এগুলো ছাড়াও কমেট, মেটিওরাইট, এষ্টেরয়েড ইত্যাদি সম্পর্কেও এই অধ্যায় তিনটিতে বর্ণনা করা হয়েছে । এরপর আসা যাক ষষ্ঠ অধ্যায়ে ।এ অধ্যায়টির নাম মহাশূন্যে মানুষ ।নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এথানে মহাকাশচারীদের কথা আলোচনায় আনা হয়েছে ।কিন্তু যেটা বুঝা যাচ্ছে না তা হল আধুনিক বিশ্বের সবচেয়ে আকর্ষনীয় বিষয় টাইম ট্রাভেলিং এর সম্ভবতার উত্তর এখানেই । সর্বশেষ যে অধ্যায়টি রয়েছে তার নাম হল মহাবিশ্বের মানুষ ।এ অধ্যায়ে সেই সকল মহা বিজ্ঞানী মহান ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনীর আলোকপাত হয়েছে যাদের অবদানের জন্যই আজ আমরা মহাকাশ সম্পর্কে এতটা জানতে পেরেছি ।এখানে কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ভারতেরও একজন বিজ্ঞানীর নাম এসেছে ।বুঝতে পারছেন তিনি কে ? এই বইটি মূলত স্কুল কলেজের বিজ্ঞান আগ্রহী শিক্ষার্থীদের জন্য লেখা হয়েছে ।কারন বোধ হয় আমাদের দেশের স্কুল কলেজের পাঠ্য বইয়ে মহাকাশ বিষয়ক মৌলিক জ্ঞানের অভাব ।তাই এই বইটি জাকারিয়া স্বপন স্যার সহজ সাবলীল ভাষায় মহাকাশ বিষয়ক মৌলিক জ্ঞান সম্ভার নিয়ে সাজিয়েছেন ।আর বুঝার সুবিধার্থে যথাসম্ভব চিত্র ও ব্যবহার করেছেন ।তবে আমরা যারা স্কুল কলেজের গন্ডি পেরিয়েছি তাদেরও কেউ কেউ মহাকাশ বিষয়ক মৌলিক ধারনা সংকট অনুভব করি ।আমি মনে করি, তাদেরও আসলে এই বইটি পড়া খুবই দরকার ।
Was this review helpful to you?
or
এই বইটি মূলত স্কুল কলেজের বিজ্ঞান আগ্রহী শিক্ষার্থীদের জন্য লেখা হয়েছে ।কারন বোধ হয় আমাদের দেশের স্কুল কলেজের পাঠ্য বইয়ে মহাকাশ বিষয়ক মৌলিক জ্ঞানের অভাব ।তাই এই বইটি জাকারিয়া স্বপন স্যার সহজ সাবলীল ভাষায় মহাকাশ বিষয়ক মৌলিক জ্ঞান সম্ভার নিয়ে সাজিয়েছেন ।আর বুঝার সুবিধার্থে যথাসম্ভব চিত্র ও ব্যবহার করেছেন এই বইটি মোট সাতটি অধ্যায় করা হয়েছে.প্রথম অধ্যায়টির নাম "মহাবিশ্ব" এখানে রয়েছে।মহাবিশ্বের বয়স,ব্ল্যাক হোল,মহাশূন্য সম্পর্কে নানাবিধ তথ্য,নেবুলা,ক্র্যাব নেবুলা,সাইজিজি,টার্ক মেটার ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা ।বিংব্যাঙ,ব্ল্যাকহোল,গ্যালাক্সি, নেবুলা,সুপারনোভা,সাইজিজি,ডার্ক মেটার ইত্যাদির সচিত্র বিবরণ। মহাবিশ্ব সম্পর্কিত প্রশ্নের উত্তর দেয়া হয়েছে । এসব প্রশ্নের মধ্যে রয়েছে- বিগ ব্যাং কি ?ব্ল্যাক হোল কি? মিল্কি ওয়ে কি? এছাড়াও রয়েছে সুপারনোভা, সাইজিজি ,ডার্ক ম্যাটার ইত্যাদি বিষয়ক জ্ঞান । দ্বিতীয় অধ্যায়টির নাম হল নক্ষত্র ।এ অধ্যায়টিতে - বিগ ডিপার ,বাইনারি স্টার ,সোলার ইকলিপসিস ,হোয়াইট ডুয়ার্ফ ,কসমিক রেডিয়েশন ইত্যাদি মজার বিষয়গুলোর সহজ ব্যাখ্যা রয়েছে সূর্যের মৃত্যুকাল,অন্যান্য নক্ষত্রের বিস্তারিত তথ্য সহ নানাবিধ আলোচনা । নক্ষত্র সম্পর্কিত নানাবিধ তথ্যে ভরপুর। বাইনারি স্টার,বিগ ডিপার, নর্থ স্টার,সামার ট্রায়াঙ্গল, সান ডগ, হোয়াইট ডুয়ার্ফ,কসমিক রেডিয়েশন ইত্যাদি চমৎকার টপিক তো আছেই। তৃতীয় অধ্যায়ের নাম "সোলার সিস্টেম" ,মঙ্গল গ্রহ কি পুরুষ ?সোলার সিষ্টেমের বয়স কত ?পৃথিবীর পৃষ্ঠ কি দিয়ে তৈরি ?এন্টার্কটিকার বরফ কত পুরু ?আইজ এজ কখন হয়েছিল ?এগুলো ছাড়াও কমেট, মেটিওরাইট, এষ্টেরয়েড ইত্যাদি সম্পর্কেও এই অধ্যায় বর্ণনা করা হয়েছে।বিভিন্ন গ্রহ সম্পর্কে জানা অজানা অনেক তথ্য জানা যায়। চতুর্থ অধ্যায়-কমেট,মেটিওরাইট এবং অন্যান্য বিষয় নিয়ে ব্যাখ্যাধর্মী আলোচনা । কমেট,মেটিওরাইট এবং অন্যান্য। এষ্টেরয়েড,হ্যালির কবেট,মেটিওরাইট, আন্তর্জাতিক মেটিওর সংস্থা ইত্যাদির আলোচনা রয়েছে এতে। পঞ্চম অধ্যায় আমাদের বাসভূমি পৃথিবী নিয়ে একটি গুরুত্বপূর্ণ এবং নানারকম বৈচিত্র্যময় তথ্যে সমৃদ্ধ একটি তথ্যবহুল অধ্যায় । ষষ্ঠ অধ্যায়ে ।এ অধ্যায়টির নাম মহাশূন্যে মানুষ। মহাশূন্যে মানুষের অভিযান,গবেষণা, অগ্রগতি,মহাকাশযান,রকেট,উড়ন্ত সাগর প্রভৃতির আলোচনা করা হয়েছে এ অংশে। ষষ্ঠ অধ্যায়ের আলোচনা মহাশূন্যে মানুষের বিচরণের আদ্যপান্ত নিয়ে ।সর্বশেষ যে অধ্যায়টি রয়েছে তার নাম হল মহাবিশ্বের মানুষ । অধ্যায়টি সাজানো হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের নিয়ে,যাঁরা মহাকাশ গবেষণায় রেখে গেছেন গুরুত্বপূর্ণ সব সফলতা আর দিয়ে গেছেন মূল্যবান সব তথ্য । রয়েছে হাবল,হকিং,গ্যালিলিও প্রমুখ বিজ্ঞানী, যারা মহাবিশ্বের উপর গবেষণা করেছেন তাদের সম্পর্কে সংক্ষিপ্ত অথচ চমৎকার বিবরণ।