User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
motamoti vlo
Was this review helpful to you?
or
very good
Was this review helpful to you?
or
In another words, this book is enriched in informations for newbie freelancers.
Was this review helpful to you?
or
বই নিলাম দেখি কিছু শিখতে পারি কিনা।
Was this review helpful to you?
or
This books are sooo helpful It will help you to prospere ur life u guys don't be getting late buy this books now amazing books
Was this review helpful to you?
or
This book is awesome, it contain lot's off works.
Was this review helpful to you?
or
এই বই কেনা মানেই অযথা টাকা নস্ট ছাড়া আর কিছুই না।
Was this review helpful to you?
or
মোটামুটি ভালো বলা যায়। link is not work
Was this review helpful to you?
or
ফ্রিল্যান্সিং এর হাতেখড়ি মূলত আলোচনা করা হয়েছে বইটিতে। বেশকিছু বিষয় সম্পর্কে ধারণা দিয়েছে। কিছু বিষয় আরেকটু বিস্তারিত হলে সুবিধা হত। তবে বেসিক আলোচনায় কিভাবে কাজ শুরু করা যেতে পারে তার ধারণা পেয়েছি। মোটামোটি মানের বলা চলে। আরো ভাল কিছু চাই। শুভকামনা রইল \এবং আমার জন্য দোয়া চাই।
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই
Was this review helpful to you?
or
it functions well to do work as a freelancer
Was this review helpful to you?
or
আমি এই বইটি ৩ পিস ক্রয় করি। আমার দুই বন্ধু কে দুইটা গিফট করি ও আমি নিজের জন্য একটা রাখি। এটি অনেক উপকারী একটি বই। এর মাধ্যমে আউট সোর্সিং এ অনুপ্রেরণা যোগাবে।
Was this review helpful to you?
or
onk helpful cilo
Was this review helpful to you?
or
যারা আউটসোর্সিং নতুন করেছেন বা শুরু করার চিন্তা ভাবনা করছেন বিশেষ করে তাদের জন্যে এই বইটি অত্যন্ত উপকারী । আউটসোর্সিং এর বিষয় গুলো লেখক খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন। যার ফলে নতুনরা বা আগ্রহীরা আউটসোর্সিং সম্পর্কে অনেক ভাল একটি ধারণা পাবে এবং খুব সহজেই কাজগুলো শিখতে পারবে। তাছাড়া লেখক নতুনদের জন্যে কিছু অনুপ্রেরণা মূলক কথা লিখেছেন যা নতুনদের আউটসোর্সিং এর প্রতি উৎসাহ বাড়াবে।
Was this review helpful to you?
or
রকমারিতে আমার প্রথম অর্ডার করা বইগুলোর একটি। বইটিতে প্রতিটিই বিষয় অত্যন্ত সহজ ও সুচারুভাবে লেখক ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে অনুপ্রেরনা মুলক লেখাগুলো নতুনদের জন্য অনেক উৎসাহজনক।
Was this review helpful to you?
or
প্রথম বইয়ের ধারাবাহিকতায় দ্বিতীয় বইটি। সুন্দর সাবলীল লেখা। কাজ শেখার জন্য দারুন বই। বিভিন্ন সাইটে রেজিষ্ট্রেশন করে কিভাবে বিড করতে হয়, কোন কাজের কেমন চাহিদা, কেমন রেট, কোন কাজে ক্যারিয়ার ভালো সব জানা যাবে বইটি পড়লে। অাপওয়ার্ক এর মতো সাইটগুলো সম্বন্ধেে পুরো জানতে পারবেন।
Was this review helpful to you?
or
এট বাকোয়াজ বইও রকমারিতে মিলে জানা ছিল না।
Was this review helpful to you?
or
বই থেকে অনেক কিছু শিখলাম
Was this review helpful to you?
or
This is good either
Was this review helpful to you?
or
nice books for newcomers.
Was this review helpful to you?
or
নিঃসার্থভাবে নিজের জানা জ্ঞান সবার সাথে শেয়ার করার একটি চমৎকার উদাহরন এই বই। পেশা হিসেবে শুধু ডাক্তাররাই নন, যেকেউই যে সরাসরি মানুষের উপকার করে দিতে পারে তাদের জীবন ও চিন্তা বদলে একটি বইএর মাধ্যমে তার প্রমাণ এই বইটি। আপনি এভাবে আরো বই লিখে যান দোয়া রইল অ্যান্ড স্যালুট টু ইউ।
Was this review helpful to you?
or
যারা বুঝতে পারছেননা কিভাবে শুরু করবেন।কাজ শিখবেন কিভাবে তাদের কাজে আসবে।বইটা ভালই।
Was this review helpful to you?
or
Nice guideline.
Was this review helpful to you?
or
The first book of Aminur Rahman was a great help for me. In fact, I got the book from Rokomari . As a beginner , I needed a guide line which was provided by this book. When I heard that he is going to publish another book, I became overwhelmed with joy. Because the way he presents the difficult topics , it becomes easier for all. I think those who are still thinking about joining in outsourcing , they must go through this book cause anybody can learn how to work from this book. I wish all the best for the author of this book. I hope to get more books on outsourcing from him.
Was this review helpful to you?
or
Money has been wasted. I did not like
Was this review helpful to you?
or
ফালতু বই। আউটসোর্সিং নিয়ে লিখা সব বই ই ফালতু। কারন লেখকদের মাথায় এখানেও টাকা কামানোর চিন্তা কাজ করে। বইয়ের মধ্যে বইয়ের রেফারেন্স দেন , সেল বাডানোর জন্যে । ডিটেইলস কিছু লিখেন না । এর থেকে বের হয়ে আসা উচিৎ । মানুষের কল্যানে বই লিখুন না হয়
Was this review helpful to you?
or
I have bought this book.
Was this review helpful to you?
or
আউটসোর্সিং এর কাজ গুলা ঘরে বসে কিভাবে শিখবেন , তার জন্য বই টা অনেক গুরুত্ব বহন করে ।
Was this review helpful to you?
or
”আউটসোর্সিং ২ : কাজ শিখবেন যেভাবে” বইটি কাল আমাকে লোকমান ভাই গিফ্ট করবে ভেবে শিহরন বোধ করছি, কারন কেউ যদি কোন কিছু গিফ্ট করে তো ভালই লাগে তারপর আবার আউটসোর্সিং এর বই।
Was this review helpful to you?
or
i want to read this all book..
Was this review helpful to you?
or
This is good book
Was this review helpful to you?
or
খুবই কাজে এসেছে বইটি। লেখককে ধন্যবাদ।
Was this review helpful to you?
or
It is an awsome book. It is helping me to be a freelancer. Thanks to Mr. Aminur Rahman.
Was this review helpful to you?
or
wow eta amr onek khub legece..Master Thank you so much.. :-)
Was this review helpful to you?
or
আসসালামু আলাইকুম, ভাইয়া, আমি রকমারী ডটকম থেকে আপনার 'আউটসোর্সিং' বইটি কিনে Odesk সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি। আপনার বই পড়ে যথেষ্ট উপকার হয়েছে। আমি আমার চেষ্টায় আমার প্রোফাইল ৮০২% করেছি। কিন্তু কোন কাজ পাইনি। কবে কাজ পাবো জানি না। তবে ধৈর্য্য হারায়নি। এখন আপনার এই বইটি কেনার জন্য সিদ্ধান্ত নিলাম। আশা করি কাজ করতে পারবো।
Was this review helpful to you?
or
It Deserves :)
Was this review helpful to you?
or
আশা করি প্রথম বইয়ের মত এটাও অনেক বেশি জনপ্রিয় হবে। :D
Was this review helpful to you?
or
লেখকের প্রখম বই অনলাইনে আয়ের পথ নির্দেশিকা ছিল। খুবই সাবলিল বলার ভঙ্গি বইটিকে দিয়েছিল আকাশচুম্বী জনপ্রিয়তা। আশা করি পথের সন্ধান দেয়া এ লেখকের হাত ধরে শিখিয়ে নিয়ে যাওয়ার প্রয়াসটিও সফল হবে।
Was this review helpful to you?
or
Aminur Rahman er outsourcing niye lekha prothom boi ami porechi..outsourcing kivabe shuru korte hoi tar puru dharona deya chilo boi ta te ja khub e helpful..akhon wait korchi second boi er jonno...Aminur ke shuvo kamona dichhi or notun boi tar jonno..
Was this review helpful to you?
or
আমি মনে করি এই বইটি একমাত্র বই ”আউটসোর্সিং” সম্পর্কে আগে কেউ কি বাংলা ভাষায় এ সম্পর্কে লিখছে কি? লিখে থাকলে আমার জানা নাই। আশা করি এই বইটি পাঠকের প্রত্যাশা ১০০% পূরন করবে।
Was this review helpful to you?
or
সত্যিই অসাধারণ!!! এই ধরনের কাজ প্রিয় লেখকের কাছে সব সময় আশা করি। লেখকের প্রথম বইটির মত এই বইটিও দেশের তরুনদের জন্য বেশ উপকারে আসবে বলে মনে করি।
Was this review helpful to you?
or
আউটসোর্সিং কাজ করার জন্য বইটি খুব ই সহায়ক . অনেক গুরত্বপূর্ণ একটা বই . বইতে যে সব বিষয় গুলো সম্পর্কে আলোচনা করা হয়াছে সেই সব কাজ গুলো শিখতে পারলে অবশ্যই ভালো করা যাবে . লেখক কে ধন্যবাদ এইরকম একটা বই পাঠক দের উপহার দেবার জন্য .
Was this review helpful to you?
or
আউটসোর্সিং কাজ করার জন্য কিকি জানা থাকা প্রয়োজন এবং আপনি কিভাবে আউটসোর্সি এর মাধ্যমে আয় করবেন তার বিস্তারিত তথ্য সমৃদ্ধ একটি আধুনিক বই.......আমি লেখক মোঃ আমিনুর রহমানকে ধন্যবাদ জানাই ......বস্তুনিষ্ঠ ও বর্তমান সময়ের চাহিদা পূরণে তার অসাধারণ শ্রম ও সুন্দর চিন্তার প্রতিফলনের জন্য.......
Was this review helpful to you?
or
গত বছর আমিনুর ভাইয়ের ‘আউটসোর্সিং : শুরুটা যেভাবে এবং শুরু করার পর’ বইটা কিনি রকমারি.কম থেকে। বইটা পড়ে আমি খুব সহজে বুঝে যাই আসলে আমাকে কিভাবে কাজ শুরু করতে হবে। এই বছর উনি এই বইটা বের করছেন। আপনি আউটসোর্সিং শুরু করেছেন। ওডেস্ক/ফ্রিল্যান্সার.কম/ই-ল্যান্স বা অন্য কোথায় অ্যাকাউন্ট খুলেছেন। জবে বিড করতে গিয়ে সমস্যায় পড়ে গেছেন। আপনি হতাশ হয়ে যাচ্ছেন কাজের ধরণ দেখে। আপনি চিন্তায় পড়ে গেছেন, আপনি কি করবেন বুঝে উঠতে পারছেননা। আপনি বুঝতে পারছেন যে আপনাকে কাজ শিখতে হবে নচেৎ আপনি এগুতে পারবেননা। ধরুন আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, কোথায় শিখবেন?? কি কি শিখবেন??? কিভাবে শিখবেন???? কি কি জানা থাকলে আপনি অনলাইনে কাজ পাবেন???? এই টাইপ বিষয়গুলো জানার জন্য আপনার এই একটা বই-ই যথেষ্ট। আমি আমিনুর ভাইয়ের বইয়ের প্রায় লেখাগুলো পড়েছি। অনেক সুন্দর আর দরকারি তথ্য পাবেন বইটাতে। না পড়লে পস্তাতে হবে। আমিনুর ভাইয়ের কথায় কাজ কাজ করতে করতে কাজ শিখবেন।
Was this review helpful to you?
or
i also want
Was this review helpful to you?
or
হ্যালো ভাই, আপনার বই দুইটি অনেক ভাল কাজের। বই গুলি পড়ে অনেক উপকৃত হয়েছি।
Was this review helpful to you?
or
অত্যন্ত সময়োপযোগী লেখা। ধন্যবাদ আমিনুর রহমান।
Was this review helpful to you?
or
যারা ফ্রীলেন্সিং এ নতুন তাদের জন্য বইটি অনেক উপকারে আসবে।আমি নিজে একটি বই সংগ্রহে রাখব।আপ্নারা ও রাখতে পারেন।
Was this review helpful to you?
or
যারা আউটসোর্সিং শিখতে আগ্রহী তাদের জন্য বইটি খুবই দরকারী বলে আমি মনে করি । সুপাঠ্য এবং সাবলীল ভাষায় লিখিত আগের বইটির মত এই নতুন বইটিও আরো পাঠকপ্রিয়তা অর্জন করুক এই প্রত্যাশায় রইল । পাশাপাশি লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ।
Was this review helpful to you?
or
আমাদের দেশে আউটসোর্সিং এখন অনেক জনপ্রিয় তবে একটি নির্দিষ্ট দলের কাছে। সবাই এটা জানে না। অনেকে তো ভালোভাবে নেই না। কিন্তু যারা করেন তারা ঠিকই জানেন ঘরে বসে কাজ করার কি মজা। আগের বইটি পড়ে আমার প্রোফাইল সম্পূর্ণ করতে খুবই উপকার হয়েছে। এই বইতে আমারো ১টি লেখা আছে। পুরা বইটি পড়ার জন্য অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছি কিন্তু দেশের বাহিরে থাকাতে এই অপেক্ষা এখন অপেক্ষাই থেকে যাবে। আশা করি যাদের নিজের থেকে কিছু করার আগ্রহ, ফ্রিল্যান্স হওয়ার ইচ্ছা তারা এই বইটি পড়ে উপকৃত হবেন।
Was this review helpful to you?
or
লেখকের প্রথম বইটা (আউটসোর্সিং : শুরুটা যেভাবে এবং শুরু করার পর) পড়ে ওডেস্কে কাজ শুরু করি। এখন নিয়মিত কাজ করছি। শুরু করার জন্য প্রথম বইটা যেমনি সহায়ক ছিলো আমার মতো নবীনদের জন্য। এই বইটি তেমনি আউটসোর্সিং রিলেটেড কাজ শেখার সহায়ক হবে। যারা অনলাইন ভিত্তিক বিভিন্ন কাজ শিখতে চান তারা বইটি সংগ্রহ করতে ভুলবেন না কিন্তু। আমার নিজেরও ছোট্ট একটা লেখা আছে। শুভ কামনা রইল লেখকের জন্য, ভবিষ্যিতেও যেন এমন বই উপহার দিতে পারেন আমাদের জন্য।
Was this review helpful to you?
or
গত বইমেলায় প্রকাশিত লেখকের আগের বইটি আমি পড়েছি। আউটসোর্সিং এ আগ্রহী নতুনদের জন্য বইটি পথ প্রদর্শক। একই বিষয়ের উপর প্রকাশিতব্য এই বইটিও সেই ধারাবাহিকতা রক্ষা করবে বলে আমার বিশ্বাস। বইটি কখন পাওয়া যাবে?
Was this review helpful to you?
or
গানের চেয়ে বাজনা বেশী !
Was this review helpful to you?
or
আউটসোর্সিং ২ : কাজ শিখবেন যেভাবে বই টা আসলেই উপকারি।গত বছর আউটসোর্সিং শুরুটা যেভাবে এবং শুরু করার পর বই টা রকমারি থেকে কিনেছিলাম ।বইটিতে অতি সহজেই খুব শুন্দর করে লেখা ছিল সব বিসয়ে।এই বার আমি আনন্দিত মো. আমিনুর রহমান তার পরের বইটিতে লিখেছে কিভাবে কাজ শিখব।বইটি যারা আউটসোর্সিং সম্পর্কে কিছু জানেন না তারা খুব সহজেই জানতে পারবে।
Was this review helpful to you?
or
বইটি আমার মত যারা আউটসোর্সিং শুরু করেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য একটি অনন্য বই। বইটিতে প্রতিটিই বিষয় অসাধারণ মুন্সিয়ানার সাথে অত্যন্ত সহজ ও সুচারুভাবে লেখক ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে অনুপ্রেরনা মুলক লেখাগুলো নতুনদের জন্য অনেক উৎসাহজনক। আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ১. গ্রাফিক্স ডিজাইন ২. গ্রাফিক্স ডিজাইন শিখবেন যেভাবে ৩. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ৪. গুগল এ্যাডসেন্স ৫. গুগল এ্যাডসেন্স থেকে মাসে হাজার ডলার আয় করছি যেভাবে ৬. ফ্রিল্যান্স আউটসোর্সিং : ছাত্র-ছাত্রীদের জন্য করনীয় ৭. অনুপ্রেরণার আদর্শ : স্টিভ জবস পরিশেষে একটাই কথা বলার যারা কাজ শিখতে চান তাদের জন্য বইটি অতুলনীয়।