User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইয়ের পাতা : ৯৪ সাইজ : সেবার পেপারব্যাক বইয়ের মতই তবে এটা হার্ডকাভার এই বইটিতে ছোটগল্প আছে ৬ টি । এই বইতে থাকা সবগুলো গল্পই গোয়েন্দা গল্পের মতো । তবে ছোট পরিসরে । কাহিণী সংক্ষেপ সহ রিভিউ লিখে দিলাম । ১.বটগাছের মধু রহস্য এটা এই বইয়ের প্রথম গল্প । ঝাউনদী নামের অঞ্চলের একটা বটগাছ থেকে নাকি মধু ঝরছে । “মৌনী বাবা” নামে একজনে সেখানে আস্তানা গেড়েছে আর গ্রামের সাধারণ মানুষকে ঠকছে দিনের পর দিন। সেই রহস্য ভেদ করে অন্তু , শিমুল আর শফিক । ২.কুয়াকাটার মাছ রহস্য কুয়াকাটার উপকূলে একদল জেলে অদ্ভুত এক রকম মাছ ধরেছে । কিন্তু মাছ গুলো নিয়ে যখন তারা হাটের দিকে যাচ্ছিল তখন মাছগুলো জেলেদের প্রায় আক্রমণ করে আবার গভীর পানিতে ফিরে গেছে । ৩.প্যাট্রিকেল গরিলা কক্সবাজারের একটা হোটেলে নিজস্ব সি বিচে গত কয়েকদিন ধরে অদ্ভুত একটা ঘটনা ঘটছে । সি বিচে রাখা রঙিন আর বড় বড় ছাতা গুলো পরের দিন গায়েব হয়ে যায় । আবার সমুদ্র পাড়ে বসার জন্য রাখা চেয়ার গুলো ভেঙ্গে চুরমার । কে করছে এসব ? এই রহস্য জানতে হলে এটা পড়তে হবে । ৪.পাতা ঝুরিয়ায় এস.ও.এস. পাতাঝুরিয়ায় গ্রামের এক পুকুরের পানি প্রায় প্রতিদিনই কমে যাচ্ছে । ব্যাপারটা তেমন চিন্তার উদ্রেক না করলেও ভেতরে কিন্তু অনেক রহস্য আছে । ৫.অমি ও আইসক্রিম ওয়ালা অমি ময়মনসিংহ যাওয়ার পথে গাড়িটা নস্ট হয়ে যাওয়ায় পাশের একটা পুরাতন বাড়ীতে যেখানে তার মামা চাকরির সুবাদে থাকেন সেখানে আশ্রয় নেয় । পরের দিন সকালে একা একা বাড়িতে ঘুরাঘুরি করছিল , হটাত জঙ্গলের মধ্যে আইসক্রিম ওয়ালার টুং টাং শব্দ শুনে ডাক দেয় । এটাতে সামান্য মুক্তিযুদ্ধের ছোঁয়া আছে । কিছুটা ভৌতিক গল্প বলা চলে। ৬.মার্কারি ম্যান আবীরের হাত থেকে পড়ে ভেঙ্গে যায় থার্মোমিটার । তারপর ঘরের ভেতর কথা বলে উঠে পুতুল । সে বলে সে পুতুল নয় সে মার্কারি ম্যান আলোর মানুষ । গল্পের ছোট একটা ইঙ্গিত দিলাম । এবার আসি আমার কোথায় মানে রিভিউয়ে । অনেক দিন আগে মনে হয় গতবছর ফরিদুর রেজা সাগরের “ছোটকাকু” সিরিজ টা সম্পর্কে জানতে পারি তখন থেকেই একটা আগ্রহ ছিল এই লেখকের বই পড়ার প্রতি । আমার ছোটভাইয়ের জন্মদিনে আমি আমাদের এখানকার স্থানীয় লাইব্রেরীতে অনেক খুজাখুজি করেও “ছোটকাকু” সিরিজের একটা বইও পাই নি । এর পরে তো অনালাইন বুক শপের মাধ্যমে কত রকম বইয়ের সাথে পরিচিত হলাম । তখন সিদ্ধান্ত নিলাম একটা বই কিনে দেখি কেমন লিখেন এই লেখক । তখন আমার বাজেট মিলিয়ে আমি এটাই কিনি । কেনার আগে জানতাম না বইটা কেমন ? আমি আবার মিশ্র পাঠক । সব ধরণের বই আমি পড়ি । এই বইটা কিনে মনে হয় নি আমি ঠকেছি । কারণ ছোটছোট গল্প । পাঠক কে গল্পটার শেষ পর্যন্ত আটকে রাখার ক্ষমতা রাখেন এই লেখক। যুক্তি দিয়ে সমস্যার সমাধান করার বিষয়ে আমার মনে হয়ছে “ মিসির আলির” কাছাকাছি আবার গোয়েন্দার মত রহস্য উদঘাটনে “ তিন গোয়েন্দার” কাহিনীর মতই লেখেন মনে হচ্ছে । খারাপ কিছু বলতে চট করে শেষ হয়ে যায় । ছোটগল্পের অতৃপ্তি যাকে বলে সেটা আর কি ।