User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা অক্টোবর রিভিউ-৪ মুক্তিযুদ্ধ উত্তর সময়খন্ডে যেসব নবীন কথাশিল্পী গল্পসাহিত্যে বিশিষ্টতার স্বাক্ষর রেখেছেন, পারভেজ হোসেন তাঁদের অন্যতম। বিষয় নির্বাচন, আখ্যান নির্মাণ, এবং বয়ন কৌশল - যেকোন প্রান্তেই ইতিমধ্যেই তিনি রেখেছেন মেধার স্বাক্ষর। কাহিনীকে কিভাবে ছোটগল্প করে তুলতে হয় সে কৌশল পারভেজের করতলগত। চরিত্রের গাঁথুনি নির্মাণেও তিনি কুশলী শিল্পী। আশির দশকে আর্বিভূত হয়ে ৩০ বছরের নিরন্তর সাধনায় তিনি ইতিমধ্যে নিজস্ব এক ভাষারীতির সন্ধান পেয়েছেন। পারভেজ হোসেনের ' ডুবোচর ' গ্রন্থে সংকলিত হয়েছে মোট ৬ টি গল্প। সন্দেহ নেই ' ডুবোচর' গল্পটিই এ গ্রন্থের শ্রেষ্ঠ রচনা। পদ্মার ডুবোচরে আটকে যাওয়া এক ফেরিতে বসে আকবর- জ্যোৎস্নার কথা বলতে বলতে লেখক সমকালীন বাংলাদেশটাকেই যেন পাঠকের চোখের সামনে তুলে ধরেছেন। কি নেই ডুবোচরে আটজে যাওয়া জ্যোৎস্নার দৃষ্টিকোণে - ঘটনাগুলো একে একে এসেছে, কিন্তু সবটাই ধরা দিয়েছে জ্যোৎস্নার কেন্দ্রীয় দৃষ্টিকোণে। প্রকৃতি, পরিবেশ, রাজনীতি, প্রেম কী নেই ডুবোচরে আটকে যাওয়া লোকসকলের ভাবনায়? এবার দৃষ্টি দেওয়া যাক লেখকের রাজনীতি তুলে আনার কৌশলটাকে এভাবে: " ভরদুপুরে সূর্য একেবারে আকাশের মাঝখানটায় টাটাচ্ছে। এই ডুবোচরের ভয়েই শুকনো মৌসুমে বড় ফেরিগুলো বিশাল শরীর নিয়ে অনেক দূর ঘুরে তবে পদ্মা পার হয়। ড্রেজারগুলো রাতদিন অনবরত খুঁজেখুঁজে জমাটবাঁধা পলির ডিপি কেটে চলে। কিন্তু বিস্তৃত জলের তলায় তারা কী কাটছে না কাটছে সে হিসাব কে রাখে? ইতিমধ্যে এই নিয়ে খন্ড খন্ড তর্ক শুরু হয়েছে। সে তর্ক ভারত- বাংলাদেশের পানিবন্টন, পানিচুক্তি, ট্রানজিট, করিডর হয়ে দু-তিন দলে বিভক্ত হয়ে পড়ে।" ' শাদা বেড়াল' একটা প্রতীকাশ্রয়ী গল্প। আধুনিক জীবনের প্রেম আর প্রেমহীনতার গল্প ' শাদা বেড়াল'। ' নষ্ট সময়' গল্পে শিল্পিতা পেয়েছে নিষিদ্ধ রাজনীতির অর্থহীন পরিণতির কথা। পক্ষান্তরে ' কারিগর' গল্পে আছে পাহাড়ঘেরা অরণ্য জনপদের নানামাত্রিক অনুষঙ্গ। ' কড়ির বাজার' গল্প গড়ে উঠেছে শেয়ারবাজারের বাস্তবতা নিয়ে। ' ফাঁদ' গল্পে পারুলের মনস্তত্ত্ব বিশ্লেষণেও আছে পরাজয়ের নিপুণতার পরিচয়। 'ডুবোচর' গ্রন্থের প্রতিটি গল্পেই লেখকের শব্দ - ব্যবহার, ভাষা- নির্মাণ, অলংকার সৃজনে দক্ষতার চমৎকার ব্যবহার রয়েছে। তাঁর 'ডুবোচর ' গ্রন্থ আমাকে আশান্বিত করেছে এবার তিনি উপনীত হবেন কোন স্বপ্নের দারুচিনি দ্বীপে। #বইয়ের_নাম : ডুবোচর লেখক : পারভেজ হোসেন প্রকাশক : শুদ্ধসর দাম : ১৫০ টাকা পৃষ্ঠা : ৬৭