User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
very well
Was this review helpful to you?
or
ধন্যবাদ রকমারি ডটকম কে।ডেলিভারি পেলাম। কিন্তু বইয়ের পাতা অবহুয়াট কেন।।
Was this review helpful to you?
or
One of the best book for self development.
Was this review helpful to you?
or
কোয়ান্টাম মমতার সংক্ষিপ্ত রূপ হলো কোয়ান্টামম। কোয়ান্টাম স্বপ্ন দেখে এক মানবিক মহাসমাজের। যেখানে প্রত্যেকের অন্ন-বস্ত্র-শিক্ষা-স্বাস্থ্য-বাসস্থান হবে নিশ্চিত। ধর্ম-বর্ণ-গোত্র-অঞ্চল নির্বিশেষে প্রতিটি মানুষের স্বাধীন আত্মবিকাশের অধিকার যেখানে থাকবে সুরক্ষিত। আর বিশ্বাস করে কোয়ান্টামম থেকেই সূচিত হবে এ মনছবির বাস্তব অভিযাত্রা। তাই এ নামকরণ। সৃষ্টির শুরু থেকেই যে মানুষ ছিলো প্রকৃতির পরিপূরক, নগর সভ্যতার দাপটে সে মানুষ যখন একেবারে প্রকৃতিবর্জিত হয়ে গেলো তখন থেকেই শুরু হলো তার অশান্তি, অসুখ। তাই নগরজীবনের যান্ত্রিকতা ও কোলাহল থেকে মুক্ত হয়ে আধুনিক মানুষকে নির্জন প্রকৃতির মাঝে আত্মিক সাধনায় উদ্বুদ্ধ করার জন্যেই আমাদের এ উদ্যোগ। পাশাপাশি চলছে বঞ্চিত জনপদে সভ্যতার আলোকবর্তিকা পৌঁছে দেয়ার প্রয়াস। পরিচালিত হচ্ছে শিক্ষাসুবিধাবঞ্চিত শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার সুদূরপ্রসারি কর্মকাণ্ড। জাতি হিসেবে আমাদের পরিচয় অত্যন্ত গৌরবের। আমাদের ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ নিয়ে আমরা গর্ব করি। তাই এ দেশকে গড়ে তোলার দায়িত্বও আমাদের। মানুষকে ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে জাগিয়ে দিয়ে এই কাজটি চমৎকারভাবে করছে কোয়ান্টাম। আমি প্রত্যাশা করি, কোয়ান্টামের এ আলোকিত জীবনের বাণীকে প্রতিটি ঘরে পৌঁছে দিতে পারলে প্রতিটি প্রাণ উজ্জীবিত হবে। আত্মশক্তিতে বলীয়ান হয়ে গড়ে উঠবে একটি শোষণমুক্ত নির্লোভ উদার সুশৃঙ্খল দেশ ও জাতি।