User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
nice book
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
mervelous
Was this review helpful to you?
or
অসাধারণ বই
Was this review helpful to you?
or
Valo
Was this review helpful to you?
or
Awesome
Was this review helpful to you?
or
Good Experience
Was this review helpful to you?
or
precious book
Was this review helpful to you?
or
a very good book for the student of ssc level who want know the basic of reletivity.
Was this review helpful to you?
or
khub sundor boi,,,,onk sohoje bujhano hoise theory,,,
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
Masha Allah
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
khub valo ekta voi
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
nice book loved it
Was this review helpful to you?
or
Well written
Was this review helpful to you?
or
সাধারণ বই!!! মোটেই শু যাবে না। টেবিল চেয়ারে খাতা-কলম নিয়ে বসে পড়তে হবে। জাফর ইকবাল স্যার তার নিজস্ব স্টাইলে থিওরি অফ রিলেটিভিটির ব্যাখ্যা দিয়েছেন এই বইয়ে।
Was this review helpful to you?
or
সুন্দর
Was this review helpful to you?
or
This book was great!
Was this review helpful to you?
or
mota muti valo jj
Was this review helpful to you?
or
amazing book
Was this review helpful to you?
or
বইটা ৯ ম - ১০ ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে। ধন্যবাদ???
Was this review helpful to you?
or
just osam chilo
Was this review helpful to you?
or
অনেক ভালো বই
Was this review helpful to you?
or
আমি পড়েছি সুন্দর বই উপহার দেওয়ার জন্য লেখকদের ধন্যবাদ অফুরন্ত।
Was this review helpful to you?
or
বইটা আমি কিনেছি, এখানে থিওরি অফ রিলেটিভিটি খুব সুন্দর ভাবে বোঝানো হয়েছে
Was this review helpful to you?
or
It is more relative and very important.
Was this review helpful to you?
or
Excellent concept and theory. Any one willing to learn can learn perfectly by reading this book .
Was this review helpful to you?
or
এই বইটা পড়ে আমার অনেক ভালো লাগলো আনেক কিছু শিখতে পারলাম।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ, বইটার লেখা অনেক ভালো।
Was this review helpful to you?
or
Theory of relativity is explained in a really eady way in this book. Indeed a good book.
Was this review helpful to you?
or
nice book...
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
বাংলাদেশের শিক্ষায় বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য জাফর ইকবাল স্যারকে ধন্যবাদ, থিওরি অফ রিলেটিভিটি বইটি আপেক্ষিকতা তত্ত্বের হাতেখড়ি হিসেবে আদর্শ বই।
Was this review helpful to you?
or
Great
Was this review helpful to you?
or
Boi ta besh bhalo Co ordinate system er kichu bepar ache tai matrix age theke jana thakle aro shohoj hobe apnar jonno
Was this review helpful to you?
or
ভালো বই কিন্তু ইন্টারমিডিয়েটের সাইন্সের স্টুডেন্টদের জন্য। আমি দশম শ্রেণির স্টুডেন্ট। কিন্তু বইটা পড়তে গিয়ে মেট্রিক্স অন্যান্য বিষয়গুলো চলে এসেছে তাই এই বইটা পড়ে শেষ করতে পারিনি।
Was this review helpful to you?
or
I am Impressed to your fast delivery.The book I was got perfectly.
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই।এই দেশে একমাত্র জাফর ইকবাল স্যারই আমাদের মধ্যে বিজ্ঞান মনষ্ক তৈরির জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন।
Was this review helpful to you?
or
এই বইটি সাইন্স এর স্টুডেন্ট এর ও বুঝতে অনেক সমস্যা হয়েছে। এই বইটি শুধু সাইন্স এ পড়া বিশ্ববিদ্যালয় এর ছাত্রদের জন্য।
Was this review helpful to you?
or
Its really helpful. Specially for the students of class 12.for chapter 9.
Was this review helpful to you?
or
Wonderful ! ???
Was this review helpful to you?
or
Delivery Thik Thak somoy moto peyechelam and book quality o onek vali cilo
Was this review helpful to you?
or
ধন্যবাদ!
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
Very helpful and interesting book for learning basic Relativity
Was this review helpful to you?
or
যারা অন্ততপক্ষে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের সাইন্সে আছো,তারা এটা কিনো। এর আগে কেনার দরকার নেই।
Was this review helpful to you?
or
ক্যাল্কুলাস ছাড়া খুব সিম্পল ধারণা টেনে বিখ্যাত, যুগান্তকারী স্পেশাল রিলিটিভিটি বোঝানো হয়েছে। খুব সহজ করে লেখা হয়েছে যে ৭-৮ এর শিক্ষার্থী ৫০%, ৯-১০ এর শিক্ষার্থী ৮৫% আর ১১-১২ এর শিক্ষার্থী ১০০% ই বুঝতে পারবে। তবে এক জায়গায় ম্যাট্রিক্স ব্যবহৃত হয়েছে, যেটা ৯-১০ এর কেউ বুঝতে নাও পারে। তবে বলা যায় যে ৯-১০ এর কেউ স্পেশাল রিলিটিভিটির বিশাল অংশ (বিখ্যাত অংশটা) বুঝতে পারবে। ভরের আপেক্ষিকতা নিয়ে বর্তমান ধারণা স্পষ্ট করা উচিত ছিল কিন্তু বইয়ে একবাক্যে তা খতম করে ফেলা হয়েছে। গ্যালিলিও, লরেঞ্জের রুপান্তর পরে দেখানী হয়েছে, এটা খুব সুন্দর আইডিয়া। প্রথমেই সহজ বিষয় টেনে কঠিনগুলো শেষে রেখে দেওয়া হয়েছে। শেষের এক্সারসাইজগুলো খুব মজার। বেশ ভালো লেগেছে। খুব সুন্দর বই। স্টার্টিং হিসেবে বেশ ভালো বই। এই বইটা দিয়েই শুরু করুন তবে আপনার আপেক্ষিকতার সফর!
Was this review helpful to you?
or
বিজ্ঞান চর্চার জন্য ভালো একটি বই । আপেক্ষিকতা কে খুব সহজে তুলে ধরা হয়েছে । শুধু নবম দশম ই নয় ,যে কোনো বয়সের শিক্ষার্থীদের জন্য বইটি বোধগম্য হবে যদি তাদের বিজ্ঞান সম্পর্কে বেসিক ভালো থাকে। সময় ,ভর , দৈর্ঘ্য সংকোচন কেন কীভাবে সহজে তুলে ধরা হয়েছে । লরেন্স রূপান্তর এর ব্যাপারে বলা আছে। বইটি পড়লে আপেক্ষিকতা আগ্রহ অবসান এর পাশাপাশি বিজ্ঞান সম্পর্কে আগ্রহী হয়ে উঠবে
Was this review helpful to you?
or
স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য অনেক উপকারী একটি বই।
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
nice book.
Was this review helpful to you?
or
This book is really fun to read. It explains relativity with some commendable simplicity. I prefer this book whenever I am gifting my students.
Was this review helpful to you?
or
Special relativity সহজ ভাষায় বর্ণনা করা হয়েছে, কিন্তু পুরো স্পেশাল relativity এই বই এ আছে। বেশ ভালো বই।
Was this review helpful to you?
or
Brilliant book
Was this review helpful to you?
or
বইটি চমৎকার
Was this review helpful to you?
or
অনেক ভালো বই
Was this review helpful to you?
or
theory of relativity amader oneker kasei bissoikor lage..time dialation..mass extend..length expansion ..amader mone hoy je eisob ki kore somvob...jodi ei sober ostitto thaktei hoy tahole hoyto onno kono jogot dorkar...kintu jafar iqbal sir eto shohoj vashay je ei jinisgulo explain korechen...ei topics ta onek huge..kintu keu jodi ei boita valo kore ayotto korte pare..bujhte pare .tahole tar ei somporke prathomik dharonata ekdom clear hoye jabe
Was this review helpful to you?
or
ধন্যবাদ স্যার,পদার্থ বিদ্যার একটি জটিল বিষয় কে আমাদের সামনে এতো সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।বইটি পরে সত্যি অনেক কিছু নতুন করে জানলাম।এটি আমাদের সৌভাগ্য যে এই ধরনের বিষয় এর উপর বাংলা তেও বই আছে।এই ভাবেই আমরা বিজ্ঞান এর আর জটিল বিষয় এর উপর বাংলা বই আসা করবো ভবিষ্যতে। এবং বইটি সত্যি অসাধারণ। কিন্তু ছোটো কিছু প্রিন্টিং মিস্টেক আছে।আসা করি আগামি সংস্করনে সব ঠিক করা হবে।
Was this review helpful to you?
or
থিওরি অব রিলেটিভিটি বৈজ্ঞানিক সূত্রগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূত্র। পদার্থ বিজ্ঞানের অন্যতম আলোচিত বিষয় হলো E=mc2. ড. জাফর ইকবাল স্যার বিষয়টি খুব সহজ ও সাবলীল ভাবে বইটিতে তুলে ধরেছেন। ৯ম-দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বইটি অনেক ভালো হবে বলে অাশা করা যায়।
Was this review helpful to you?
or
আপেক্ষিকতা সম্পর্কে মৌলিক বিষয় গুলো খুবই সহযে যানা যায়। এভাবে এত সুন্দর ডিটেলস অন্য বইয়ে পাওয়া খুবই কঠিন
Was this review helpful to you?
or
VERY VERY excellent book for physics lover!
Was this review helpful to you?
or
I wanna buy only theory of relativity book not the other
Was this review helpful to you?
or
#রহস্যময়_বিজ্ঞান_জগত ও #রকমারি_ডট_কম #বুক_রিভিউ_কনটেস্ট ব্যক্তিগত রেটিং : ৪/৫ রেটিং বইয়ের জন্য কোনো মানদণ্ড নয়। এর পুরোটাই রুচিবোধের উপর নির্ভরশীল। তাই চেষ্টা করবেন রেটিং থেকে নয়, বরং আপনার রুচি অনুযায়ী বই সংগ্রহ করতে এবং পড়তে। . রিভিউ : সূচিপত্র * রিলেটিভিটির শুরু, * আপেক্ষিক সময়, * দৈর্ঘ্য সংকোচন, * লরেন্টজের রূপান্তর, * লরেন্টজের রূপান্তরের ব্যবহার, * আপেক্ষিক ভর, * স্থানাংকের রূপান্তর ও * প্রশ্ন এবং উত্তর। . গুরুগম্ভির বিষয় এর আকর্ষনীয় প্রকাশ “থিওরি অফ রিলেটিভিটি” বিজ্ঞানী আইনস্টাইনের বিশ্বের সবচেয়ে আলোচিত থিওরি। জাফর ইকবাল স্যার নতুন শিশু কিশোর এবং বড়দের জন্য সহজ করে নিয়ে এসেছেন এই বিষয়টি এই বইয়ের মাধ্যমে। প্রথমেই তিনি ব্যাখ্যা করেছেন থিওরি অফ রিলেটিভিটির শুরু যে দুটি সূত্র থেকে তা নিয়ে- ১. পদার্থবিজ্ঞান সব জায়গায় এক এবং ২. আলোর গতিবেগ সব জায়গায় এক। তারপর আলোচনা করেছেন আপেক্ষিক সময় আর দৈর্ঘ্য সংকোচনের ব্যাপারে। “লরেন্টেজের রূপান্তর” সংক্রান্ত কয়েকটি সূত্র প্রতিপাদন করেছেন এবং লরেন্টেজের রূপান্তরের ব্যবহার আলোচনা করেছেন। আলোচনা আছে গ্যালেলিয়ান রূপান্তর এবং গ্যালেলিয়ান রূপান্তরের সমস্যা নিয়েও। আপেক্ষিক ভর এবং স্থানাংকের রূপান্তর সংক্রান্ত বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। বইটিতে সেই বিখ্যাত সূত্র E=mc² খুব সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে। আধুনিক পদার্থ বিজ্ঞানের একটি স্তম্ভ হচ্ছে আপেক্ষিকতা। আমরা এ জগতকে যেভাবে বিবেচনা করতাম, এ জগতকে নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি একেবারে পাল্টে দিয়েছে এই তত্ত্ব। সময়, ভর, দৈর্ঘ্য কোনটিই পরম নয়। আর এর ফলে বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে আমাদের চিন্তাধারায় এসেছে আমূল পরিবর্তন। এই অসাধারণ বিষয়টি আমাদের মস্তিষ্কে একটি শুভ ঝড়ের সৃষ্টি করতে পারত।কিন্তু আমাদের পাঠ্য বইয়ের কারণে তা অধিকাংশ ক্ষেত্রেই হয় না। এই সময়ের জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল বিজ্ঞানের এই জটিল ও কঠিন বিষয়কে নবম-দশম শ্রেণীর ছেলেমেয়েদের উপযোগী করে সহজ ও প্রাঞ্জল ভাষায় লিখেছেন। বইটি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করে তাদের সৃজনশীলতা, কল্পনাশক্তি এবং বিজ্ঞানমনস্কতার বৃদ্ধি ঘটাবে। বিজ্ঞানের সত্যিকারের কাহিনী যে বিজ্ঞানের কল্পকাহিনীর চেয়েও আরো রহস্যময় ও চমকপ্রদ, তা এই বইটি পাঠ করলে সহজেই বোঝা যাবে। . আলোচনা ও পাঠ প্রতিক্রিয়া : থিওরি অফ রিলেটিভিটি নামটা শুনলেই অনেকে নড়েচড়ে বসে। কেউ কেউ নামটাকে প্রচন্ড ভয়ও পায়। আমিও প্রথমে ভাবতাম থিওরি অফ রিলেটিভিটি বোঝা আমার পক্ষে সম্ভব হবে না।কিন্তু স্যার এর এই বই যখন পড়লাম তখন মনে হল থিওরি অফ রিলেটিভিটি’র মত সহজ আর কিছু নেই! সত্যিই স্যার কত সহজে এমন গুরুগম্ভীর একটা বিষয়কে কত আকর্ষনীয় করে প্রকাশ করেছেন। এককথায় অসাধারন একটা বই। বইটি মূলত ১৩, ১৪ বছরের বিজ্ঞান উত্সাহীদের জন্য লিখা। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী। সহজভাবে স্পেশাল থিওরি অব রিলেটিভিটি। বিশ্বের সবচেয়ে আলোচিত থিওরি কোনটি ?এ প্রশ্নের উত্তর সম্ভবত আইনস্টইনের ‘থিওরি অফ রিলেটিভিটি’র নামই প্রথমে আসবে।সবাই এই বিখ্যাত বৈজ্ঞানিক তত্ত্বটি বুঝতে চায়। কিন্তু বাংলা ভাষায় এই জাতীয় বইয়ের বেশ অভাব। সেই অভাবটাই পুরণ করলেন সুলেখক মুহম্মদ জাফর ইকবাল। বিখ্যাত এই থিওরিটিকে জাফর ইকবাল স্যার তার বইটিতে চির পরিচিত সহজ সরল ভাষার লেখনি ভঙ্গিতে উপস্থাপন করেছেন। সেই সঙ্গে মজার মজার উদাহরন আর ছবিও জুড়ে দিয়েছেন এতে। ফলে আর বুঝতে কোন সমস্যা হওয়ার কথা না। আর বইটি পড়ে থিওরি অব রিলেটিভিটি শেখার পর বইটির শেষে গাণিতির সমস্যা সমাধান করলে পুরো বিষয়টিই আপনি অন্তর থেকে বুঝতে পারবেন। তাই এই থিওরিটাকে নিজের জানার সীমায় আনতে চাইলে এই বইটি পড়ে দেখতে পারেন। আর একটা কথা তোমরা যারা মাধ্যমিকের শিক্ষাথী তারা হয়তো ভেবে থাকতে পারো যে, এতো কঠিন একটি থিওরি নিশ্চয়ই অনেক উচ্চতর গণিত লাগবে।কিন্তু জাফর ইকবাল স্যার এখানে যেসব গাণিতিক ধারণার প্রয়োগ করে থিওরি অব রিলেটিভিটি বুঝিয়েছেন তাতে সবগুলোই গাণিতিক ব্যাপার মোটামুটি তোমাদের উপযোগীই হবে। আর বড় হয়ে যারা বিজ্ঞানী হতে চাও তাদের তো এই বইটি পড়তেই হবে। মানুষের মস্তিষ্ক এমন যে, আপনি যত ব্যবহার করবেন তত বেশি সক্রিয়তা বাড়বে। এ বইটি পড়লে আপনাকে অবশ্যই বেশি ব্রেন খাটাতে হবে। আর বুঝার পর আপনি যে আনন্দ পাবেন সেটা আমি বর্ণনা করে বলতে পারবো না। এজন্য প্রত্যেকেরই আধুনিক বিশ্বের সবচেয়ে বিস্ময়কর থিওরিটি জানা দরকার। তাই বিজ্ঞানের রহস্য জানার জন্য পড়ে ফেলুন বইটি। . লেখক পরিচিতি : জন্ম ২৩ ডিসেম্বর ১৯৫২ সালে। বাবা মুক্তিযুদ্ধে শহিদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা আখতার খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ছাত্র, পিএইচডি করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে। এবং ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি এবং বেল কমিউনিকেশান্স রিসার্চে বিজ্ঞানী হিসেবে কাজ করেন সুদীর্ঘ আঠার বছর। মুহম্মদ জাফর ইকবাল একজন বাংলাদেশী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ। তাকে বাংলাদেশে বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা ও জনপ্রিয়করণের পথিকৃৎ হিসাবে গণ্য করা হয়। এছাড়াও তিনি একজন জনপ্রিয় শিশুসাহিত্যিক এবং কলাম-লেখক। তার লেখা বেশ কয়েকটি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। তিনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একজন অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান। জাফর ইকবাল বিশ্ববিদ্যালয় জীবন থেকেই লেখালেখি করেন। তার প্রথম সায়েন্স-ফিকশন গল্প কপোট্রনিক ভালোবাসা সাপ্তাহিক বিচিত্রায় প্রকাশিত হয়েছিল। গল্পটি পড়ে একজন পাঠক দাবি করেন সেটি বিদেশি গল্প থেকে চুরি করা। এর উত্তর হিসেবে তিনি একই ধরণের বেশ কয়েকটি বিচিত্রায় পরপর কয়েকটি সংখ্যায় লিখে পাঠান। তার মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এই গল্পগুলো নিয়ে কপোট্রনিক সুখ-দুঃখ নামে একটি বই প্রকাশিত হয়। এই বইটি পড়ে শহীদ-জননী জাহানারা ইমাম খুবই প্রশংসা করেন এবং এই ঘটনায় তিনি এ ধরণের আরও বই লিখতে উৎসাহিত হন। তার প্রথম দিকের বিজ্ঞান কল্পকাহিনীগুলো পাঠকমহলে সমাদৃত হয়। সুদূর আমেরিকাতে বসে তিনি বেশ কয়েকটি সায়েন্স-ফিকশান রচনা করেন। দেশে ফিরে এসেও তিনি নিয়মিত বিজ্ঞান-কল্পকাহিনী লিখে যাচ্ছেন। তাঁর স্ত্রী ড. ইয়াসমীন হক, পুত্র নাবিল এবং কন্যা ইয়েশিম। পাঠকনন্দিত এই লেখক ২০০৪ সালে বাংলা একাডেমি পুরষ্কার লাভ করেন। . এক নজরে... ক্যাটাগরি : বিজ্ঞান লেখক : মুহাম্মদ জাফর ইকবাল প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০০৮ প্রচ্ছদ : ধ্রুভ এষ ফন্ট : ১২ ISBN : 984 70156 0041 9 বাঁধাই : হার্ড কভার পৃষ্ঠা সংখ্যা : ৯৬ অধ্যায় : ৮ প্রকাশনী : মাওলা ব্রাদার্স মূদ্রিত মূল্য : ১৭৫৳ মাত্র অনলাইন প্রাপ্তিস্থান : রকমারি, বিবিধ, বুকস্ট্রিট প্রাপ্তিস্থান : মাওলা ব্রাদার্স, ৩৯/১ বাংলাবাজার, ঢাকা-১১০০। এবং বিভিন্ন বইয়ের দোকান। . ব্যক্তিগত মতামত : রিভিউ এর মাধ্যমে একটা বইকে পুরোপুরি তুলে আনা যায় না। তবে ব্যক্তিগত মতামত প্রকাশের স্বাধীনতা সব পাঠকেরই থাকে, তাই বইটি যে সবার একই রকম লাগবে তা নয়। একেকজনের রুচিবোধ একেক রকম, তাই রিভিউ দিয়ে নয়, বই পড়েই বইকে মূল্যায়ন করুন। By Jibran Mahmood
Was this review helpful to you?
or
pretty good
Was this review helpful to you?
or
আজকালকার ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার আর ম্যানেজার হতে চায়। তারা বিজ্ঞান পড়ে কিন্তু বিজ্ঞানী হতে চায় না। একশত বছর পূর্বে আইনস্টাইনের দেয়া সূত্র আজকের সবার কাছে পরিচিত হয়ে উঠেছে এবং তা বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। সূত্রটির নাম - থিওরি অফ রিলেটিভিটি। আইনস্টাইনের সেই আলোড়ন সৃষ্টিকারী সূত্রটির সম্পর্কে জানতে হলে গণিতের কথাও জানতে হয়।মোট আটটি অধ্যায়ে বিভক্ত এই বইটিতে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির খুটিনাটি অনেক কিছুই আলোচনা করা হয়েছে। গোড়া থেকে শুরু করে একটু একটু করে এগিয়েছেন তিনি। বইটিতে আলোকপাত করা হয়েছে রেফারেন্স ফ্রেম, গতি, সময়ের সম্প্রসারণ, দৈর্ঘ্য সংকোচন, গ্যালিলিয়ান রুপান্তর, লরেঞ্জ রুপান্তর, স্পেস-টাইম, ভর, E=mc2, নিত্যতা সূত্র, কো-অর্ডিনেট, চতুর্মাত্রিক জগত, চেরেনকভ রেডিয়েশন, ওয়ার্ল্ড লাইন, টুইন প্যারাডক্স, কৃষক ও খুটি সমস্যা এবং সবশেষে কিছু প্রশ্নোত্তর। এই বইটার মাঝেই কোথাও আলোচনা করে বলা হয়েছে ইলেক্ট্রনের বেগ আলোর বেগের চেয়ে বেশি হওয়া সম্ভব- আর সেটা অহরহ হচ্ছেও। আর তাতে পদার্থবিজ্ঞানের কোনো সূত্রের কোনো প্রকার লঙ্ঘন হয় না। সেটা কিভাবে সম্ভব তা জানতে নাহয় বইটা পড়ে দেখুন! আমার কাছে সবচে বেশি মনে ধরেছে চতুর্মাত্রিক জগতের সমীকরণটা। এই সময়ের জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল বিজ্ঞানের এই জটিল ও কঠিন বিষয়কে নবম-দশম শ্রেণীর ছেলেমেয়েদের উপযোগী করে সহজ ও প্রাঞ্জল ভাষায় লিখেছেন। বইটি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করে তাদের সৃজনশীলতা, কল্পনাশক্তি এবং বিজ্ঞানমনস্কতার বৃদ্ধি ঘটাবে। বিজ্ঞানের সত্যিকারের কাহিনী যে বিজ্ঞানের কল্পকাহিনীর চেয়েও আরো রহস্যময় ও চমকপ্রদ - তা এই বইটি পাঠ করলে সহজেই বোঝা যাবে।
Was this review helpful to you?
or
একটা দেশকে গড়ে তুলতে হলে যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যানেজার দরকার ঠিক সেরকম বিজ্ঞানীও দরকার। মাঝে মাঝে দুই-একজন যখন বিজ্ঞানী হতে চায়, তাদের বাবা-মায়েরা তখন জোর করে তাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার আর ম্যানেজার তৈরি করে ফেলেন। তাই আমাদের দেশে এখন চমৎকার ডাক্তার, ইঞ্জিনিয়ার আর ম্যানেজার আছে, কিন্তু বিজ্ঞানীর খুব অভাব! এই বইটি তেরো-চৌদ্দ বছরের ছেলেমেয়েদের জন্য লেখা। এখানে একেবারে সত্যিকারের থিওরি অফ রিলেটিভিটির কথা বলা হয়েছে, কেউ যদি এটা পড়ে তার সবকিছু বোঝে, সে বুকে থাবা দিয়ে বলতে পারবে, “আমি থিওরি অফ রিলেটিভিটি জানি!” কেউ যদি থিওরি অফ রিলেটিভিটি জানে শুধুমাত্র তা হলেই সে প্রথমবার অনুভব করতে পারবে আমাদের চারপাশেল জগৎ কত রহস্যময়। তার চাইতে বড় কথা, সে বুঝবে এই রহস্যের একটি পৃষ্ঠা তার জন্যে উন্মোচিত হয়েছে-সামনে আরো না জানি আরো কত পৃষ্ঠা উন্মোচিত হবার জন্য অপেক্ষা করছে। ”রিলেটিভিটির শুরু” তে স্পেশাল থিওরি অব রিলেটিভিটি কি, ইনারশিয়াল রেফারেন্স ফ্রেম, আপেক্ষিক গতি, গতির যোগফল, আলোর বেগ-বিবিধ বিষয় নিয়ে সহজ ব্যাখ্যা দেওয়া হযেছে। ”আপেক্ষিক সময়” অধ্যায়ে সময়ের প্রসারণ, মিউওনের আয়ু, আসল ঘড়ির আসল সময়- নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও আরও রয়েছে- দৈর্ঘ্য সংকোচন, লরেন্টজের রূপান্তর, লরেন্টজের রূপান্তরের ব্যবহার, আপেক্ষিক ভর, স্থানাংকের রূপান্তর নিয়ে লোভনীয় আলোচনা। বইয়ের শেষে কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। কয়েকটি সমস্যার কথা উল্লেখ করছি- একটি রকেটের দৈর্ঘ্য 100m, যখন এটা উড়ে যাচ্ছে তখন তোমার মনে হল এটার দৈর্ঘ্য 99m, রকেটটা কত বেগে উড়ে যাচ্ছে? আবার- মাটিতে একজন মানুষের ভর 100kg, যখন সে একটা রকেটে করে যাচ্ছিল তখন মাটিতে থাকা একজনের মনে হল তার ভর বেড়ে 101kg হয়ে গেছে। রকেটটা কত বেগে যাচ্ছিল? এভাবেই মজাদার সব প্রশ্নে বইটি শেষ হয়েছে। বিজ্ঞান আনন্দময় হোক!
Was this review helpful to you?
or
sooo, helpfull.........
Was this review helpful to you?
or
i like Zafar Sir from very past. LOVE YOUR TITUNI N TITUNI SIR....
Was this review helpful to you?
or
আমার পড়া সেরা একাট বই। থিওরি অব রিলেটিভিটি অনেক সহজ ভাষায় বুঝানো হয়েছে এই বইয়ে।
Was this review helpful to you?
or
It was well written
Was this review helpful to you?
or
এই বই টা ভালো করে বুঝতে হলে Mathematics এ ভালো হওয়া দরকার। আর এই বই টা পড়া প্রতিটি Science এর Student এর উচিৎ। খুবই ভালো বই
Was this review helpful to you?
or
A book of Pop Science...Special Relativity had been discussed lightly .won't recommend fooling you by reading the book that you've understood the whole topic....But, Yes, you can read this as primary if you want to learn in details next time....
Was this review helpful to you?
or
zafor iqbal sir er boi bolar kisui nai. onek valo ekta boi alhamdulillah alhamdulillah alhamdulillah
Was this review helpful to you?
or
বইটা আসলেই অনেক সুন্দর। কিন্তু বইটা তে কিছু ভুল আছে(টাইপিং মিস্টেক)। ওই ভুল গুলো ঠিক করলে ভালো হয়। নাহলে বুঝতে একটু অসুবিধা হয়।(যদিও একটু চেস্টা করলেই বোঝা সম্ভব) ৯-১০ এর সাইন্সের সবাই আশাকরি বুঝতে পারবেন।
Was this review helpful to you?
or
⭐⭐⭐
Was this review helpful to you?
or
এই বইটিতে কিছু ভুল রয়েছে থিওরিতে না ভুলটা হয়তো যে টাইপ করেছে তার ২৩ পৃষ্ঠাতে ২ টি ভুল 1.ওপরের দিকে ২নং সূত্রটিতে একটি বর্গমূল চিহ্ন হবে ওটা বাদ গেছে 2.আর নিচের দিকের ৩ নম্বর সূত্রটিতে বামদিকে একটি t^2 গুণ হবে
Was this review helpful to you?
or
আধুনিক পদার্থবিজ্ঞানের আরেকটি চমক এই "থিওরি অফ রিলেটিভিটি"। সুন্দরভাবে গুছিয়ে তা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন জাফর ইকবাল স্যার।
Was this review helpful to you?
or
জীবন পাল্টে দেয়া বা দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়া বইয়ের তালিকা করতে বললে এখন আমি যেটা করবো আগামী একছর বা দশবছর পর অনেকটাই পরিবর্তিত হয়ে যাবে, অনেক যোগ-বিয়োগ হবে। তেমনি আজ থেকে বছর দুয়েক আগে বললেও যে তালিকা হতো সেটা এখনকার সাথে পুরোপুরি মিলবে না। তবে কিছু কিছু বই সারাজীবন তালিকাতে থাকারই সম্ভাবনা বেশি। এটি তেমন একটি বই।।।??
Was this review helpful to you?
or
বিজ্ঞানী আইনস্টাইনের বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী সূত্র । "থিওরি অফ রিলেটিভিটি" ! জাফর ইকবাল স্যার এই বিখ্যাত-জটিল সূত্রটিকে নবম-দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উপযোগী করে সহজ-সরল আর প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করেছেন এ বইয়ে । প্রথমেই তিনি ব্যাখ্যা করেছেন থিওরি অফ রিলেটিভিটির শুরু যে দুটি সূত্র থেকে তা নিয়ে - 1.পদার্থবিজ্ঞান সব জায়গায় এক 2.আলোর গতিবেগ সব জায়গায় এক তারপর আলোচনা করেছেন আপেক্ষিক সময় আর দৈর্ঘ্য সংকোচনের ব্যাপারে । "লরেন্টেজের রূপান্তর" সংক্রান্ত কয়েকটি সূত্র প্রতিপাদন করেছেন এবং লরেন্টেজের রূপান্তরের ব্যবহার আলোচনা করেছেন । আলোচনা আছে গ্যালেলিয়ান রূপান্তর এবং গ্যালেলিয়ান রূপান্তরের সমস্যা নিয়েও । আপেক্ষিক ভর এবং স্থানাংকের রূপান্তর সংক্রান্ত বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন । বইটিতে সেই বিখ্যাত সূত্র E=mc^2 খুব সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে । বইটির খুব অন্যরকম একটা দিক হল বইটিতে কোনরকম সূত্র প্রতিপাদনেই কোন রকম ক্যালকুলাসের ব্যবহার হয়নি ! শেষে এসব বিষয় সংক্রান্ত কয়েকটি গাণিতিক সমস্যার সমাধানও দিয়ে দেওয়া হয়েছে । এক কথায়,আপেক্ষিকতার সূত্র সহজভাবে বোঝার জন্য এবং সূত্রের গাণিতিক টার্মগুলো যাতে সঠিকভাবে বোধগম্য হয় সেই প্রয়াসে রচিত অসাধারণ একটি গ্রন্থ এটি !
Was this review helpful to you?
or
বিশ্বের সবচেয়ে আলোচিত থিওরি কোনটি ?এ প্রশ্নের উত্তর সম্ভবত আইনস্টইনের ‘থিওরি অফ রিলেটিভিটি’র নামই প্রথমে আসবে ।সবাই এই বিখ্যাত বৈজ্ঞানিক তত্ত্বটি বুঝতে চায় । কিন্তু বাংলাভাষায় এই জাতীয় বইয়ের বেশ অভাব ।সেই অভাবটাই পুরণ করলেন সুলেখক মুহম্মদ জাফর ইকবাল ।বিখ্যাত এই থিওরিটিকে জাফর ইকবাল স্যার তার বইটিতে চির পরিচিত সহজ সরল ভাষার লেখনি ভঙ্গিতে উপস্থাপন করেছেন ।সেই সঙ্গে মজার মজার উদাহরন আর ছবিও জুড়ে দিয়েছেন এতে ।ফলে আর বুঝতে কোন সমস্যা হওয়ার কথা না ।আর বইটি পড়ে থিওরি অব রিলেটিভিটি শেখার পর বইটির শেষে গাণিতির সমস্যা সমাধান করলে পুরো বিষয়টিই আপনি অন্তর থেকে বুঝতে পারবেন ।তাই এই থিওরিটাকে নিজের জানার সীমায় আনতে চাইলে এই বইটি পড়ে দেখতে পারেন । আর একটা কথা তোমরা যারা মাধ্যমিকের শিক্ষাথীঁ তারা হয়তো ভেবে থাকতে পারো যে, এতো কঠিন একটি থিওরি নিশ্চয়ই অনেক উচ্চতর গণিত লাগবে ।কিন্তু জাফর ইকবাল স্যার এখানে যেসব গাণিতিক ধারণার প্রয়োগ করে থিওরি অব রিলেটিভিটি বুঝিয়েছেন তাতে সবগুলোই গাণিতিক ব্যাপার মোটামুটি তোমাদের উপযোগীই হবে ।আর বড় হয়ে যারা বিজ্ঞানী হতে চাও তাদের তো এই বইটি পড়তেই হবে । মানুষের মস্তিষ্ক এমন যে আপনি যত ব্যবহার করবেন তত বেশি সক্রিয়তা বাড়বে ।এ বইটি পড়লে আপনাকে অবশ্যই বেশি ব্রেন খাটাতে হবে ।আর বুঝার পর আপনি যে আনন্দ পাবেন সেটা আমি বর্ণনা করে বলতে পারবো না ।এজন্য প্রত্যেকেরই আধুনিক বিশ্বের সবচেয়ে বিস্ময়কর থিওরিটি জানা দরকার ।
Was this review helpful to you?
or
বইটি অনেক ভালো | তবে বইটির অনেক যাইগায় অনেক ভোল বিশেষ করে অনেক সমিকরনে | বেশ কিছু সমিকরন অনেক চেষ্টা করে বুঝতে হয়েছে | তবে বইটি তে অনেক সহজ করে সবকিসু বুঝান হয়েছে । science এর শিক্ষার্থীদদের জন্য উপযুক্ত। বোঝতে হলে বার বার সুত্র গুলো যেভাবে বোঝানো হয়েছে তা পড়তে হবে এবং কল্পনা করতে হবে।
Was this review helpful to you?
or
থিওরি অফ রিলেটিভিটি নবম দশম শ্রেণি বইটি আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটিকে কেন্দ্র করে লিখেছেন আমাদের সবার প্রিয় মুহম্মদ জাফর ইকবাল স্যার। তিনি তাঁর মতো করে আমাদের সামনে উপস্থাপন করেছেন আইনস্টাইনের সেই আশ্চর্য থিওরিকে। যেন সেই সূত্রের যাদুকরি ব্যবহার আমরা উপলব্ধি করতে পারি। তিনি তাঁর এই বইয়ের মাধ্যমে আমাদের মতো ছেলে মেয়েদেরকে সেই থিওরির ভীতি দূর করতে চেষ্টা করেছেন। আর এই বইটি পড়ে আমি ব্যক্তিগতভাবে অনেক উপকৃত হয়েছি। অসংখ্য ধন্যবাদ মুহম্মদ জাফর ইকবাল স্যার এরকম একটি বই আমাদের উপহার দেওয়ার জন্য।
Was this review helpful to you?
or
থিওরি অফ রিলেটিভিটি : গুরুগম্ভির বিষয় এর আকর্ষনীয় প্রকাশ "থিওরি অফ রিলেটিভিটি" বিজ্ঞানী আইনস্টাইনের বিশ্বের সবচেয়ে আলোচিত থিওরি। মোহাম্মাদ জাফর ইকবাল স্যার নতুন শিশু কিশোর এবং বড়দের জন্য সহজ করে নিয়ে এসেছেন এই বিষয়টি এই বইয়ের মাধ্যমে।এই বিখ্যাত-জটিল সূত্রটিকে নবম-দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উপযোগী করে সহজ-সরল আর প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করেছেন এ বইয়ে । কেউ যদি থিওরি অফ রিলেটিভিটি জানে শুধুমাত্র তা হলেই সে প্রথমবার অনুভব করতে পারবে আমাদের চারপাশেল জগৎ কত রহস্যময়। তার চাইতে বড় কথা, সে বুঝবে এই রহস্যের একটি পৃষ্ঠা তার জন্যে উন্মোচিত হয়েছে-সামনে আরো না জানি আরো কত পৃষ্ঠা উন্মোচিত হবার জন্য অপেক্ষা করছে। প্রথমেই তিনি ব্যাখ্যা করেছেন থিওরি অফ রিলেটিভিটির শুরু যে দুটি সূত্র থেকে তা নিয়ে - 1.পদার্থবিজ্ঞান সব জায়গায় এক 2.আলোর গতিবেগ সব জায়গায় এক. তারপর আলোচনা করেছেন আপেক্ষিক সময় আর দৈর্ঘ্য সংকোচনের ব্যাপারে ।"লরেন্টেজের রূপান্তর" সংক্রান্ত কয়েকটি সূত্র প্রতিপাদন করেছেন এবং লরেন্টেজের রূপান্তরের ব্যবহার আলোচনা করেছেন । আলোচনা আছে গ্যালেলিয়ান রূপান্তর এবং গ্যালেলিয়ান রূপান্তরের সমস্যা নিয়েও । আপেক্ষিক ভর এবং স্থানাংকের রূপান্তর সংক্রান্ত বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন । বইটিতে সেই বিখ্যাত সূত্র E=mc^2 খুব সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে । আধুনিক পদার্থ বিজ্ঞানের একটি স্তম্ভ হচ্ছে আপেক্ষিকতা। আমরা এ জগতকে যেভাবে বিবেচনা করতাম,এ জগতকে নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি একেবারে পাল্টে দিয়েছে এই তত্ত্ব। সময়,ভর,দৈর্ঘ্য কোনটিই পরম নয়।আর এর ফলে বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে আমাদের চিন্তাধারা য় এসেছে আমূল পরিবর্তন। এই অসাধারণ বিষয়টি আমাদের মস্তিষ্কে একটি শুভ ঝড়ের সৃষ্টি করতে পারত।কিন্তু আমাদের পাঠ্য বইয়ের কারণে তা অধিকাংশ ক্ষেত্রেই হয় না। এই সময়ের জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল বিজ্ঞানের এই জটিল ও কঠিন বিষয়কে নবম-দশম শ্রেণীর ছেলেমেয়েদের উপযোগী করে সহজ ও প্রাঞ্জল ভাষায় লিখেছেন। বইটি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করে তাদের সৃজনশীলতা, কল্পনাশক্তি এবং বিজ্ঞানমনস্নকতার বৃদ্ধি ঘটাবে।
Was this review helpful to you?
or
থিউরি অফ রিলেটিভিটি নামটা শুনলেই অনেকে নড়েচড়ে বসে। কেউ কেউ নামটা কে প্রচন্ড ভয়ও পায়। আমিও প্রথমে ভাবতাম থিওরি অফ রিলেটিভিটি বোঝা আমার পক্ষে সম্ভব হবে না।কিন্তু সার এর এই বই যখন পড়লাম তখন মনে হল থিওরি অফ রিলেটিভিটি র মত সহজ আর কিছু নেই!সত্যিই সার কত সহজে এমন গুরুগম্ভির একটা বিষয়কে কত আকর্ষনীয় করে প্রকাশ করেছেন। এককথায় অসাধারন একটা বই
Was this review helpful to you?
or
বইটির বোধগম্য সহজ ভাষার কারণে থিওরি অব রিলেটিভিটির কঠিন বিষয় গুলি খুব সহজেই সবাই বুঝতে পারবে।
Was this review helpful to you?
or
Ai boi ta pore ami jotil o kotin akta bapar khub valo vabe bujte pereci. Tai ar writter Sir k thanks janassi.... Ami Sir er sate ak mot hoye bolte pare, "AMI THEORY OF RELATIVITY BUJTE PERECI"
Was this review helpful to you?
or
Boita valo kintu motew 13-14 bosor boyoshider jonno upojogi noi
Was this review helpful to you?
or
১৩-১৪ বছরের বাচ্চাদের ম্যাট্রিক্সের উপর দখল থাকার কথা নয়। এ বয়সের যে কোন সাধারণ ছেলে-মেয়ে theory of relativity বুঝতে গিয়ে হতাশ হবে বইয়ে তাদের বয়সের তুলনায় উঁচু পর্যায়ের গাণিতিক ব্যবহার দেখে। আমার ধারণা এটিই বইটির একমাত্র সমস্যা।
Was this review helpful to you?
or
বইটি মূলত ১৩ ১৪ বছরের উত্সাহীদের জন্য লিখা।ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি,উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী।আর এ বয়স মাথায় রেখেই এখানে "তুমি" সম্বোধন করছি। তুমি কি মাধ্যমিক বা তার নিচের স্তরে পড়ছ?চিন্তা করতে কেমন লাগে তোমার? আমাদের দেশে প্রথম প্রশ্নের উত্তরে হ্যা বলবে এক বিশাল সংখ্যক শিক্ষার্থী।কিন্তু দ্বিতীয় প্রশ্নের উত্তরে অনেকে হবে দ্বিধান্বিত।অনেকে মুচকি হাসবে;লোকটার মাথায় সমস্যা আছে মনে হয়।খুব কম সংখ্যকই বলবে যে তার চিন্তা করতে ভাল লাগে। বিজ্ঞান,বিশেষ করে পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে চিন্তা করার আনন্দ পাওয়াটা খুবই জরুরী।আর জাফর স্যারের ভাষায়,একটা জাতির উন্নতির জন্য যেমন ডাক্তার,ইঞ্জিনিয়ার,ম্যানেজার দরকার তেমনি দরকার বিজ্ঞানী। আর বিজ্ঞানের প্রতি ভালবাসা,বিজ্ঞান চিন্তায় আনন্দ সৃষ্টির ক্ষেত্রে আমাদের পাঠ্যবইগুলো খুব একটা ভাল ভূমিকা রাখতে পারছে না। আধুনিক পদার্থ বিজ্ঞানের একটি স্তম্ভ হচ্ছে আপেক্ষিকতা। আমরা এ জগতকে যেভাবে বিবেচনা করতাম,এ জগতকে নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি একেবারে পাল্টে দিয়েছে এই তত্ত্ব। সময়,ভর,দৈর্ঘ্য কোনটিই পরম নয়।আর এর ফলে বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে আমাদের চিন্তাধারা য় এসেছে আমূল পরিবর্তন। এই অসাধারণ বিষয়টি আমাদের মস্তিষ্কে একটি শুভ ঝড়ের সৃষ্টি করতে পারত।কিন্তু আমাদের পাঠ্য বইয়ের কারণে তা অধিকাংশ ক্ষেত্রেই হয় না। এই বইতে জাফল স্যার তার স্বভাবসুলভ প্রাঞ্জল আর আনন্দদায়ক ভঙ্গিকে এই অসাধারণ বিষয়টিই তুলে ধরেছেন। ওহ,আর আমার মত উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য আপেক্ষিকতা ভালভাবে বুঝতে বইটি খুবই সহায়ক হবে বলে মনে করি।
Was this review helpful to you?
or
আসলে এই বইটা নবম- দশম শ্রেনির উপযোগী বলা হলেও তা সত্য নয়। এখানে যে লেভেলের ত্রিকোণমিতি বা ম্যাট্রিক্স ব্যবহার করা হয়েছে সেটা আসলে নবম-দশম শ্রেণির উপযোগী নয়। কারণ ম্যাট্রিক্স বিষয়টির শুরুই হয় উচ্চ মাধ্যমিক থেকে। আমি কিনেছিলাম, কিন্তু উপকৃত হই নি। বইটি হয়ত ভালো, কিন্তু মোটেও নবম-দশম শ্রেণির উপযোগী নয়। তাই নবম- দশম শ্রেণির শিক্ষার্থীদের আপেক্ষিককতা নিয়ে অরুচি ধরিয়ে দেবে, কোন উপকার করবে না বলে আমার মনে হয়। তবে যারা অ্যাডভান্সড , তাদের জন্য বিষয়টি অন্যরকম হতেও পারে । এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, সবার জন্য প্রযোজ্য নাও হতে পারে।
Was this review helpful to you?
or
থিওরি অফ রিলেটিভিটি is good book in science. It helps us to know fundamental of science. It is easy and funi. So this writing we know that থিওরি অফ রিলেটিভিটি to understand easy.
Was this review helpful to you?
or
আধুনিক পদার্থবিজ্ঞানের নতুন চমক থিওরি অফ রিলেটিভিটি। মোহাম্মাদ জাফর ইকবাল স্যার নতুন শিশু কিশোর এবং বড়দের জন্য সহজ করে নিয়ে এসেছেন এই বিষয়টি এই বইয়ের মাধ্যমে।
Was this review helpful to you?
or
আধুনিক পদার্থবিজ্ঞানের আরেকটি চমক থিওরি অফ রিলেটিভিটি। জাফর ইকবাল স্যার এই বিষয়টিকেও সহজ করে নিয়ে এসেছেন আমাদের জন্য, তার এ বইয়ের মাধ্যমে
Was this review helpful to you?
or
"থিওরি অফ রিলেটিভিটি" বিজ্ঞানী আইনস্টাইনের বিশ্বের সবচেয়ে আলোচিত থিওরি। মোহাম্মাদ জাফর ইকবাল স্যার নতুন শিশু কিশোর এবং বড়দের জন্য সহজ করে নিয়ে এসেছেন এই বিষয়টি এই বইয়ের মাধ্যমে।এই বিখ্যাত-জটিল সূত্রটিকে নবম-দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উপযোগী করে সহজ-সরল আর প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করেছেন এ বইয়ে । কেউ যদি থিওরি অফ রিলেটিভিটি জানে শুধুমাত্র তা হলেই সে প্রথমবার অনুভব করতে পারবে আমাদের চারপাশেল জগৎ কত রহস্যময়। তার চাইতে বড় কথা, সে বুঝবে এই রহস্যের একটি পৃষ্ঠা তার জন্যে উন্মোচিত হয়েছে-সামনে আরো না জানি আরো কত পৃষ্ঠা উন্মোচিত হবার জন্য অপেক্ষা করছে। প্রথমেই তিনি ব্যাখ্যা করেছেন থিওরি অফ রিলেটিভিটির শুরু যে দুটি সূত্র থেকে তা নিয়ে - 1.পদার্থবিজ্ঞান সব জায়গায় এক 2.আলোর গতিবেগ সব জায়গায় এক. তারপর আলোচনা করেছেন আপেক্ষিক সময় আর দৈর্ঘ্য সংকোচনের ব্যাপারে ।"লরেন্টেজের রূপান্তর" সংক্রান্ত কয়েকটি সূত্র প্রতিপাদন করেছেন এবং লরেন্টেজের রূপান্তরের ব্যবহার আলোচনা করেছেন । আলোচনা আছে গ্যালেলিয়ান রূপান্তর এবং গ্যালেলিয়ান রূপান্তরের সমস্যা নিয়েও । আপেক্ষিক ভর এবং স্থানাংকের রূপান্তর সংক্রান্ত বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন । বইটিতে সেই বিখ্যাত সূত্র E=mc^2 খুব সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে । আধুনিক পদার্থ বিজ্ঞানের একটি স্তম্ভ হচ্ছে আপেক্ষিকতা। আমরা এ জগতকে যেভাবে বিবেচনা করতাম,এ জগতকে নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি একেবারে পাল্টে দিয়েছে এই তত্ত্ব। সময়,ভর,দৈর্ঘ্য কোনটিই পরম নয়।আর এর ফলে বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে আমাদের চিন্তাধারা য় এসেছে আমূল পরিবর্তন। এই অসাধারণ বিষয়টি আমাদের মস্তিষ্কে একটি শুভ ঝড়ের সৃষ্টি করতে পারত।কিন্তু আমাদের পাঠ্য বইয়ের কারণে তা অধিকাংশ ক্ষেত্রেই হয় না। এই সময়ের জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল বিজ্ঞানের এই জটিল ও কঠিন বিষয়কে নবম-দশম শ্রেণীর ছেলেমেয়েদের উপযোগী করে সহজ ও প্রাঞ্জল ভাষায় লিখেছেন। বইটি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করে তাদের সৃজনশীলতা, কল্পনাশক্তি এবং বিজ্ঞানমনস্নকতার বৃদ্ধি ঘটাবে।
Was this review helpful to you?
or
বইটা সাইন্সের স্টুডেন্ট ছাড়া অন্যেরা সহজে বুঝবে না । আমি কমার্সের স্টুডেন্ট হয়েও অনেক আগ্রহ নিয়ে বইটা কিনেছিলাম কিন্তু আশাভঙ্গ হয়েছে ।