User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সব অনুবাদ ভালো হয় না তবে বুদ্ধদেব ভট্টাচার্যের এই অনুবাদটা যথেষ্ট ভালো, সাবলীল। সেদিন রকমারিতে হঠাৎ বইটা নজরে আসে। তাই বইটি না কিনে পারলাম না। ভালো সময় গিয়েছে।
Was this review helpful to you?
or
চিলিতে গোপনে’ গাব্রিয়েল গার্সিয়া মার্কেস এর লেখা বই। গাব্রিয়েল গার্সিয়া মার্কেস একজন কলম্বীয় সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশক ও রাজনীতিবিদ এবং ১৯৮২ খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। নিঃসঙ্গতার এক শতাব্দী বইয়ের লেখক হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত। তার জন্ম ১৯২৭ সালের ৬ মার্চ । এই বিশ্ব বিখ্যাত কলম্বীয়, স্প্যানিয় ভাষী ঔপন্যাসিক বিংশ শতাব্দীর শেষার্দ্ধের সবচেয়ে আলোচিত, সবচেয়ে প্রভাবশালী লেখক হিসেবে আবির্ভুত হয়েছিলেন । ১৯৫০ সালের দিকে তিনি তার পড়াশোনা বন্ধ করে সাংবাদিকতা পেশা তে যুক্ত হন । চিলিতে গোপনে বইটি বাংলাতে প্রথম প্রকাশিত হয় ২০১৪ সালের মে মাসে । বইটির অনুবাদক বুদ্ধদেব ভট্রাচার্য । বইটি প্রকাশিত হয় দে’জ পাবলিশিং প্রকাশনী থেকে এবং এর প্রকাশক সুধাংশুশেখর দে । প্রচ্ছদ করেছেন হিরন মিত্র । ১৯৭২ সালের ১১ সেপ্টেম্বর , চিলির আধুনিক ইতিহাসের এক অন্ধকারতম দিন । এ দিনে সালভাদর এলেন্দের বামপন্থী সরকারের বিরুদ্ধে সেনাধ্যক্ষ পিনোচেতের সামরিক বাহিনী এক হিংস্র অভ্যুথান ঘটিয়ে ক্ষমতা দখল করে । সেনাপতি প্রাসাদের মধ্যেই এলেন্দে কে হত্যা করা হয় । এরপরে চিলিতে নেমে আসে স্বৈরশাসন । দেশে শুরু হয় নানা রকম অবিচার ও জুলুম নির্যাতন । অনেক মানুষ কে রাতের অন্ধকারে ও প্রকাশ্যে হত্যা করা হয় । অনেক মানুষ কে নির্বাসনে যেতে বাধ্য করা হয় । এই শাষক চিলির জনগনের ওপরে এমন কোন অবিচার নেই যা বাদ দিয়েছিলো । অইসময়ে বিখ্যাত চিত্রপরিচালক মিগুয়েল লিটিন দেশ থেকে নির্বাসিত হন এবং তাকে অবাঞ্ছিত ঘোষনা করা হয় চিলিতে । এরপরে তিনি গোপনে আবার চিলিতে প্রবেশ করেন এবং পরিচয় গোপন করে চিলির ঐ সামরিক শাষন নিয়ে ফিল্ম তৈরী করেন । তার এই রোমাঞ্চকর সাহসী অভিযান কে নিয়ে লেখা হয়েছে চিলিতে একদিন গ্রন্থটি । অসাধারন এই সত্য কাহিনী নির্ভর উপন্যাস সকল পাঠকের নিকটই গ্রহনযোগ্য হবে তা নির্দিধায় বলা যায় ।
Was this review helpful to you?
or
‘চিলিতে গোপনে’ গাব্রিয়েল গার্সিয়া মার্কেস এর লেখা বই। গাব্রিয়েল গার্সিয়া মার্কেস একজন কলম্বীয় সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশক ও রাজনীতিবিদ এবং ১৯৮২ খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। নিঃসঙ্গতার এক শতাব্দী বইয়ের লেখক হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত। তার জন্ম ১৯২৭ সালের ৬ মার্চ । এই বিশ্ব বিখ্যাত কলম্বীয়, স্প্যানিয় ভাষী ঔপন্যাসিক বিংশ শতাব্দীর শেষার্দ্ধের সবচেয়ে আলোচিত, সবচেয়ে প্রভাবশালী লেখক হিসেবে আবির্ভুত হয়েছিলেন । ১৯৫০ সালের দিকে তিনি তার পড়াশোনা বন্ধ করে সাংবাদিকতা পেশা তে যুক্ত হন । চিলিতে গোপনে বইটি বাংলাতে প্রথম প্রকাশিত হয় ২০১৪ সালের মে মাসে । বইটির অনুবাদক বুদ্ধদেব ভট্রাচার্য । বইটি প্রকাশিত হয় দে’জ পাবলিশিং প্রকাশনী থেকে এবং এর প্রকাশক সুধাংশুশেখর দে । প্রচ্ছদ করেছেন হিরন মিত্র । ১৯৭২ সালের ১১ সেপ্টেম্বর , চিলির আধুনিক ইতিহাসের এক অন্ধকারতম দিন । এ দিনে সালভাদর এলেন্দের বামপন্থী সরকারের বিরুদ্ধে সেনাধ্যক্ষ পিনোচেতের সামরিক বাহিনী এক হিংস্র অভ্যুথান ঘটিয়ে ক্ষমতা দখল করে । সেনাপতি প্রাসাদের মধ্যেই এলেন্দে কে হত্যা করা হয় । এরপরে চিলিতে নেমে আসে স্বৈরশাসন । দেশে শুরু হয় নানা রকম অবিচার ও জুলুম নির্যাতন । অনেক মানুষ কে রাতের অন্ধকারে ও প্রকাশ্যে হত্যা করা হয় । অনেক মানুষ কে নির্বাসনে যেতে বাধ্য করা হয় । এই শাষক চিলির জনগনের ওপরে এমন কোন অবিচার নেই যা বাদ দিয়েছিলো । অইসময়ে বিখ্যাত চিত্রপরিচালক মিগুয়েল লিটিন দেশ থেকে নির্বাসিত হন এবং তাকে অবাঞ্ছিত ঘোষনা করা হয় চিলিতে । এরপরে তিনি গোপনে আবার চিলিতে প্রবেশ করেন এবং পরিচয় গোপন করে চিলির ঐ সামরিক শাষন নিয়ে ফিল্ম তৈরী করেন । তার এই রোমাঞ্চকর সাহসী অভিযান কে নিয়ে লেখা হয়েছে চিলিতে একদিন গ্রন্থটি । অসাধারন এই সত্য কাহিনী নির্ভর উপন্যাস সকল পাঠকের নিকটই গ্রহনযোগ্য হবে তা নির্দিধায় বলা যায় ।