User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ooops...! great...! CongratZ N to all... finish dis book with a perfect attention ...pay more attention on the conversation...most of d part has written in local language of kushtia...1more thing...try to pronounce it perfectly as more yu can ,,,make an imagination on it...n those people,who r known to these carecterz, 'll njoy it much n more Hope all 'll njoy it wth an unique flavour...
Was this review helpful to you?
or
অতীতবিধুরতা বা স্মৃতিকাতরতাই হয়ত লেখক বানিয়েছে সাদিদ মাহমুদকে। কিংবা লেখক না হয়ে তার উপায় ছিল না। তিনি গল্প লেখেন মানব-মানবীর সম্পর্ক নিয়ে, সমাজের গভীর অসুখ নিয়ে, রাষ্ট্রের অনাচার নিয়ে। তার গদ্য আকর্ষণীয়, মনোবিশ্লেষণ হৃদয়গ্রাহী। নানা বয়সী মানুষের একাকীত্ব ও বিষাদ তার প্রিয় বিষয়। প্রিয় আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধ, প্রিয় আমাদের অগণিত দুঃখী, দরিদ্র মানুষ। দেশ ও তার মানুষের প্রতি তিনি লালন করেন গভীর মমতা।
Was this review helpful to you?
or
This is one of the best novels of Indian sub-continent.
Was this review helpful to you?
or
বেশ কিছুদিন আগেই বই টা হাতে পেয়েছিলাম। সময় অভাবে পড়তে পারিনি। কিন্তু যখন হাতে নিলাম তখন না শেষ করে বই টা রাখতে পারলাম না। কাহিনী অনেক জম জমাট। সবচেয়ে মজা অন্তিম অংশে গিয়ে পেয়েছি। আমি নিশ্চিত এই উপন্যাস বাজারে আসার পর পুরো সমাজ ওলটপালট হয়ে যেতে পারে। অনেকের মাথা খারাপ হয়ে যেতে পারে। অনেক তরুণ নষ্ট হয়ে যেতে পারে। অনেক মেয়ে পরকীয়ায় জড়িয়ে যেতে পারে। কিন্তু যারা গভীরভাবে বইটি পড়বেন তারা খুঁজে পাবেন এই সমাজেরই এক প্রতিচ্ছবি যেখানে প্রেম আছে, ভালোবাসা আছে, আছে বেঁচে থাকার সংগ্রাম, আছে মধ্যবিত্তের দোটানা, পাওয়া না পাওয়ার বেদনা। লেখক সাদিদ মাহমুদ আমাদের আরও লেখা পাবার আশা বাড়িয়ে দিলেন। আমি নিশ্চিত ওনার কোন বই আর মাত্র তিন কপি বিক্রী হবে না। কারন চার নম্বর কপি আমিই কিনব। লেখকের জন্য শুভেচ্ছা রইল।
Was this review helpful to you?
or
Simply Awesome....