User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এই উপন্যাসটি বাঙালি জীবন সংগ্রামের কাহিনি। দেশবিভাগের পর পূর্ববঙ্গ থেকে ছিন্নমূল নর-নারীর যে প্রবল স্রোত একদা পশ্চিমবঙ্গের বুকে এসে আছড়ে পড়েছিল, তার মর্মান্তিক লাঞ্ছনা, বেদনা, অপরিসীম অপমান ও লজ্জার সকরুণ কাহিনি আজ অনেকেরই অজ্ঞাত। ছিন্নমূল সর্বহারা উদ্বাস্তুরা যে দেশের পরগাছা নয়— সম্পদ। তারা যে একদা আমেরিকান ঔপনিবেশিকদের মতো সমান শক্তিতে লড়াই করতে পারে এই উপন্যাসে সাংবাদিক সততা নৈর্ব্যক্তিকতার সঙ্গে দরদী ঔপন্যাসিকের মন নিয়ে ফুটিয়ে তুলেছেন লেখক। লড়াই যদি থেমে যায়, জীবনও কেমন অবসন্ন হয়ে আসে। আত্মতুষ্টি আত্মঅবমাননার নামান্তর হয়ে ওঠে লেখক তাও দেখিয়েছেন। এককথায় 'জীবনদ্বীপ' অনামী সুদূর দ্বীপবাসী এক মহান জনসমষ্টির জীবন সংগ্রামের এক বিশ্বস্ত দলিল। তা ভবিষ্যৎ ইতিহাসের মূল্যবান দলিল