User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
নারায়ণ সান্যালের অন্তর্লীনা বইটি আজই হাতে পেলাম।ধন্যবাদ 'রকমারি'।প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য এই বইটি বাঁছাই করেছিলাম।আগে অনেকবার পড়েছি তবু হাতে আসা মাত্র আরেকবার পড়ে ফেললাম। বইটি অসাধারন এক কথায়।যারা উপন্যাস পড়তে ভালবাসেন তাদের একবার হলেও বইটা পড়ে দেখা উচিত। দে'জ পাবলিশিং এর ২০৭ পাতার এই 'অন্তর্লীনা' বইটি আমি কিনেছি ২৩৫ টাকা দিয়ে। অর্ডার দিয়ে যদিও অপেক্ষা করতে হয়েছে আমাকে, কারন বইটি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আনতে হয়েছে। বইটি আমার হাতে পৌঁছে দেওয়ার জন্য আমি 'রকমারি' কে আবারও ধন্যবাদ জানাচ্ছি। পাঠক যদি প্রথমবারের মতন বইটি পড়েন তাহলে বুঝবেন কেন আমি বইটি পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি। আর বইটি পড়া শেষ হলে বলবেন,'বইটি পাওয়ার জন্য অপেক্ষা করাটা স্বার্থকই বটে! অন্তর্লীনা যদিও রোমান্টিক ধরনের উপন্যাস তবে সত্যি বলতে এই উপন্যাসটা এতটাই স্বতন্ত্র যে এই একটি উপন্যাস পড়ে আমি নারায়ন সান্যালের দারুন ভক্ত হয়ে পড়েছি। গল্পের নায়ক কৃশানু মধ্যবিত্ত ঘরের ছেলে।সে অনেক মেধাবী ও ছবি আঁকতে পছন্দ করে।গল্পের এই নায়ককে ঘিরে পুরো উপন্যাসটা লেখা হয়েছে।কিছুটা যৌনতার সাথে সম্পর্কিত এক বিশেষ মানসিক সমস্যা যেটা কিনা কৃশানুকে নিজের মধ্যে সীমাবদ্ধ করে ফেলে।সে তার স্কেচবুকে কোন নারীর ছবি আঁকতে পারেনা,কোন মেয়ের দিকে তাকাতে পারেনা,ট্রামগাড়িতে চড়লে মহিলা সিট থেকে দূরে থাকে।এজন্যই সে লাজুক, ইন্টোভার্ট এবং পাঁচটা সাধারন ছেলের মত নয়।সে যখন তার এই চরম মানষিক সমস্যা নিয়ে ঘুরপাক খাচ্ছে,নিজেকে গুটিয়ে নিচ্ছে তখন তার জীবনে ভিন্ন ভিন্ন সময়ে,ভিন্ন ভিন্ন পরস্থিতিতে তিন নারী- ইভা,আইভি ও স্বাহা মিত্রের আবির্ভাব ঘটে! নারী সাহচর্য যার জীবনে কখনই হয়নি,তিন জন নারীর আগমনে একসময় সেই জীবনেরই ঘটনাপ্রবাহ চলতে থাকে।গল্পে কৃশানু প্রেমে পড়ে,হয়তো একবার কিংবা একাধিকবার। কখন যে কৃশানুর প্রেম হয়েছে,কার প্রতি হয়েছে তা শেষ অংশের আগেই বুঝতে পারলেও পুরো গল্পে এটা একটা রহস্যের মতন লেগেছে আমার কাছে।প্রেম আর নিজের সমস্যা দুই চিন্তার মাঝে টানাপোড়েন সৃষ্টি হলে একটা ছেলে কীভাবে এগোতে পারে,তার চিন্তাভাবনা কেমন হয়,সেটা এত সুন্দর করে বলা হয়েছে যেন উপন্যাস পড়ে আমি কৃশানুর চালচলন,চিন্তাভাবনা অনুভব করতে পারছিলাম। আর নারী প্রেমে পড়লে কেমন আচরণ করতে পারে,সমাজ কীভাবে চিন্তা করে কেমন আচরণ করে লেখকের কলমের জাদুতে সেটাও দৃশ্যপট হয়ে চোখের সামনে ভাসছিল। ইভা,আইভি,স্বাহা মিত্রের ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আসা উপন্যাসের নতুন দৃশ্যপট, ক্লাইমেক্স তৈরী করেছে। কৃশানুকে শেষ পর্যন্ত নিয়তি কোনদিকে নিয়ে গেছে,তার জীবন কি ভালবাসা পেয়েছে নাকি সমস্যার কাছে হেরে গেছে সেটা জানতে হলে শেষটা পড়তেই হবে। আর একবার বইটি পড়তে শুরু করলে শেষপর্যন্ত না পড়ে পাঠক উঠতেই পারবে না,ঠিক যেমন আমি পারিনি।বইটি পড়ে আমার ভাল লেগেছে কারন প্রতিটা ক্ষেত্র পরের দৃশ্যপট কেমন হবে তার সরল কোন সূত্র দেয়নি। এর পর কী হবে সেটা ভেবে পরের পৃষ্ঠা ঠিকই খুলতে হয়েছে আমাকে।আগে একবার বলেছি,আবারও বলছি আর দশটা সাধারন রোম্যান্টিক উপন্যাসের মত এটা নয়। আসলে বইটির তুলনা হয় না!