User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আলবাট্রস –নবনীতা দেবসেন সহজ সরল ভাষায় উপন্যাসটি লেখিকা উপস্থাপন করেছেন যা মনকে নাড়া নিয়ে যায়। এই উপন্যাসের নায়িকা হচ্ছেন পদ্মিনীমাসি। যিনি তার জীবনের সবরকম কথা মানুষকে নির্দ্বিধায় বলতেন। লজ্জা শরম বলতে কিছুই ছিলনা । এমন কিছু নেই তিনি যা করেনি। বয়স হয়েছে তারপরেও ছোট বেলার সব কাজ অকপটে করতেন। যেমন : পাড়ার ছেলেদের সাথে ক্লাবের দেয়ালের ওপাশে আড্ডা, ঝুপঝাড়ের ঘুরে বেড়ানো ইত্যাদি ইত্যাদি কাজ করা। জীবনের যত কথা? তার মানে? কী রকম অভিজ্ঞতা ? –মানে, ছোটবেলা- বড় হওয়া - বিবাহিত জীবন – কাজকর্ম - বন্ধু বান্ধব এইরকম- সুখ দুঃখের কথা তিনি অকপটে শেয়ার করতেন , জীবনের অনেক কিছুই করেছেন -হ্যামবার্গার বিক্রি, আর্টিস্টের ন্যুড মডেল হওয়া থেকে দোকানে মেয়েদের ব্র্যান্ড নেম আন্ডারওয়্যার বিক্রি, এভন কসমোটিক্স সেলস গার্ল, দোকান দেওয়া, ব্যবসা, বাচ্চাদের ক্রেশে কাজ করা আরো অনেক কিছুই করেছেন তিনি । জানতে হলে বইটি অবশ্যই পড়তে হবে অ্যালবাট্রস। পদ্মিনিমাসি , বইটি রহস্যে ঘেরা একটি বই। বইটি পড়তে বসে ইচ্ছেই করছে না উঠে অন্য কিছু করতে রহস্যময় উপন্যাস থেকে কিছু জানতে হলে বইটি রহস্য প্রেমিদের পড়া উচিৎ, ৭১ পৃষ্ঠার এই বইটি একদমে বসেই শেষ করে ফেললাম। হ্যাপি রেটিং ৪/৫।