User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইয়ের নামঃচোখ লেখকঃশীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রকাশনীঃ আনন্দ পাবলিশার্স মূল্যঃ২৭০টাকা আমার জীবনে পড়া শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে চোখ।এর কাহিনী অত্যন্ত বিচিত্র। আমি পড়ার সময় হতভম্ব হয়ে যাচ্ছিলাম।এর কেন্দ্রীয় চরিত্রপুলিশ যীশু বিশ্বাসের স্ত্রী তাকে অনেক ভয় পেতো তার চোখের অস্বাভাবিক দৃষ্টির জন্যে। সে মনে করতো যীশু তাকে একদিন খুন করে ফেলবে। যীশুর চোখ নাকি ধকধক করতো। পুলিশের চাকরি করতে গিয়ে যীশুকে চারটা খুন করতে হয়েছিলো। মূল কাহিনী চতুর্থ ব্যক্তির মৃত্যু নিয়েই।লেখক এই সমস্ত কিছুর মধ্যে যীশুর চোখকে নিয়ে এসছেন। চোখের দৃষ্টি নিয়ে এক রোমাঞ্চের প্রকাশ ছিলো গল্পে।যা আমাকে মুগ্ধ করেছে।এই চোখের জন্যে যীশু বিশ্বাসের সঙ্গে একাধিক নারী চরিত্রের সাথে সম্পর্ক গড়ে উঠে।রাজনীতিগত অনেক অপ্রিয় সত্য আর অপরাধ জগতের লোকেদের জীবন উঠে এসছে উপন্যাসটিতে।উঠে এসেছে মানুষের প্রতিশোধপরায়ণতার চিত্রও।অবশ্য কিছু ক্ষেত্রে যীশু বিশ্বাসকে অতিমানব হিসেবে দেখানো হয়েছে।সবমিলিয়ে চোখ উপন্যাস আমার কাছে একটা দারুণ কিছু লেগেছে।আস্তে আস্তে ঘটনার জটিলতা বেড়েছে ঠিকই, কিন্তু এই জটিলতাকে লেখক খুব সুন্দরভাবে সহজবোধ্য করে দিয়েছেন উনার লেখার ভঙ্গিমায়। চোখ উপন্যাসের সফর আনন্দদায়ক ছিল।
Was this review helpful to you?
or
উপন্যাসের বিভিন্ন ধরণের শ্রেণিবিভাগ থাকে। একেকটা উপন্যাস একেক ধরণ, স্বভাব, ধর্ম, বৈশিষ্ট্যের হয়ে থাকে যার মাধ্যমে তাদের একটার থেকে অন্যটাকে আলাদা করা যায়। কিন্তু শীর্ষেন্দুর লেখা প্রাপ্তমনস্কদের উপযোগি কিছু উপন্যাস আছে যাদেরকে কোন বিশেষ শ্রেণিতেই ফেলা সম্ভব হয় না। সেগুলোর যেন 'একই অঙ্গে বহু রূপ'। 'চোখ' উপন্যাসটিও সেই ঘরানার। এর বিষয়বস্তু এতই জটিল, প্যাঁচালো ও বহুস্তরবিশিষ্ট যে এটাকে প্রেমের উপন্যাস বলব, ক্রাইম থ্রিলার বলব, মনস্তাত্বিক উপন্যাস বলব নাকি নিছকই একটা জীবনঘনিষ্ট সামাজিক উপন্যাস বলব তা ভেবে কূল পাই না। বৃহৎ পরিসরে ভাবলে, এই উপন্যাসকে একই সাথে পূর্বোল্লিখিত সব ধাঁচের উপন্যাসের সাথেই তুলনা করা যায়। এই উপন্যাসকে একটা সময় পর্যন্ত একটা সাইকো থ্রিলার বলে মনে হচ্ছিল, যার সাথে হুমায়ুন আহমেদের লেখা ছোটগল্প 'চোখ' এর বেশ ভালো রকমের মিল খুঁজে পাচ্ছিলাম। যীশু বিশ্বাস পুলিশের এক এসআই যার স্ত্রী তাকে অনেক ভয় পেত তার চোখের অস্বাভাবিক দৃষ্টির কারণে। যীশু বিশ্বাসের চোখ নাকি ধক ধক করে ওঠে। আর তাতেই ভয় পেত তার স্ত্রী এবং এ কারণে তাদের সম্পর্কের অবনতি ঘটে। তার স্ত্রী মনে করে, যীশু যেকোনো দিন তাকে খুন করে ফেলতে পারে। এই সময় জানা যায়, পুলিশের চাকরি করতে গিয়ে যীশু আগেও তিনজনকে মেরেছে। সর্বশেষ চতুর্থ ব্যক্তি মারা গেছে তার হাতে। এ থেকে ভেবে নেয়া স্বাভাবিক, চতুর্থ ভিক্টিম হয়ত তার স্ত্রী। কিন্তু না। কাহিনী এতটা সহজ না। যীশু বিশ্বাস জেলের মধ্যে মেরেছে এক অপরাধীকে যে কিনা বিয়ের আসরে খুন করেছে এক লোককে। কিন্তু এ কারণেই যীশু আইন নিজের হাতে তুলে নিল? আসলে তার এই কাজের পেছনে কার্যকারণ হিসেবে ছিল অন্য এক নারীর সাথে তার গড়ে উঠতে যাওয়া সম্পর্ক। সেই সম্পর্ক তৈরি হওয়ায় প্রভাবক হিসেবে ছিল স্ত্রীর সাথে তার সম্পর্কের অবনতি, অর্থাৎ পরোক্ষভাবে তার চোখ। জেলের মধ্যে যাকে মারল, সেই মারার আগের মুহুর্তেও তার চোখই একটা বড় ভূমিকা পালন করেছে! যাইহোক, কাহিনী শেষ পর্যন্ত শুধু এই চোখের রহস্যে থেমে থাকে নি। উঠে এসেছে অপরাধ ও রাজনীতি জগতের অনেক কদর্য দিক আর সেই জগতের বাসিন্দাদের প্রতিশোধপরায়নতার কথা। যীশু বিশ্বাসের সাথে একাধিক নারীর সম্পর্কের চিত্রও উঠে এসেছে। একমাত্র প্রধান পুরুষ চরিত্রের বিপরীতে নারী চরিত্র এসেছে অনেকগুলো। বকুল, কমল, বাসন্তি, চমক, জানকি। এদের প্রত্যেকের সাথে যীশুর সম্পর্কটা ভিন্ন ভিন্ন ধরণের। আর সেই সম্পর্কের চিত্রায়নের মাধ্যমেই কাহিনী এগিয়ে গেছে। তবে কাহিনীর শেষে এসে গুরুত্ব পেয়েছে যীশুর সাথে তার স্ত্রী বকুলের সম্পর্কই। ফলে কাহিনীর সমাপ্তিটা হয়েছে বেশ রোমান্টিক। সবমিলিয়ে 'চোখ' এর কাহিনী কেমন অবস্থায় দাঁড়িয়েছে, তা বলা মুশকিল। বলাই বাহুল্য, একসাথে বহু বিষয়ের সন্নিবেশনে কাহিনীর জটিলতা ক্রমেই গগণচুম্বী হয়ে উঠেছে। কিন্তু সৌভাগ্যের বিষয়, কাহিনীর জটিলতাগুলো দৃশ্যমান হয়েছে ঠিকই কিন্তু একই সাথে সহজবোধ্যও হয়েছে লেখকের অসাধারণ লেখনীতে। পশ্চিমবঙ্গের অধিকাংশ লেখকের মত শীর্ষেন্দুর লেখার ভাষাও বেশ ঘরোয়া আর আন্তরিক। কিন্তু সেই ব্যাপারটা এই উপন্যাসে অনুপস্থিত। তারপরও কি কারণে জানি না, লেখনীতে অন্যরকমের সরলতা থাকায় সামগ্রিকভাবে উপন্যাসটি সুখপাঠ্যই হয়েছে। আর তাই আমার মনে হয়, বইয়ের বাজারে 'চোখ' শিরোনামের আরও অসংখ্য গল্প উপন্যাস থাকা সত্ত্বেও, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 'চোখ' সবসময়ই নিজের জন্য একটা শক্তিশালী অবস্থান আঁকড়ে ধরে রাখতে সমর্থ হবে!