User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
যারা সাংবাদিকতা পেশায় নতুন কিংবা জানার আগ্রহ আছে তাদের জন্য বেশ উপকারী হবে বইটা। সাবলীল ভাষায় লেখা।
Was this review helpful to you?
or
অসাধারণ বইটি। যারা লেখালেখি করেন তাদের জন্য বইটি অনেক উপকারে আসবে বলে আমি মনে করি
Was this review helpful to you?
or
বেশ ভালো এবং মুগ্ধ কর ছিলো। বিশেষ করে সহজ ও সাবলীলভাবে উপস্থাপনা দারুণ ছিলো।
Was this review helpful to you?
or
Y
Was this review helpful to you?
or
সাংবাদিকতার জন্য অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা অক্টোবর রিভিউ-২ এ বইয়ের আলোচনা একেবারে এর শেষের দিক থেকে ' শিরোনাম হোক শব্দবাণ' নামের অধ্যায়ে বর্ণিত একটি উদাহরণ দিয়ে শুরু করা যাক। ১৯৬৮ সাল। মওলানা আকরম খাঁ সম্পাদিত 'দৈনিক আজাদ' এ একদিন প্রথম পাতার শীর্ষদেশের মাঝামাঝি এ রকমের একটা খবর ছিল, " তখনকার পাকিস্তান শাসক আইয়ুব খান সদলবলে ময়মনসিংহ সফরে গেছেন।বাহন তার রেলের আরামদায়ক কামরা। ময়মনসিংহ গিয়ে রেল থেকে নেমে মোটর গাড়িবহরে চেপে সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা। যেতে যেতে রাস্তার দুপাশে ভাড়া করে আনা মানুষজনের অভ্যথনা লাভ। তারপর সার্কিট হাউজে বকৃতাবাজি শেষে আবার একইভাবে ফিরে রেলের সেই কামরায় এসে বসা। এ পর্যন্ত সবকিছুই চলছিল ঠিকঠাক। কিন্তু গোল বাঁধল যখন গাড়ি চলতে শুরু করল। জানালার পাশে বসে জনতার উদ্দেশে হাত নাড়ছিলেন আইয়ুব। সেই অবস্থায় ঠিক তার মুখ সোজা একটা ডিম এসে লাগল।" এই ঘয়নার খবরটা ছিল সিঙ্গেল কলামে। ছিল বক্স আইটেম। শিরোনাম ' ফিনিশিং টাচ'। ' আজাদ' এ পরিবেশিত এই খবর- সর্বোপরি শিরোনামটা ছিল লক্ষ্যভেদী তির্যক তিরের মত। সেইদিন ওই খবর ও তার হেডিংয়ের জন্য 'আজাদ' তার কাটতির রেকর্ড ভেঙেছিল। সাংবাদিকতায় যারা নিবেদিতপ্রাণ হতে চান, লেখকের এই বই তাদের জন্য অবশ্যপাঠ্য। সাংবাদিকতা পেশার সহজ -সরল পথ নেই, তারও যে মেলা আঁকবাঁক আছে, নিজেকে যে প্রতিনিয়ত শিখিয়ে- পড়িয়ে এগিয়ে যেতে হয়- এ বইয়ের প্রতি পদে ও পরতে তার দিকনির্দেশনা আছে। ' যে প্রতিবেদন জানায়', ' তৃষ্ণা মেটায়', ' বক্তৃতা ', ' জয় ফিচারের জয়' ইত্যাদি শিরোনামের অধ্যায় ও উপ- অধ্যায়ের প্রতিটিতে আলোচিত ও নির্দেশিত বিষয়াদি একজন নবিশ সাংবাদিককে সমৃদ্ধ সংবাদ প্রতিবেদন, আকর্ষণীয় ফিচার রচনা ও তৈরিতে সহায়তা করবে। বইয়ের এক জায়গায় লেখক বলেছেন, " মানুষের জন্য, মানুষকে কেন্দ্র করে, মানুষের কাছে দায়বদ্ধ থেকেই আমরা সাংবাদিক, এ কথা যেন ভুলে না যাই। " গ্রন্থকারের এ কথা মনে রাখলে পেশাদারি হয়ে উঠতে গিয়ে আমরা নিশ্চিতই এগিয়ে যাব, পেছাব না। #বইয়ের_নাম : চর্চা করুন খবর লিখুন লেখক : কুররাতুল- আইন- তাহমিনা দাম : ২৫০ টাকা পৃষ্ঠা : ১৪৪
Was this review helpful to you?
or
This is an important for everyone.Especially for the students of Mass communication and Journalism. The book 'Chorcha karun khabor Likhun 'is about how to write news ,feature,editorial etc.I think,this is one of the best book in bangladesh.So, I suggest every students of journalism to collect this book.thank you everyone. MUHAMMAD MUZZAMMIL HAQUE Department of Mass communication and Journalism,Dhaka University.
Was this review helpful to you?
or
যারা লেখালেখি করতে চায় নিঃসন্দেহে তাদের জন্য একটি ভালমানের বই এটি। সুতরাং লেখালেখি করতে চাইলে বইটি পড়তে পারেন।