User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
রকিব হাসানের তিন গোয়েন্টার পোকা ছিলাম ছোট বেলা হতেই! ভলিয়ম ১৩ পড়েছি নবম শ্রেনীতে থাকতেই। মুসা, রবিন, কিশোরের দুর্দান্ত সব অভিযান আমাকে আকর্ষন করতো। আধুনিক প্রযুক্তির যুগে আমাদের প্রজন্ম ভুলে গেছে বই পড়ার আনন্দ। বই নিয়ে অবসর কাটানোর মত চমৎকার সুযোগ! মোবাইল, ট্যাবলেট মুখি এ কিশোর কিশোরীদের হাতে যদি রকিব হাসানের তিন গোয়েন্দা তুলে দেওয়া যায়, তাহলে অবশ্যই তারা সাহিত্যের দিকে ঝুঁকে পড়বে। আশা করি আমাদের প্রজন্মের ন্যায় ভবিষ্যত প্রজন্ম ও তিন গোয়েন্দার রোমান্স উপভোগ করুক!
Was this review helpful to you?
or
TIN GOYENDA /VOLUME 13 —ROKIB HASAN. PUBLISHED FROM SEBA PROKASHONI. 1ST STORY IS BASED IN A CASE OF BANGLADESH. ONE AFTER ONE WINDSHIELD IS DESTROYING. WHO IS WORKING BEHIND IT? WHO IS THIS CYCLIST? A COIN HAS STOLEN . COULD TIN GOYENDA CAUGHT THEM?........... SECOND STORY IS BASED IN A HISTORICAL CASE. THIRD CASE IS ALSO SAME. A REAL TIME THRILLER. MY PERSONAL RATING IS 97/100. I HAVE GIVEN THIS BOOK FIVE STAR.
Was this review helpful to you?
or
as always tin goyenda is a masterpiece this volume is also very good
Was this review helpful to you?
or
তিন গোয়েন্দা ভলিউম ১৩'তে যে তিনটি উপন্যাস রয়েছে সেগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করা হল... # ঢাকায় তিন গোয়েন্দাঃ এই উপন্যাসের কাহিনীর প্রেক্ষাপট বাংলাদেশের রাজধানী ঢাকা। তিন গোয়েন্দারা এসেছে বাংলাদেশে, যেই দেশ হল গোয়েন্দাপ্রধান কিশোর পাশার নিজের দেশ। এখানে এসেই ওরা জড়িয়ে পড়ল একটা বিচিত্র রহস্যের জালে। কারণ কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে! তিন গোয়েন্দার হয়েছে সেই দশা। তারা যে রহস্যের সন্ধান পেল, তা বড় অদ্ভুত। কোন কারণ ছাড়াই প্রায়সই নানা লোকের গাড়ির কাচ ভেঙে যাচ্ছে। কিন্তু কাচ তো আর একা একা ভাঙতে পারে না। নিশ্চয়ই এর পেছনে হাত আছে কারো। কে সে, তাই নিয়ে তদন্ত করতে করতে তিন গোয়েন্দার সামনে উপস্থিত হতে লাগল একের পর এক চমকপ্রদ তথ্য। তারা জানতে পারল, সপ্তাহের দুইটি বিশেষ দিনে অপরাধটি হয়। তাও আবার নির্দিষ্ট এক কোম্পানির গাড়ির কাচই শুধু ভাঙা হচ্ছে। এই রহস্যে নতুন মাত্রা যোগ হল যখন গোয়েন্দারা জানতে পারল, গাড়ির কাচ ভাঙার সমান্তরালে একটি অতি মূল্যবান ও হাই প্রোফাইল চুরির ঘটনাও ঘটেছে। তাহলে কি এই দুই ঘটনার মধ্যে কোন যোগসাজশ আছে নাকি এটা স্রেফ কোন ব্যক্তিবিশেষের কৃত কপিক্যাট ক্রাইম, যে চোরের উপর বাটপারি করতে চাইছে? সব প্রশ্নের উত্তর মিলবে কাহিনীর শেষে এসে। কিশোর থ্রিলার, তাই রহস্যের ভিত্তি খুব একটা জোরালো বা হার্ডকোর নয়। তবে কিশোর বয়সী পাঠকদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। যে কাহিনী, তার প্রেক্ষাপট ঢাকা না হয়ে রকি বিচ হলেও ঘটনাপ্রবাহের কোন হেরফের হয়ত হত না। তবে এই কাহিনীর সবচেয়ে বড় যে দিক তা হল লেখক বেশ সুন্দরভাবে তুলে ধরেছেন যে এদেশের কিশোরদের ওপর তিন গোয়েন্দার কাহিনীর প্রভাব কতখানি আর তিন গোয়েন্দাকে সত্যি সত্যি যদি তারা কাছে পেত, তবে কি হত। # জলকন্যাঃ তিন গোয়েন্দা গেছে মারমেইড ইনে, বাংলা করলে যার নাম হবে "জলকন্যা"। এখান থেকেই একসময় গায়েব হয়ে গিয়েছিল অভিনেত্রী নিরমা হল্যান্ড। লোকে বলে এখনো ঘুরে বেড়াচ্ছে তার প্রেতাত্মা। এবার উধাও হল ৫ বছরের ছোট্ট কিটু। রহস্যজনক ভাবে পাওয়া গেল ওর কুকুরের মৃত দেহ। ভুতুড়ে কেসটা সমাধানে নামল তিন গোয়েন্দা। কিন্তু এক সময় তদন্ত করতে করতে টের পেল কিশোররা যে ভুতুড়ে যেসব ঘটনা ঘটছে তাদের সামনে সেগুলোর কোনটাই আক্ষরিক অর্থে ভুতুড়ে ঘটনা না। পেছন থেকে কোন একটা লোক কলকাঠি নেড়ে ভূতুড়ে ঘটনাগুলো ঘটাচ্ছে। কিন্তু কে সে, কেনই বা সে এমনটা করছে তার উত্তর খুঁজতে লাগল তিন গোয়েন্দা। কিন্তু উত্তর জানার পর জীবিত অবস্থায় লোকালয়ে ফিরে তা জানাবার সুযোগ পাবে কি তিন গোয়েন্দা? আগের উপন্যাসটির তুলনায় এই উপন্যাসের কাহিনী কিছুটা হলেও শক্তিশালী কিন্তু এই উপন্যাসে অনেক চরিত্রের ভিড়ে কাহিনীর বর্ণনা কিছুটা ঘেটে গেছে। তাই আগের উপন্যাসের তুলনায় এই উপন্যাসটিকে একটু কম ভাল লেগেছে আমার। # বেগুনী জলদস্যুঃ একটি প্রতিযোগিতা হচ্ছে যেখানে জলদস্যু বিষয়ক গল্প বলতে হবে প্রতিযোগিদের। কিন্তু শ্রোতারা শুনতে চায় শুধুই নির্দিষ্ট একটি জলদস্যুর কাহিনী। কিন্তু কেন? এর পেছনেও কি কোন নির্দিষ্ট কারণ আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নামল তিন গোয়েন্দা। কিন্তু তারপর তাদের মুখোমুখি হতে হল সে জলদস্যুরই কবলে যার কথা এতদিন তারা শুনে এসেছে। স্বচক্ষে তাকে দেখতে পারল বটে, কিন্তু এরপর? এরপর তিন গোয়েন্দার ভাগ্যে কি ঘটল তা জানতে এই উপন্যাস পড়তেই হবে। সত্যি বলতে কি, এই উপন্যাসের কাহিনিটাই কেমন জানি ছেলেমানুষি। তাই উপন্যাসটিকে খুব একটা ভাল লাগা কোন পাঠকের পক্ষেই সম্ভব না। তবে লেখক রকিব হাসান এত চমৎকারভাবে কাহিনী এগিয়ে নিয়েছেন যে অতি সাধারণ একটি কাহিনী থেকেও আউটকাম হিসেবে এসেছে অসাধারণ একটি কিশোর থ্রিলার যাতে কিশোর বয়সী পাঠকদের মনোরঞ্জনের জন্য পর্যাপ্ত পরিমাণ উপাদান রয়েছে।