User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এটি এখন আমার প্রিয় বই।
Was this review helpful to you?
or
অনেক ইন্টারেস্টিং
Was this review helpful to you?
or
আমি যখন ক্লাস ৬ এ পড়ি তখন আমি আমার বান্ধবির কাছে থেকে বইটি ধার নিয়ে পড়ছিলাম এককথায় অসাধারণ লেগেছিল। অনেক খুজেও পাইনি অবশেষে রকমারি থেকে পেলাম??
Was this review helpful to you?
or
সবচেয়ে প্রিয় বইগুলির একটি হলো 'জলমানব'। বইটি আসলেই অসাধারণ। কেউ বইটি পড়ে হতাশ হবে বলে আমি মনে করি না। <3
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
আমার পড়া প্রথম সায়েন্স ফিকশন বই ছিলো এটি। অন্যরকম অনুভূতি ছিলো আমার জন্য। অসাধারণ একটি বই!!!!
Was this review helpful to you?
or
onk sundor akta boi
Was this review helpful to you?
or
আগামী দিনের পৃথিবী বিশেষ করে বাংলাদেশের কথা চিন্তা করলেই আমার ‘জলমানব’ উপন্যাসের কথা মনে আসে; কারণ, বৈশ্বিক উষ্ণতা ক্রমশ বৃদ্ধির ফলে সাগরে পানির উচ্চতা ক্রমান্বয়ে বাড়ায় উপকূলবর্তী দেশ হিসেবে বাংলাদেশ-এর সাগরের পানিতে তলিয়ে যাবার বিশেষ সম্ভাবনা আছে। এদিকে মানুষে মানুষে ভেদাভেদ বরাবরই আছে এবং হয়ত সবসময়ই থাকবে; এর জন্যই তো, শিল্পোন্নত দেশসমূহ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য বহুলাংশে দায়ী হবার পরেও তারা এদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশকে সাহায্যের জন্য তেমন কিছুই করছে না, ভবিষ্যতেও করার সম্ভাবনা খুব কম। তাই নিজেদের কথা নিজেদেরকেই ভাবতে হবে; আর এমন প্রেক্ষাপটের উপর ভিত্তি করেই মুহম্মদ জাফর ইকবাল স্যারের বৈজ্ঞানিক কল্পকাহিনী ‘জলমানব’ রচিত। বিজ্ঞান কল্পকাহিনী, বৈজ্ঞানিক কল্পকাহিনী, বিজ্ঞান কল্পগল্প বা কল্পবিজ্ঞান-কে বলা হয় ‘ভবিষ্যতের রূপকথা’। আজকে যা কল্পনা বা শুধু গল্পের বইয়ের পাতায় সীমাবদ্ধ, আগামী দিনে তা-ই হয়ে উঠতে পারে জলজ্যান্ত বাস্তবতা; এর প্রমাণ ইতিমধ্যেই মানবজাতি পেয়েছে। এটি আধুনিক কল্পসাহিত্যের একটি বিশেষ শাখা বা শ্রেণী, যাতে ভবিষ্যৎ বৈজ্ঞানিক বা প্রযুক্তিগত আবিষ্কার ও উদ্ভাবন এবং মানব সভ্যতাকে কেন্দ্র করে পটভূমি রচনা করা হয়। ইংরেজিতে একে ‘সায়েন্স ফিকশন’ বা “Science Fiction” বলা হয়।
Was this review helpful to you?
or
wonderful book.
Was this review helpful to you?
or
One Of the incredible science fiction book ,i have ever read in my Life. At present, people are thinking about things in the era of science excellence. What will be the future of the world, how technology will change life, how much we live in Mars, we wonder? Historical science-writer Muhammad Zafar Iqbal's science fiction book 'Jalmanab.' Has been described in the book, Marine Animals and Botany, through the various characters imaginally. The book wants to be cut off in the water. He just wants to run on a dolphin's back and run in the sea. Speaking of the water level, almost two centuries have passed since the people of the world pushed us into water. We are still alive. If the landmakers do not want to finish us, we will survive. So we have to make a very thoughtful decision
Was this review helpful to you?
or
বই: জলমানব জনরা: বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক: মুহম্মদ জাফর ইকবাল প্রকাশনী: সময় প্রকাশন প্রকাশ কাল: বইমেলা ২০০৭ পৃষ্ঠা: ১১৯ প্রচ্ছদ: ধ্রুব এষ মুদ্রিত মূল্য: ১২৫৳ কাহিনী সংক্ষেপ: অনেক বছর অাগে ডু্বে যাওয়া এক সম্প্রদায় হচ্ছে জলমানব। ভাসমান দ্বীপে তারা বসবাস করে। সামুদ্রিক ঝড়, টাইফুন এসবের সংকেত তারা বাতাসের গন্ধ অার প্রকৃতির রূপ দেখেই বুঝতে পারে। অার সে অনুযায়ী তারা নেয় প্রস্তুতি। পানির নিচে অবস্খান করে সামুদ্রেরর প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করে। ফুসফুসে বড় বায়ুকুঠুরি থাকার কারনে পানির নিচেও তারা অনেক সময় নিশ্বাস বন্ধ অবস্থায় থাকতে পারে পর্যাপ্ত অক্সিজেন থাকার জন্য। সমুদ্রের মধ্যে চলাচলের জন্য তারা পোষ মানিয়ে নেয় শুশুক। প্রযুক্তিগত দিকে পিছয়ে থাকলেও নিজেদের জ্ঞান প্রযুক্তি ব্যবহার করে তাই তারা এখনো টিকে অাছে পৃথিবীর বুকে। অন্যদিকে স্থল মানব যেন যন্ত্রের দাস, সুপার কম্পিউটার কোয়াকম্পের নির্দেশ ছাড়া এক পা নড়ার ক্ষমতা তাদের নেই। নিজেদের বিনোদনের জন্য কখনো কখনো ইয়টে করে জলমানব শিকারে যায় ধনী বাবার দুলালেরা। তেমনি এক প্রমোদ তরীতে বন্ধুদের সাথে কাটুস্কা অাসে সাগর ভ্রমণে। কাটুস্কার অনিচ্ছা সত্ত্বেও বন্ধুরা অাটকে ফেলে জলমানব নিহনকে। সবার অগোচরে কথা বলতে বলতে নিহনের সাথে বন্ধুত্ব হয় কাটুস্কার। কিন্তু কাটুস্কা কী পারবে স্থল মানবের হাত থেকে রক্ষা করতে তার বন্ধু জলমানব নিহনকে? স্থলে অাসার পর কী কী ঘটে নিহনের জীবনে? সে কী অার কখনো ফিরে যেতে পারবে তার স্বজনদের কাছে, তার পোষা শুশুকের পিঠে চেপে কী অাবারো পারবে দাপিয়ে বেড়াতে শান্ত সমুদ্রের বুকে? নিজস্ব মতামত : মানুষে মানুষে ভেদাভেদ বরাবরই অাছে হয়ত তা জল কিংবা স্থল অথবা উঁচু-নিচু শ্রেণিতে। তবু কিছু মানুষের মন এই সব শ্রেণি বিবেধ ভুলে ভালোবাসে একে অন্যকে। এখানেই জয় হয় মানবতার। নিত্য নতুন প্রযুক্তির উন্নতি ক্রমে দাসে পরিনত করে মানুষকে প্রকৃত অর্থে খোঁড়া, অজ্ঞ করে গড়ে তোলে। যেখানে জলমানব হয়েও প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে পরা নিহন বুদ্ধিমত্তার জোড়ে বিপদ কাটিয়ে ওঠে বারবার। অার অন্যদিকে স্থল মানবরা যন্ত্রের কাছে হার মেনে যায়। বৈজ্ঞানিক কল্প কাহিনীর অাড়ালে লেখক খুব শিক্ষনীয় বিষয় সুচারুভাবে তুলে ধরেছেন। ভালো লাগার মতো একটা বই অাপনারাও পড়তে পারেন।