User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটি আমি শুনেছি খুব ভালো। তাই কেনা। আশা করছি অনেক ভালো হবে
Was this review helpful to you?
or
এই গল্পটা সত্যিই আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে ফোবিয়ানের ক্যাপ্টেনের সাথে যাত্রী মেয়েটার ধীরে ধীরে ভালোবাসা সম্পর্কটা গড়ে ওঠা অনেক সুন্দর ছিল
Was this review helpful to you?
or
Nice book.This is a good science fiction.The story about is a boy who is different from other in that age.He has not any power like many people have that time.The boy has flied through rocket.He can drive a rocket.He wanted to see his mother.But he cannot find him.The book is very interesting.
Was this review helpful to you?
or
একটি সাইন্স ফিকশন ভিত্তিক বই। রেটিং-০৮/১০ লেখিক:-মুহম্মদ জাফর ইকবাল (একজন ভালোবাসা) ব্যক্তিগত অভিমত- ছোটদের জন্য ভালো একটি বই।মূলত এই গল্পে ভবিষ্যৎ কল্পনা ককরা হয়েছে।সেখানে মানুষ পৃথিবী ছাড়িয়ে অন্য গ্রহেও থাকতে শুরু করেছে।এই গল্পে প্রধান চরিত্র স্পেস শিপ চালিয়ে দুই ব্লাক হোলের মাঝ দিয়ে এক আসামিকে অন্য প্লানেটে নিয়ে যায়।আর এইগল্পটির সব ফোবিয়ান নামক যানের যাত্রাতেই। আশা করি ভালো লাগবে।
Was this review helpful to you?
or
#রবিজ_রকমারি_বুক_রিভিউ_কন্টেস্ট লেখক পরিচিতিঃ মুহম্মদ জাফর ইকবাল স্যার সম্পর্কে কি আর বলবো! সায়েন্স ফিকশনকে তিনি শিল্প পর্যায়ে নিয়ে গেছেন। সায়েন্স ফিকশনও যে সাহিত্যের অংশ হতে পারে সেটি তিনি বেশ ভালোভাবেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। ফলে অন্যরা পাচ্ছে সাহিত্যের এই শাখায় পদচারণার অনুপ্রেরণা। গল্পকথাঃ 'ফোবিয়ানের যাত্রী' গল্পটি এক অসাধারণ মহাজাগতিক যাত্রাকে ঘিরে। গল্পটির মূল চরিত্র ইবান নামের মহাকাশযান ক্যাপ্টেনের। ইবানের মায়ের স্বপ্ন ছিল যে তার ছেলে হবে এক হৃদয়বান মানুষ। তাই জিনেটিক ইঞ্জিয়ারিং করে ইবানের মা তার মধ্যে শুধু ভালোবাসা নামের অসাধারণ গুণটি প্রবেশ করায়। জিনেটিক ইঞ্জিয়ারিংয়ের মাধ্যমে অন্যান্য গুণগুলো না পাওয়ায় ইবানকে জীবনের পদে পদে বৈষম্যের শিকার হতে হয়। তবুও জিনেটিক গুণ না থাকা সত্ত্বেও নিজের যোগ্যতাকে প্রমাণ করে ইবান চতুর্থ মাত্রার মহাকাশযান চালানোর সুযোগ পায়। ইবানের মা অন্য একটা গ্রহের কলোনিতে চলে যায়। জীবনের উদ্দেশ্য বোঝার তার খুব ইচ্ছা রিতুন ক্লিস নামের এক মৃত মহাপুরুষের সাথে তার ব্রেইনের নিউরন ম্যাপিংয়ের সাহায্যে কথা বলার খুব ইচ্ছা। আর এই জন্যে প্রয়োজন একটা ৫ম মাত্রার মহাকাশযানের নিউরাল নেটওয়ার্ক। আর সৌভাগ্যক্রমে এই নতুন ধরনের ৫ম মাত্রার কার্গো মহাকাশযান চালানোর সুযোগ পায় ইবান। মহাকাশযানটির নাম 'ফোবিয়ান'। ম্যাটার-এন্টিম্যাটার ইঞ্জিন থেকে শুরু করে নিউক্লিয়ার অস্ত্রধারী রবোট পর্যন্ত কি নেই এতে! তবে মহাকাশযানটিতে বয়ে নিয়ে যেতে হবে শীতল ঘরে ঘুমন্ত ভয়ংকর সন্ত্রাসী ম্যাংগেল ক্বাসকে। নির্ধারিত দিনে ইবান তার মায়ের কাছে যাত্রা শুরু করে। যাত্রাকালে একদিন ইবান ইচ্ছা করে হঠাৎ মহাকাশযানটির গতির হেরফের করায় বিরাট ঝাঁকুনির সৃষ্টি হয়। এতে শীতলঘর থেকে ম্যাংগেল ক্বাসের সাথে সাথে মিত্তিকা নামের এক মেয়ে জেগে ওঠে। পরে আস্তে আস্তে মেয়েটির সাথে ইবান ভালোবাসার সম্পর্কে জড়ায়। ক্বাস জেগে ওঠার পরে আরেক রোমহর্ষক অ্যাভেঞ্চারের শুরু হয়। ক্বাস মহাকাশযানের দখল নেওয়ার চেষ্টা শুরু করে। ক্বাস আসলে একজন হাইব্রিড মানব ছিল। ফলে ইবান কিছুতেই ক্বাসের সাথে পেরে উঠছিল না। মহাকাশযানের উপর কর্তৃত্ব নেওয়ার পর ক্বাস তার অন্য সহযোগীদের উদ্ধারের জন্য একটি গ্রহে যায়। কিন্তু সবাই গ্রহটিতে আগেই মারা যায়। মৃত সহযোগীদের অন্য একটি সত্তা নিয়ন্ত্রণ করতে থাকে। শেষে তারা ক্বাসকেই আক্রমণ করতে থাকে। ইবান ও মিত্তিকা ক্বাসকে গ্রহটিতে একা ফেলে রেখে যেতে পারতো। কিন্তু ইবানের সহৃদয়তার কারণে ক্বাস রক্ষা পায়। মহাকাশযানে ফেরার পর ক্বাসও মিত্তিকার প্রেমে পড়ে যায়। ফলে দরকার হয় সবার উপর কর্তৃত্ব পাওয়া। তাই সে ইবানসহ মিত্তিকাকেও হাইব্রিড মানবে পরিণত করতে চায়। শেষে উপায় না দেখে ইবান মহাকাশযানটিকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে পৃথিবীর সাথে যানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর পৃথিবীর বিজ্ঞানীরা ভাবে যে ইবানরা মারা গেছে। ইবানের মায়ের কাছে খবরটি গেলে তিনি আত্মহত্যা করেন। কিন্তু রিতুন ক্লিসের সহযোগীতায় শেষমেশ ইবানরা বেচে যায় এবং পরে ইবান ক্বাসকে নিয়ন্ত্রণে নেয়। শেষে মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে ইবান ভেঙে পড়ে। এরপর মিত্তিকা ইবানকে নিয়ে নতুন জীবন শুরু করার প্রতিজ্ঞা করার মাধ্যমে অসাধারণ গল্পটির সমাপ্তি হয়। ফোবিয়ানের যাত্রী গল্পটি পড়ে প্রকাশক এটিকে তাদের ওয়েবসাইটে ইবুক আকারে রেখে দেয়। মজার কথা হলো বাংলা ভাষার প্রথম ইবুক হলো এই 'ফোবিয়ানের যাত্রী' বইটিই। আমার পড়া শ্রেষ্ঠতম সায়েন্স ফিকশনগুলির মধ্যে ফোবিয়ানের যাত্রী অন্যতম। কেনইবা হবে না! বইটিতে আছে সুন্দর একটি ভালোবাসার গল্প, আছে উত্তেজনাকর একটি অ্যাভেঞ্চারের গল্প, আছে বেদনাময় মুহূর্তও। এক কথায় অসাধারণ একটি সায়েন্স ফিকশন এটি। ব্যক্তিগত রেটিংঃ ৯.৯/১০ By Stephen Hawking Jr.
Was this review helpful to you?
or
গল্পটা শুরু এক গ্রহ থেকে সেখান থেকে ফোবিয়ান নামে পঞ্চম মাত্রার মহাকাশযানে ইবান কে অধিনায়ক করে পাঠানো হয়। কেন্দ্রীয় চরিত্র ইবান পার্শ চরিত্র মৃত্তিকা, রিতুন ক্লাস,ম্যাংগল ক্লাস । একটা মহাকাশযানে করে তাদের অন্য এক গ্রহে যাত্রী সহ পাঠানো হয়।মাঝে অন্য এক গ্রহে চলে যায় ম্যাংগল ক্লাস নামক হাইব্রিড মানুষরূপী মহাকাশ দস্যুর সাথে অনেক কস্টে সেখান থেকে মুক্তি পায় পরে ঘটনাটা মহাকাশ পথে ই শেষ হয়।। এক কথায় টান টান উত্তেজনা আপনি শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না।