User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটা অনেক ভালো। বর্ণের চয়ন সঠিক ভুলের সংখ্যা খুবই কম। দাম অনুযায়ী বইটির পৃষ্ঠা বা পাতার কোয়ালিটি A+ গ্রেডের। লেখকের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রইলো।
Was this review helpful to you?
or
বইটি পড়লাম। অনুবাদের মান ভাল। যারা রাজনীতি করেন তাদের জন্য উপযোগী একটি বই। একটি জাতির মনস্তত্ব কিভাবে পাঠ করতে হয়। সাধারণ মানুষকে রাজনীতিতে কিভাবে আকৃষ্ট করা যায় বা একজন জাতীয় নেতার কর্তব্য কর্ম কি হওয়া উচিৎ ও তা কিভাবে কার্যকর করতে হবে ইত্যাদি বিষয়ে নিরাশক্ত আলোচনা করা হয়েছে।ধৈর্য নিয়ে পড়া শুরু করতে হবে। রাজনীতির তত্ত্বীয় বিষয় নিয়ে আগ্রহ না থাকলে এ বইটি পড়ার দরকার নেই।
Was this review helpful to you?
or
good book
Was this review helpful to you?
or
boi ta onek valo... ekhon o pora hoyni... tobe sunechi... tobe boitar dam onek beshi dora hoyeche bole mone hoche amar
Was this review helpful to you?
or
great book
Was this review helpful to you?
or
OWSEM.
Was this review helpful to you?
or
মাইন ক্যাম্ফ’ বইটি প্রথম ১৯২৫ সালে, হিটলার ক্ষমতায় আসার আট বছর আগে প্রকাশিত হয়েছিল। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসি বাহিনী পরাজিত হওয়ার পর বইটিকে নিষিদ্ধ করা হয়। সেই সঙ্গে বইটির স্বত্ত্ব তুলে দেওয়া হয় বাভারিয়া রাজ্যের হাতে। কিন্তু জার্মান কেন্দ্রীয় আইন অনুযায়ী, প্রকাশনার স্বত্ত্ব ৭০ বছর পর্যন্ত টিকে থাকে। হিটলার প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে ভাইমার প্রজাতন্ত্রে নাৎসি পার্টির নেতৃত্ব লাভ করেন। অভ্যুত্থান করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন যে কারণে তাকে জেল খাটতে হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে মোহনীয় বক্তৃতার মাধ্যমে জাতীয়তাবাদ, ইহুদি বিদ্বেষ ও সমাজতন্ত্র বিরোধিতা ছড়াতে থাকেন। এভাবেই এক সময় জনপ্রিয় নেতায় পরিণত হন। নাৎসিরা তাদের বিরোধী পক্ষের অনেককেই হত্যা করেছিল, রাষ্ট্রের অর্থনীতিকে ঢেলে সাজিয়েছিল, সামরিক বাহিনীকে নতুন নতুন সব অস্ত্রশস্ত্রে সজ্জিত করেছিল এবং সর্বোপরি একটি সমগ্রতাবাদী ও ফ্যাসিবাদী একনায়কত্ব প্রতিষ্ঠা করেছিল। হিটলার এমন একটি বৈদেশিক নীতি গ্রহণ করেন যাতে সকল “লেবেনস্রাউম” (জীবন্ত অঞ্চল) দখল করে নেয়ার কথা বলা হয়। ১৯৩৯ সালে জার্মানরা পোল্যান্ড অধিকার করে এবং ফলশ্রুতিতে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
Was this review helpful to you?
or
‘মাইন ক্যাম্ফ’ বিশ্বের অন্যতম স্বৈরশাসক অ্যাডলফ হিটলার এর লেখা একটি বই । এ্যাডলফ হিটলার কে নিয়ে নতুন করে বলার কিছু নাই । হিটলার প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে ভাইমার প্রজাতন্ত্রে নাৎসি পার্টির নেতৃত্ব লাভ করেন। অভ্যুত্থান করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন যে কারণে তাকে জেল খাটতে হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে মোহনীয় বক্তৃতার মাধ্যমে জাতীয়তাবাদ, ইহুদি বিদ্বেষ ও সমাজতন্ত্র বিরোধিতা ছড়াতে থাকেন। ১৯৩৯ সালে জার্মানরা পোল্যান্ড অধিকার করে এবং ফলশ্রুতিতে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এইজন্য হিটলার কে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারন বলা হয় । হিটলার ২০ এপ্রিল ১৮৮৯ সালে জন্মগ্রহন করেন । হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং ১৯৩৪ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সে দেশের ফিউরার ছিলেন। ২৬ ফেব্রুয়ারি ১৯২৪ সালে কয়েকজন কমরেড সহ হিটলার কে গ্রেফতার করা হয় এবং তাকে ৫ বছরের কারাবাসের শাস্তি দেওয়া হয় । অবশ্য মাত্র ১০ মাস পরে সে মুক্তি পেয়ে যায় । এই ১০ মাসের মধ্যেই সে এই বইটির প্রথম অংশ লিখেন । জেল থেকে মুক্তির পরে বইয়ের বাকি অংস লেখা হয়। বইটি বাংলা তে অনুবাদ করেন পরিতোষ মজুমদার । বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৮ সালের জানুয়ারি মাসে দে’জ পাবলিকেশন্স থেকে । বইটির প্রকাশক সুধাংশুশেখর দে এবং বইটির প্রচ্ছদ করেন গৌতম রায় । বইটি হিটলার এর নিজের লেখা বই । বইটি তে সে তার বিভিন্ন কর্মজান্ড সম্বন্ধে বলেছেন এবং কিভাবে তিনি একটি সাধারন অবস্থা থেকে অসাধারন উচ্চতায় নিয়ে গিয়েছেন তা ধাপে ধাপে বলেছেন । বইটি পড়লে হিটলার এর মানষিকতা বুঝতে যেমন সকলে সক্ষম হবে, পাশাপাশি তৎকালীন অবস্থা সম্পর্কেও ধারনা পাওয়া যাবে ।