User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘সামিট করা বাধ্যতামূলক নয়, ফিরে আসাটাই বাধ্যতামূলক।’ "পর্বতকে কখনো জয় করা যায় না, তাকে শ্রদ্ধ্যা করতে হয়। ধৈর্য কাজে লাগাতে পারলে সে তাকে আরোহণের অনুমতি দেয়। সময়জ্ঞান পর্বতাভিযানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামিট করা বাধ্যতামূলক নয়, ফিরে আসাটাই বাধ্যতামূলক।" "পর্বতের নেশায় অদম্য প্রাণ" বইটি আপনাকে এক অসাধারণ অভিজ্ঞতার গল্প শোনাবে। বাংলায় বোধকরি এরকম বই আর অনুবাদ হয়নি। বিশ্বখ্যাত পর্বতারোহী এড ভিশ্চার্স রচিত 'নো শর্টকাট্স টু দ্য টপ' বইয়ের বাংলা ভাষান্তর, যা অনুবাদ করছেন বাঙালী পর্বতারোহী সজল খালেদ। ১৮ বছরের অক্লান্ত চেষ্টায় বিখ্যাত আমেরিকান পর্বতারোহী এড ভিস্টার্স জয় করেছেন মাউন্ট এভারেস্টসহ পৃথিবীর সবচেয়ে উঁচু ১৪টি দুর্গম পর্বতচূড়া, অতিরিক্ত অক্সিজেন ছাড়া। এড ভিশ্চার্স তিরিশ বার ৮০০০ মিটার উচ্চতার পর্বত অভিযানে গিয়ে দশবার আরোহণ বিপজ্জনক মনে করে নেমে এসেছেন। ১৯৯৬ সালের ১০ মে এভারেস্ট ইতিহাসের সবচেয়ে বড় বিপর্য ঘটে। সেদিন চূড়ায় যাওয়ার কথা থাকলেও ৯ তারিখে পরিস্থিতি ভালো না মনে হওয়ায় তিনি নেমে আসেন। পরদিন ওপরে মারা যান তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু রব হল, স্টক ফিশারসহ ১২ জন পর্বতারোহী। এড ভিশ্চার্সের লেখা 'নো শর্টকাট্স টু দ্য টপ' (পর্বতের নেশায় অদম্য প্রাণ), পৃথিবীর সর্বোচ্চ ১৪টি পর্বতে রোমাঞ্চকর আর দুঃসাহসিক অভিযানের রুদ্ধশ্বাস গল্প! ভূমিকা লিখেছেন বাংলা প্রকাশণার জগতের কিংবদন্তী কাজী আনোয়ার হোসেন।
Was this review helpful to you?
or
বাংলায় বোধকরি এরকম বই আর অনুবাদ হয়নি। অ্যাডভেন্চার প্রেমী সবার জন্য বইটি অবশ্যই পাঠ্য।