User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Nice Book
Was this review helpful to you?
or
বাংলা সাহিত্য বাঙালি লেখকদের সৃষ্টিশীলতায় আজ চরমভাবে ঋদ্ধ। বাঙালি লেখকদের মধ্যে লেখালেখির মাধ্যমে বাংলা সাহিত্যে ঋদ্ধতার স্বাক্ষর রেখে চলেছেন সেলিনা হোসেন (জন্ম : ১৪ জুন, ১৯৪৭)। তার মেধা, মনন, চিন্তা চেতনা ও কল্পনার সাহায্যে। আজ বরেণ্য এ কথাসাহিত্যিকের জন্মদিন। তার পৈত্রিক নিবাস বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রামে। স্বাধীনতা-উত্তর বাংলা সাহিত্যে সেলিনা হোসেন নিজেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। আধুনিক জীবনজিজ্ঞাসা ও জীবনদর্শন, আদর্শবাদের আঙ্গিকে অসাধারণ সৃজনশীলতা, মৌলিকতার উপস্থাপন করতে অনন্যসাধারণ পারঙ্গমতা প্রদর্শন করেছেন। নাচোলের তে-ভাগা আন্দোলনের এক শাণিত শিল্পরূপ হচ্ছে জননন্দিত কথাশিল্পী সেলিনা হোসেনের 'কাটাতারে প্রজাপতি । একটা উপন্যাসের ভিতর কিভাবে একটা সময় নিখুঁতভাবে চিত্রায়িত করা যায়, এই বইটি তার এক বিরল সাক্ষী বললে অত্যুক্তি করা হবে বলে মনে হয় না। বিভিন্ন সময়ে আমরা এমন কিছু উপন্যাস এই কথাশিল্পীর হাত থেকে পেয়েছি, যা বোধ করি শুধু বাংলা সাহিত্যের নয়, ইতিহাসের অংশও বটে। ১৯৮৯ সালে যখন ‘কাটাতারে প্রজাপতি' প্রকাশিত হয় তখন থেকেই বোদ্ধা ও সন্ধিৎসু পাঠকের কাছে এর মূল্যায়ন ছিল আশাতীত। বিভিন্ন সময় বিভিন্নভাবে আলোচনায় উঠে এসেছে এই গ্রন্থ। পরবর্তীতে ২০০৩ ও ২০০৭ সালে বের হয় বইটির আরো দুটো মুদ্রণ। কিন্তু ১৯৮৯ থেকে ২০১৩– এ দীর্ঘ সময় অতিক্রম করে লেখক মনে করেছেন বইটির উপন্যাসটিকে করেছেন আরো শাণিত— আরো সময়োপযোগী। বইটি পেয়েছে কিছুটা হলেও নতুন রূপ। এই পরিমার্জিত রূপই পাঠককে নতুন রসদ যোগাবে বলে আমাদের বিশ্বাস।