User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ফরাসি নাট্যভুমিতে যে কজন উল্লেখ্যযোগ্য নাট্যকার নিজের দেশ ও দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছিলেন জাঁ আঁনুই তাদের মধে অন্যতম।জাঁ আঁনুই ইউরিদাইস নাটকে গ্রিক মিথের ব্যবহার করেছেন।নাটকের রূপান্তর করেছেন অসাধারন দক্ষতার সাথে। একথা সত্য যে গ্রিক মিথ অবলম্বনে আধুনিক নাটক অন্য দশটি নাটকের মত ন্য।এখানে প্রাচীন ও আধুনিক দুটি ধারা মিলে মিশে তৃতীয় এক ধারা সৃষ্টি করে একটি ছোট্ট ট্রেন ষ্টেশনে এর রেস্তরাঁতে দেখা হয় অরফিউসের সাথে ইউরিডাইসের । দেখা হওয়া মাত্রই তাদের মনে হয় এতদিন ধরে তারা দুজন দুজন কেই খুঁজছে। মানুষের এরপর আর কোনো ভনিতার প্রয়োজন হয় না। কর্তব্যজ্ঞানে এতদিন ধরে তারা যা কিছু করেছিল সব ছেড়েছুড়ে দুজন দুজন কে নিয়ে চলে আসে অন্য এক ছোট্ট শহরে। হোটেলে থাকে। মৃত্যুরুপী হেনরি তাদের অনুসরণ করে। সেও অই হোটেল এই ওঠে। আনন্দের মুহূর্তগুলো অতি দ্রুত চলে যেতে থাকে। যে থিয়েটার কোম্পানির অভিনেত্রী ইউরিডাইস সেই কোম্পানির অধিকারীর সাথে তার অনেক গুলো অবাঞ্ছিত দিন সেটে আছে। অধিকারী ইউরিডাইসের খোজ করে ।অরফিউসকে ইউরিডাইস কনভাবেই তার অতীত কাহিনী শোনাতে চায় না। সে পালিয়ে যায়। পালাবার পথে এক বাস দুর্ঘটনায় সে মারা যায়। উদ্ভ্রান্তের মত অরফিউসকে ত্তখন সামাল দেয়ার চেস্টা করে হেনরি। হেনরি তাকে ইউরিডাইসকে ফিরিয়ে দেবার প্রস্তাব করে। তবে শর্ত হল রাত পোহাবার আগে ইউরিডাইস এর মুখের উপর চোখ ফেলা যাবেনা। অরফিউস এ প্রস্তাব মানলেও রক্ষা করতে পারেনা। ফলে ইউরিডাইস এর বাস্তবে ফিরে আশা আর হয়না। অরফিউসের সামনে দুটি পথ । জীবন চাইলে জীবন পাবে আর ইউরিডাইসকে চাইলে মৃত্যুকে গ্রহণ করতে হবে। মৃত্যুর মধ্যে দিয়েই সে কেবল ইউরিডাইসকে অনন্তকালের জন্য পেতে পারে। অরফিউস জীবন প্রত্যাখ্যান করে। মহামিলনের প্রত্যাশায় মৃত্যুর পথ ধরে হাটতে থাকে গ্রিক মিথের আদলেই কাহিনী নির্মাণ করা হয়েছে।কিন্তু পাত্র পাত্রী আধুনিক সময়ের । ধরা অধরা ,আলো আধারি, আর বাস্তব অবাস্তব এর দোলায় দোলে অরফিউস ও ইউরিডাইস ও হেনরি। জাঁ আঁনুই তার দর্শন উপস্থাপন করার জন্য চমৎকারভাবে ব্যবহার করেন মিথকে