User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মামার বিয়ে বরযাত্রী,এই সুন্দর বইয়ের খোঁজ পেয়েছিলাম আমার বাবার কাছ থেকে। বাবার খুবই পছন্দের একটা বই, আমারাও যেনো এই চমৎকার বই পড়া থেকে বঞ্চিত না হই,সেজন্য নীলক্ষেত থেকে পুরাতন এক কপি বই এনেছিলেন।যখন বই পড়ছিলাম,প্রত্যেকটা গল্প এতো উপভোগ করছিলাম এবং বুঝতে পারছিলাম, আগের দিনের মানুষের চাল-চলন, কথা-বার্তায় কতোটা সৌন্দর্য ছিলো,শৈশবের Innocence,দুরন্তপনা ছিলো। গল্পের সবচাইতে পছন্দের চরিত্র হয়ে গেলো,"কামাল ভাই", কিভাবে সে লিডার গিরি শুরু করলো,কিভাবে সে বোকা বানাতো! "কেমন জব্দ" গল্পটুক পড়ে সেই মজা পেয়েছিলাম। কিন্তু,বইটা একজনকে পড়তে দেয়া হয়েছিলো,এবং সে হারিয়ে ফেলেছে! এতো খারাপ লেগেছিলো,বলা বাহুল্য, ,,অতঃপর কোন একদিন,কি মনে করে রকমারিতে খোঁজ করলাম,বইটা আছে কিনা! অপ্রত্যাশিতভাবে পেয়ে গেলাম,নতুন মলাটে সেই স্কুলজীবনের স্মৃতিবিজড়িত বই। সাথে সাথেই বাবাকে বলে পার্চেস করলাম।বারবার পড়া হলেও প্রত্যেকবারই গল্পগুলোকে নতুন মনে হয়।লেখকের আকস্মিক মৃত্যুর ব্যাপারে জেনে খুবই খারাপ লেগেছে। চমৎকার ও must read একটি বই।
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই। লেখক অতি অল্প বয়সেই এই অসাধারণ বইটি রচনা করেন।
Was this review helpful to you?
or
চমৎকার
Was this review helpful to you?
or
আমার জীবনে পড়া সেরা বইগুলোর মধ্যে অন্যতম " মামার বিয়ের বরযাত্রী "
Was this review helpful to you?
or
বুক রিভিউ: মামার বিয়ের বরযাত্রী লেখক: খান মুহাম্মদ ফারাবী "মামার বিয়ের বরযাত্রী" বইটা একটি শিশুতোষ গল্পের বই। বইটায় মোট ১২ টি গল্প আছে। গল্পের মূল চরিত্র কামাল। বইয়ের প্রতিটি গল্পে খুব মজা পাবেন। খুব সুন্দর করে লেখা হয়েছে বইটি। আপনার ছোট ভাই-বোন, সন্তান এদেরকে উপহার হিসেবেও দিতে পারেন। ওরা বইয়ের নাম দেখেই অনেক আগ্রহের সাথে পড়া শুরু করবে। বইটা আমি পড়েছিলাম সম্ভবত ৭ম/৮ম শ্রেনী যখন পড়তাম। খুব ভালো লেগেছিলো তখন। আর বইয়ের গল্পের থেকে নামটাই আমাকে বেশি আকর্ষণ করেছিলো৷
Was this review helpful to you?
or
আপনার বাচ্চাকে বই উপহার দিতে চাইলে 'মামার বিয়ের বরযাত্রী' বইটি উপহার দিতে পারেন। সহজ, সুন্দর,সাবলীল ভাষায় লেখক খান মোহাম্মদ ফারাবী বইটি লিখেছেন। সহজ ভাষায় লেখা বলে বাচ্চারাা সহজে বুঝতে পারবে। বইটি তে গল্প সংখ্যা বারটি। গল্প গুলে খুব বেশি বড়ো নয়। বইয়ের গল্প গুলোর প্রধান চরিত্র কামাল। যে কৌশল করে ঝন্টুদের লিডার হয়ে যায়। আর গল্পের শুরু হয়। 'মামার বিয়ের বরযাত্রী' বইটি পড়ে আপনার বাচ্চা ভীষণ হাসবে। কারণ প্রতিটি গল্পই মজাদার৷ লেখক কামাল, ঝন্টু, নুরুল, খুরশী, নজির,খালেদ, বাঘ্র মামা এই সব কয়টি চরিত্রই খুব সুন্দর ভাবে সাজিয়েছেন। মাত্র ৯৪ পৃষ্টার বইটি আপনার শিশুকে অন্যরকম স্বাদ দিতে পারবে। আপনার শিশুকে বই পড়তে আগ্রহী করার জন্য পাঠ্যবইয়ের সাথে অন্যরকম বইয়ো পড়তে দিন। ১২৩ টাকার চমৎকার বইটি আপনার শিশুকে উপহার দিন। আর তার বইয়ের প্রতি ভালবাসা বৃদ্ধি করুণ।
Was this review helpful to you?
or
Good books
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
So nice story fast delivery and good communication
Was this review helpful to you?
or
Good book
Was this review helpful to you?
or
গল্পের অস্বাভাবিক সুন্দর বর্ণনায় যেকেউ মুগ্ধ হতে বাধ্য!
Was this review helpful to you?
or
আমার অন্যতম পছন্দের বই class 7. e বই তা পরে আমি পুরা ফিদা তখন একজন এর তা নিয়ে পরসিলাম এখন বই তা কিনে নিজের করে রাখসি অনক
Was this review helpful to you?
or
ছোটবেলায় পড়ার মতো অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
"মামার বিয়য়ের বরযাত্রী" বইয়ের নাম শুনেই বুঝা যায় শিশুতোষ একটি বই। হ্যাঁ আসলেই এটি একটি শিশুতোষ বই। শিশুদের উপযোগী কিছু ছোট ছোট গল্প দিয়েই সাজানো এই বই। এই বইতে মোট গল্পের সংখ্যা ১২ টি। ♥ লিডার বটে ♥ কেমন জব্দ ♥ কামাল ভাইয়ের প্লুটো যাত্রা ♥ কামাল ভাইয়ের স্বদেশ প্রেম ♥ মঙ্গলগ্রহের মানুষ ♥ কামাল ভাইয়ের নাটক পরিচালনা ♥ গুপ্তধন ♥ তিতুমিরের প্রপৌত্র ♥ নতুন মাস্টার ♥ বাঘ বাঘ ♥ ছাত্রাণাং অধ্যয়নং তপঃ ♥ মামার বিয়ের বরযাত্রী এই সমস্ত গল্পের প্রধান চরিত্র কামাল (যে কোন এক গল্পে "স্ট্যান্ডু ভাই" নামেও পরিচিত)। এছাড়াও আছে ঝন্টু, নুরুল, খালেদ, খুরশীদ, নাজির। আরও আছে ব্যাঘ্র মামা। প্রথম গল্পে দেখা যায়, কামাল মাত্রই ঝন্টু, নুরুলদের পাড়ায় পা রেখেছে। ছলে-বলে, কলা-কৌশলে নিজেইই নিজেকে ঝন্টুদের গ্রুপ লিডার পদে বসিয়ে নেয়। আর এরপর থেকে শুরু হয় কাহিনী। কামালের লিডারশীপে অতিষ্ঠ সবাই। সেখান থেকেই শুরু এই বইয়ের গল্প। সেই মজার কিছু গল্প নিয়েই রচিত খান মোহাম্মদ ফারাবীর "মামার বিয়ের বরযাত্রী"।
Was this review helpful to you?
or
ছোট বেলায় পড়েছিলাম, এখন বড় হয়ে আবার অর্ডার দিলাম । বাংলার অমর গল্পগুলোর মধ্যে অন্যতম এই গল্পের বইটা ।
Was this review helpful to you?
or
ছোটবেলায় পড়া মনে থাকার মত একটি বই