User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
পরম স্নেহে একেবারে ছেলেমানুষি ভঙ্গিতে ভুলিয়ে-ভালিয়ে বুঝানোর মতো। তবে, 'মানুষের শত্রু মানুষ' অংশের পর থেকে কয়েক-নেতিবাচক দিক উপেক্ষা করে ভাবলে দারুণ সব তথ্য উল্লেখ করা বইয়ে। অভিজ্ঞ পাঠকের জন্য হয়তো কিছু বিষয় পূর্বপরিচিত হতে পারে, কিন্তু কিশোর উপযোগী হিসেবে শীর্ষেই বলা যায়। মুসলিম এবং হিন্দু উভয় সম্প্রদায়ের নিজস্ব বিশ্বাস ও রীতিনীতির ব্যাপারে লেখকের বিতর্কিত স্বভাব ইঙ্গিত পেয়েছে। ১. ডারউইনের থিউরি (only theory, not fact) যার কোনো পাকাপোক্ত ভিত্তি নেই। বরং দ্বিধায় ডারউন নিজেও তার বন্ধু থমাসকে চিঠিতে লিখেছিলেন ''থিউরির ওপর ১০০% কোনো প্রমাণ নেই''। পরবর্তীতে ডারউইনের থিউরি নিয়ে পক্ষ-বিপক্ষ'র ধন্ধ বৈজ্ঞানিকদের ভিড়ে। উক্ত আলোচনাটি ইসলামিক তথ্যের বিপরীত। ২. খ্রিষ্ট জন্মের প্রায় দেড় হাজার বা তারও বেশি বছর আগে, অনেক দিন ধরে অনেক কবির অনেক রচনার সংকলন হচ্ছে বেদ। যার মধ্যে উচ্চ পর্যায়ে ঋগ্বেদ। ৩. নানান দেব-দেবী ছিলো নেহাৎ ধর্ম উপাসনালয়ের পন্ডিতদের, জমিদারদের সুবিধার্থে বানানো কতোগুলো চরিত্র। যার মধ্যে দেখা গিয়েছে বেশ কয়েক দেব-দেবী ছিলো মানুষের মতোই যারা একেঅপরের সঙ্গে মিলেমিশে জীবনযাপন করতো। মহত্ত্বের কারণে পরবর্তীতে তারা দেব-দেবীরূপে পূজিত হতেন। ◑ এসব যুক্তির সূত্র ধরে, লেখক প্রকারান্তরে এই সিদ্ধান্ত দিয়েছে যে মুসলিম ও হিন্দু ধর্মসহ অন্যান্য ধর্মগুলোতে "প্রকৃত অর্থে খোদা বা ঈশ্বর বলে কিছু নেই"। এসব সহ আরো নানারকম বিষয় আছে বইয়ে। পাঠক তার নিজস্ব বিচারবুদ্ধি দিয়ে ইতি ও নেতিবাচক দিকগুলো বিবেচনা করবে এটাই শ্রেয়।
Was this review helpful to you?
or
মূলত কিশোরদের জন্য লেখা বই এটি। ছাপা আরো আকর্ষণীয় হলে বেশি ভালো হতো।আর অনেক তথ্যই এখানে বেশ পুরোনো
Was this review helpful to you?
or
বইয়ের নাম : যে গল্পের শেষ নেই লেখক : দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় মূল্য : ১৭৬ টাকা পৃষ্ঠা সংখ্যা : ১২৮ ফালতু বই, এখানে লেখা আসে মানুষ নাকি মাছ থেকে আসছে।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় - ভারতের একজন প্রখ্যাত মার্কসবাদী দার্শনিক ও লেখক। তিনি প্রাচীন ভারতের দর্শনের বস্তুবাদকে উদ্ঘাটন করেছেন। তাঁর সবচেয়ে বড় কাজ হল লোকায়তের প্রাচীন দর্শনকে তিনি বিরুদ্ধপক্ষের বিকৃতি হতে রক্ষা করেন এবং তা সংগ্রহ ও প্রকাশ করেছেন। এছাড়াও তিনি প্রাচীন ভারতের বিজ্ঞানের ইতিহাস ও বিজ্ঞানের পদ্ধতি সম্পর্কেও গবেষণা করেছেন বিশেষ করে প্রাচীন চিকিৎসক চরক ও সুশ্রুত সম্পর্কে। পৃথিবীতে সব কিছুর শেষ আছে। শুরু থেকে এখন পর্যন্ত অনেক অনেক কিছুর শেষ দেখেছি আমরা যেমন একটা সামান্য গল্প, গল্প বলা শুরু করলে এক সময় গল্পও শেষ হয়ে যায় কিন্তু এখন পর্যন্ত একটা গল্পের শেষ আমরা পাইনি, সেই গল্পটি হচ্ছে পৃথিবীর গল্প এবং এই গল্পটাই সব থেকে বেশি বাস্তব গল্প। বইয়ের নামই বইয়ের পরিচয় তুলে ধরেছে। পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত যা যা ঘটেছে লেখক সেসব কিছুই প্রতিটা ধাপে ধাপে তুলে ধরেছেন এই বইতে। অতিক্ষুদ্র একটা প্রাণী অ্যামিবা থেকে কীভাবে বিশাল ডাইনোসরের উৎপত্তি!, ডাইনোসরের বিলুপ্ত হওয়া থেকে পৃথিবীর পরিবর্তন এবং মানুষের আগমন; পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে কতো বাধা বিপত্তি পার হওয়া, সমাজ তৈরি হওয়া, জাতি তৈরি হওয়া রাষ্ট্র তৈরি হওয়া, বিভিন্ন জাতির ইতিহাস, কলকারখানা তৈরির ইতিহাস, যুদ্ধ জয় এবং মানুষ হিসেবে আমাদের কী করা উচিৎ ছিলো এবং আমরা আসলে কী করছি সেই প্রশ্ন তুলে ধরা; সব কিছু খুব সুন্দর ভাবে প্রকাশ করা আছে এই বই। ছোট একখানা বই কিন্তু এতো গুলো তথ্য পদে পদে মিলিয়ে একসাথে প্রকাশ করার কৌশল দেখেই বোঝা যায় লেখক কতটা পরিশ্রমী! গল্প পড়ার শুরুতে মনে হচ্ছিলো জীববিজ্ঞান বই পড়ছি, ভালোই লাগছিলো ছোট বেলার পড়া গুলো আবার মনে আসছিলো কিন্তু পড়তে পড়তে যখন ৫০ পৃষ্ঠা পার হয়ে গেলো তখন থেকে বেশ ভালো লাগা শুরু করলো কারণ আপনারা বইটি পড়লেই বুঝতে পারবেন। আমরা হয়তো সবাই কম বেশি পৃথিবীর গল্পট জানি বিছিন্ন ভাবে বিভিন্ন রূপে কিন্তু সেই গল্পই খুব সুন্দর ভাবে একটা রূপে সহজ ভাষায় লেখক এই বইতে বলেছেন। এই একটা বই যেটা পড়তে আমার বিন্দুমাত্র একঘেয়েমি আসেনি। এক কথায় বলতে লেখক "দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়" তার 'যে গল্পের শেষ নেই" বইতে সেই গল্পটা বলেছেন সত্যি যেই গল্পের শেষ নেই। ছোটদের উপহার দেয়ার জন্য চমৎকার একটি বই এটি। আপনারাও "দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়" এর লিখা "যে গল্পের শেষ নেই" বইটি সংগ্রহ করুন এবং পড়ে ফেলুন। শুভ হোক আপনার পাঠ্য কার্যক্রম।
Was this review helpful to you?
or
Best One to know about the Universe and life
Was this review helpful to you?
or
বইয়ের নামঃযে গল্পের শেষ নেই লেখকঃদেবীপ্রসাদ চট্টোপাধ্যায় প্রকাশনীঃমাটিগন্ধা মূল্যঃ১৭৬টাকা সভ্যতার ইতিহাসের হাজারো বই রয়েছে এবং এ ধরণের বই সাধারণত শক্ত, কাঠখোট্টা ও সোজাসাপ্টা ইতিহাসের রসকষহীন ভাষায় রচিত হয়ে থাকে । কিন্তু "যে গল্পের শেষ নেই" বইটাতে এমন একটা বিষয়কে কিশোরপাঠ্য অনুযায়ী সাবলীল ভাবে উপস্থাপন করা হয়েছে । পৃথিবীর ইতিহাস যেন নাতি-নাতনিদের গল্প করছেন দাদু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় । তাঁকে কি বলা যায় শুধু ইতিহাসবেত্তা নন, একই সাথে মার্ক্সবাদী বা দার্শনিকও বটে; অর্থাৎ এই সমস্ত কিছুর একটা স্বচ্ছ লেন্সের সন্নিবেশ বলা সমীচীন হয় লেখককে? এমন আদুরে ভাষায় লেখার পেছনের কারণ হতে পারে: কঠিনকে ভালোবেসে সত্যকে সহজে নিতে যে কোন বয়সের পাঠক-পাঠিকার যেন ভয় না হয় বরং আনন্দে ও সাগ্রহে জেনে নিতে সুবিধা হয় অপরিহার্য বিষয়টা ।মাঝে মাঝে কিছু কিছু বই পড়ে খুব আফসোস হয়, এতদিন কেন পড়িনি! কিন্তু এই বইটা পড়ে আফসোস হয়েছে ছোটবেলায় কেন পড়িনি! ক্ষীণতনু একটা বই, কিন্তু গভীরতা যেন সোয়াচ অফ নো গ্রাউন্ড এর মতো, তলহীন। এতো দারুন ভাবে ও এতো সহজ ভাষায় লেখক মানব ইতিহাস তুলে ধরেছেন, ছোটবেলায় এই বই পড়তে পাড়লে মানসিক পরিপক্কতা একটু বেশিই হতো নিঃসন্দেহে। কিছুই কিন্তু বাদ যায় নি এই বইতে, পৃথিবীর জন্ম, প্রানের উৎপত্তি, দানবীয় ডাইনোসর থেকে শুরু করে বিবর্তনবাদ, আদীম মানুষ থেকে ধীরে ধীরে আজকের মানুষে বা হোমো স্যাপিয়েন্সে রুপান্তর, কৃষি যুগ, প্রস্তর যুগ, আধুনিক যুগ, ধর্মের উৎপত্তি, প্রচার, প্রসার, অত্যাচার, যুদ্ধ, বানিজ্য কি নেই এই বইয়ে, কিন্তু সংক্ষেপে সহজ ভাষায়।বইটা বেশ ভালো লেগেছে। অসংখ্য তথ্য-উপাত্তের পাশাপাশি লেখকের ভাষার মুন্সিয়ানাও একটা বড় কারন। শখানেক পৃষ্ঠার মধ্যেই কি অসাধারণভাবেই না তিনি তুলে ধরেছেন ৪৬০ কোটি বছরের ইতিহাস, সহজেই ব্যাখ্যা করেছেন নানান তত্ত্বকথা! বইটা যদিও কিছুটা সীমাবদ্ধ ( শুধু ডারউইন আর মার্কসবাদী দৃষ্টিভঙ্গিতে লেখা) তবু আমার মনে হয় বইটা সবার পড়া উচিত।