User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এস এম শুভ #রবিজ_রকমারি_বুক_রিভিউ_কন্টেস্ট বিজ্ঞানী নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে উষ্কখুষ্ক চুলের বেরসিক কোনো মানুষের কথা। যে সারাক্ষণই ডুবে থাকে জটিল গণিতের জগতে। অচঞ্চল প্রকৃতির একজন মানুষের কথা। ভুল, ভুল, সবই ভুল। বিজ্ঞানীদের জীবনও হয় রোমাঞ্চকর, থাকে চঞ্চলতা, দুষ্টুমি, রসিকতায় ভরা। তারই বোধহয় সবচেয়ে জ্বলন্ত দৃষ্টান্ত তাত্ত্বিক পদার্থবিদ্যার জগতের এক উজ্জ্বল নক্ষত্র রিচার্ড ফাইনম্যান! ফাইনম্যান, তুমি নিশ্চয়ই মজা করছো! বইটা ফাইনম্যানের জীবনের রোমাঞ্চকর সব অভিজ্ঞতা নিয়ে লেখা। তার পাগলামিপূর্ণ জীবনের নানা ঘটনা ফাইনম্যান তুলে ধরেছেন অতি সহজবোধ্য ভাষায়! ফাইনম্যানের ছেলেবেলার সুখ-দুঃখের কথা উঠে এসেছে সাবলীল ভঙ্গিতে। ইউনিভার্সিটি জীবনের মজার সব ঘটনা তুলে ধরেছেন মজাদার ভঙ্গিতে। তার পেশাজীবনের চমকপ্রদ সব কাহিনীর বর্ণনাও করেছেন। ফাইনম্যান সর্বদা রসিকতা করতেন, কখনোবা চুরি করে মজা করতেন ( অবশ্য তা বলেও দিতেন ), আবার জটিল সব সমস্যার সমাধান করে সবাইকে চমকে দিতেন। এক কথায় অপূর্ব! জীবনের প্রতিটি ক্ষেত্রে ফাইনম্যান নতুনত্ব, সৃজনশীলতার পরিচয় দিতেন। মানুষ হিসেবে যাকে বলা যায় একদম "কুল"! বইয়ের একটা বড় অংশ জুড়ে ছিল তার বৈজ্ঞানিক গবেষণার কথা। ম্যানহাটন প্রজেক্টই এর মধ্যে প্রাধান্য পেয়েছে। বাঘা বাঘা সব গণিতবিদ আর বিজ্ঞানীদেএ সঙ্গে তার সাক্ষাতের অংশটি ছিল সবচেয়ে বাকরুদ্ধ! আত্মজীবনীমূলক বই হলেও সবাই যে অনুপ্রেরিত হবেন আর জীবনকে উপভোগ করতে শিখবেন বইটি পড়ে, সে কথা চোখ বন্ধ করে বলা যায়! সবশেষে বলতে হয়....ফাইনম্যান এমন এক বিস্ময়, যাকে বোঝার ক্ষমতা আমার নাই ব্যক্তিগত রেটিং : ৮.৫/১০