User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটা টিউটোরিয়াল কম আর ব্লেমিং বেশি, প্রোপাগাণ্ডা আরও বেশি। বইটা সংগ্রহ করেছিলাম কিছু অথেন্টিক টিপসের জন্য, প্রয়োজনীয় কিছু শেখার জন্য, এমন না যে বইখানি আমার সেসব চাহিদা পূরণে ব্যর্থ। প্রয়োজনীয় সবই আছে, সেইসাথে আছে অপ্রোয়জনীয়, অহেতুক, বিপুল প্যাচালের সমাহার, যাকে বলা চলে, “ধান ভানতে শিবের গীত।" অবশ্য এই বইয়ের প্রসবদানকারী কে সেটাও তো দেখতে হবে, পশ্চিমের অখাদ্য, পচা আর এঁটোখেকো ‘প্রথমা প্রকাশন’। আমাদের ভাগ্য ভালো যে কুকুরের বীর্য দিয়ে মানব শিশু পয়দা করা ফেমিনিস্টগুলা হাল জামানায় আসছে, ১ যুগ আগে ছিলনা, না হলে সেসবও এই বইয়ে উঠে যেত। এই বইয়ের কারিগরদের যে কী কষ্টই হয়েছে এটা লিখতে না পেরে যে পুরুষ ব্যতীতই নারী সন্তান উৎপাদনে সক্ষম।
Was this review helpful to you?
or
Worth purchase
Was this review helpful to you?
or
Very informative.
Was this review helpful to you?
or
It’s a very useful and informative book. The different incidents are obviously clear warning for a potential mother. Every educated woman should read this book before planning to get pregnant.
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা অক্টোবর রিভিউ -৩ বাংলাদেশের মত দেশে বিবাহিত নারীর গর্ভধারণ করা যত সহজ, ততই জটিল তার গর্ভাধারণাবস্থায় প্রকৃত সেবা- যত্ন পাওয়া এবং প্রসূতির নিরাপদ, ঝুঁকিশূণ্য সন্তান প্রসবের বিষয়টি।' প্রসূতি ও প্রসব' শিরোনামে আলোচ্য বইটি পড়তে বসেছিলাম কৌতূহলবশতই। ১ম অধ্যায় : ' অন্তহীন ব্যথার গল্প' পরিচ্ছেদটি পড়তে গিয়ে রীতিমত শিউরে উঠতে হল। ' সুলতানার স্বপ্নভঙ্গ ', ' দৈত্যমুক্তি', 'উর্বরতার বিনিময়ে' ইত্যাদি শিরোনামের মত ১৮ টি অধ্যায়ে বিভক্ত অধ্যায়গুলি পাঠ শেষে মনে হল, নারী হয়ে জন্মানো ও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার বিষয়টি একজন নারীর জন্য কতটা কঠিন। প্রসূতি ও প্রসব বিষয়ে আমাদের দেশে যেখানে অজ্ঞতা, কুসংস্কার, সামাজিক বাঁধা রয়েছে সেই প্রেক্ষাপটে এই বইয়ের প্রকাডনা অবশ্যই তাৎপর্যযুক্ত ঘটনা। এ বইয়ের লেখকগণ যখন বলেন, " আমরা চেয়েছি, সাধারণ মানুষ যাতে এ বই পড়ে বিষয়ের গভীরে যেতে পারে। দেশের প্রত্যন্ত অঞ্চলে যে সুবিধাবঞ্চিত বধূটি থাকেন, যার হাতের কাছে অন্য কোন অবলম্বন নেই, এ বই যদি তার কোন কাজে আসে, তবেই আমরা ধন্য মনে করব।" তখন তাদের কথার প্রেক্ষিতে বলতে হয় দেশের প্রতিটি সন্তানকামী দম্পতির নাগালে এ বই পৌঁছে দেওয়া হোক। কেননা প্রসূতি ও প্রসব বিষয়ে এটি একটি পূর্ণাঙ্গ বই। এ রকম একটি প্রয়োজনীয় বই লিখার জন্য ডা. সাহানারা চৌধুরী ও ডা. জাহিদ মনজুরকে অভিনন্দন। তাঁরা উভয়ে যে প্রভূত পরিশ্রম করে এবং দায়িত্ব নিয়ে এ বই রচনা করেছেন তার দৃষ্টান্ত ছড়িয়ে আছে ' প্রসূতি ও প্রসব' এর প্রতিটি পাতায় পাতায়। এটি বাংলাদেশের প্রতিটি পরিবারের সংগ্রহে রাখার মত বই। #বইয়ের_নাম : প্রসূতি ও প্রসব লেখক : ডা. সাহানারা চৌধুরী ও ডা. জাহিদ মনজুর প্রকাশক : প্রথমা
Was this review helpful to you?
or
অনেক ভালো একটা বই। অনেক কিছু জানার আছে, এই বইটা পড়ে বুজেছি।
Was this review helpful to you?
or
দুই দিনে মধ্যে এক নিশ্বাসে বইটি শেষ করেছি। অত্যন্ত সুপাঠ্য, তথ্যবহুল। ব্লগ, ইউটিউব খুজে খুজে জানার পরিবর্তে বিভ্রান্তই হতে হয় বেশী। বইটিতে সুনির্দিষ্ট ও সুস্পষ্টভাবে নারীদেহের অভন্তরীন অনেক খটমটে বিষয়ের সহজবোধ্য বিশ্লেষন করা হয়েছে। এ বইয়ে নারীদের গর্ভধারণের ব্যপারে অনেক অজানা অহেতুক ভয়ের বিষয়ে সাবলীল ব্যখ্যা দিয়ে নির্ভার করার প্রয়াস লক্ষনীয়। অন্তত শিশুমৃত্যু ও মার্তৃমৃত্যুর হার কমানোর জন্য সবাইকে এধরণের ভালো মানের বই পড়া উচিৎ।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি গ্রন্থ। এর প্রথম অংশে ধ্বনিত হয়েছে বাংলার সাধারণ নারীদের প্রসব জনীত নানা ব্যথা বেদনা অবহেলা আর নিদারুন কস্টের গল্প। হায়রে কতো মাযে কত কস্ট সহেছে শুধু কুসংস্কারের কারণে। সেইসব নারীদের কস্ট আমাকে দারুনভাবে নাড়িত করেছে। আমার কাছে ভালো লেগেছ। েএকজন শিশুর পুরো জন্মপক্রিয়া দুইজন ডাক্তার বইটি লিখেছেন এত স্বাবলীল এবং সুন্দর ভাষায় তারা এই পক্রিয়ার বর্নণা দিয়েছেন একজন সাধারণ মানুষ যিনি বিজ্ঞান বা মেডিক্যাল টার্মস বোঝেন না তিনিও খুব সহজে বুঝেবেন। আর বিশেষ করে গর্াবস্থয়ি নানা সেবার ব্যাপারে জানা যায়। আর বিশেষ করে প্রসূতিসেবা্টা খুব ভালো। একজন ধাত্রীর যে জ্ঞান থাকা দরকার সেগুলো রয়েছে এতে। তাই সব সাম্ভাব্য মা বাবা নয় প্রতিটি মানুষের এটা পড়া্িুচিত।
Was this review helpful to you?
or
For Getting Knowledge